গুজরাটকে উড়িয়ে চ্যাম্পিয়ন চেন্নাই, কে কোন পুরস্কার পেলেন

খেলাধুলা ডেস্কখেলাধুলা ডেস্ক
প্রকাশিত: ১:৫৮ অপরাহ্ণ, মে ৩০, ২০২৩

ছবি- সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) গুজরাট টাইটান্সকে হারিয়ে পঞ্চমবারের মতো শিরোপা জিতলো চেন্নাই সুপার কিংস। ২০২১ সালের পর আবারও শিরোপা পুনরুদ্ধার করলো ধোনিবাহিনী। শেষ ২ বলে চেন্নাই সুপার কিংসের দরকার ছিলো ১০ রান।

নাটকীয় এক লড়াইয়ে শেষটায় এসে হতাশায় ডোবার মতো অবস্থা মহেন্দ্র সিং ধোনির দলের। কিন্তু রুদ্ধশ্বাস সেই ফাইনালের শেষ দুই বলে ছক্কা আর চার হাঁকিয়ে বৃষ্টি আইনে চেন্নাইকে ৫ উইকেটের নাটকীয় জয় এনে দিলেন রবীন্দ্র জাদেজা।

সোমবার (২৯ মে) আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আইপিএলের ১৬তম আসরের ফাইনালে মুখোমুখি হয়েছিল গুজরাট টাইটান্স ও চেন্নাই সুপার কিংস।

এদিন টস জিতে গুজরাটকে ব্যাটিংয়ে পাঠান চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২১৪ রান করে গুজরাট। জবাবে বৃষ্টি আইনে ১৫ ওভারে চেন্নাইয়ের লক্ষ্য নেমে আসে ১৭১ রানে। সেই লক্ষ্যে নিধারিত ১৫ ওভার শেষে ৫ উইকেট হাতে রেখে ১৭১ রান করে চেন্নাই।

সংক্ষিপ্ত স্কোর:

গুজরাট টাইটান্স: ২০ ওভারে ২১৪/৪।
(ঋদ্ধিমান ৫৪, গিল ৩৯, সুদর্শন ৯৬, পান্ডিয়া ২১, রশিদ ০, দিপক ৪-০-৩৮-১, তুষার ৪-০-৫৬-০, মাহেশ ৪-০-৩৬-০, জাদেজা ৪-০-৩৮-১, পাথিরানা ৪-০-৪৪-২)।

Nagad

চেন্নাই সুপার কিংস: (বৃষ্টি আইনে টার্গেট ১৭১) ১৫ ওভারে ১৭১/৫।
(গায়কোয়ার্ড ২৬, কনওয়ে ৪৭, রাহানে ২৭, দুবে ৩২, রাইডু ১৯, ধোনি ০, জাদেজা ১৫ ; শামি ৩-০-২৯-০, পান্ডিয়া ১-০-১৪-০, রশিদ ৩-০-৪৪-০, নুর ৩-০-১৭-২, মহিত ৩-০-৩৬-৩, লিটল ২-০-৩০-০)।

ফল: ৫ উইকেটে জিতে চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস।

আইপিএল’-এর ১৬তম আসরে চ্যাম্পিয়ন মহেন্দ্র সিং ধোনির দল। এই ট্রফি নিয়ে মোট ৫টি ট্রফি উঠলো চেন্নাইয়ের ঘরে।

ফাইনাল ম্যাচের পুরস্কারের তালিকা:

ফাইনালের সেরা ক্রিকেটার: ডেভন কনওয়ে (৫ লক্ষ টাকা ও ট্রফি)।
মোস্ট ভ্যালুয়েবল অ্যাসেট অফ দ্য ফাইনাল: সাই সুদর্শন (১ লক্ষ টাকা ও ট্রফি)।
ইলেক্ট্রিক স্ট্রাইকার অফ দ্য ফাইনাল: অজিঙ্কা রাহানে (১ লক্ষ টাকা ও ট্রফি)।
ফাইনালের সেরা ক্যাচ: মহেন্দ্র সিং ধোনি ( ১ লক্ষ টাকা ও ট্রফি)।
ফাইনালের দীর্ঘতম ছক্কা: সাই সুদর্শন (১ লক্ষ টাকা ও ট্রফি)।
গেম চেঞ্জার অফ দ্য ফাইনাল: সাই সুদর্শন (১ লক্ষ টাকা ও ট্রফি)।
ফাইনালে সব থেকে বেশি চার: সাই সুদর্শন ( ১ লক্ষ টাকা ও ট্রফি)।

আসরে সেরাদের পুরস্কারের তালিকা:

চ্যাম্পিয়ন: চেন্নাই সুপার কিংস (ট্রফি ও ২০ কোটি টাকা)।
রানার্স: গুজরাট টাইটানস (ট্রফি ও ১২ কোটি ৫০ লক্ষ টাকা)।
টুর্নামেন্টের সেরা ক্রিকেটার (মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার): শুভমন গিল (১০ লক্ষ টাকা ও ট্রফি)।
টুর্নামেন্টের দীর্ঘতম ছক্কা: ফ্যাফ ডু’প্লেসি (১০ লক্ষ টাকা ও ট্রফি)।
টুর্নামেন্টের সেরা ক্যাচ: রশিদ খান (১০ লক্ষ টাকা ও ট্রফি)।
টুর্নামেন্টের সেরা উঠতি ক্রিকেটার: যশস্বী জসওয়াল (১০ লক্ষ টাকা ও ট্রফি)।
ইলেক্ট্রিক স্ট্রাইকার অফ দ্য সিজন: গ্লেন ম্যাক্সওয়েল (১০ লক্ষ টাকাও ট্রফি)।
গেম চেঞ্জার অফ দ্য সিজন: শুভমন গিল (১০ লক্ষ টাকা ও ট্রফি)।
টুর্নামেন্টে সব থেকে বেশি চার: শুভমন গিল (১০ লক্ষ টাকা ও ট্রফি)।
অরেঞ্জ ক্যাপ (টুর্নামেন্টে সব থেকে বেশি রান): শুভমন গিল (১০ লক্ষ টাকা ও স্মারক টুপি)।
পার্পল ক্যাপ (টুর্নামেন্টে সব থেকে বেশি উইকেট): মহম্মদ শামি (১০ লক্ষ টাকা ও স্মারক টুপি)।
ফেয়ার প্লে ট্রফি: দিল্লি ক্যাপিটালস (ট্রফি)।
সেরা পিচ ও মাঠ: ইডেন ও ওয়াংখেড়ে (৫০ লক্ষ টাকা ও ট্রফি)।

সারাদিন/৩০ মে/এমবি