অপহৃত শিশুকে উদ্ধার, অসহায় পরিবারের পাশে পুলিশ সুপার সিলেট

সিলেট প্রতিনিধি:সিলেট প্রতিনিধি:
প্রকাশিত: ৭:০৭ অপরাহ্ণ, মে ৩০, ২০২৩

গোয়াইনঘাট থানার রুস্তুমপুর ইউনিয়নের উপরগ্রাম থেকে গত ২৭ মে, শনিবার জনৈক মোঃ ফয়জুদ্দিনের মাত্র ১৪ মাসের শিশুপুত্র শাহ জাহান নিখোঁজ হয়। শাহ জাহানের খোঁজে দিগবিদিক ছুটে কোথাও কোন দিশা না পেয়ে তার পিতা গোয়াইনঘাট থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

শিশু নিখোঁজের সংবাদটি সিলেট জেলার পুলিশ সুপার মহোদয়কে অবহিত করা হলে সিলেট জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন মহোদয় তৎপর হয়ে শিশুটিকে উদ্ধারের জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন এবং সম্পূর্ণ উদ্ধার কার্যক্রম নিজে পর্যবেক্ষণ করেন।

পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনা মোতাবেক নিরলস পরিশ্রম করে গোয়াইনঘাট থানা পুলিশের একটি চৌকস দল হবিগঞ্জের নবীগঞ্জ থানা এলাকায় শিশুটির সন্ধান পায়। উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে শিশু শাহ জাহানকে উদ্ধার করা হয়। অপহরণের অভিযোগে গ্রেপ্তার করা হয় মমতা বেগম (৪৫) নামের এক মহিলাকে।

উদ্ধারের পর ভিকটিম শিশুটিকে তার পরিবারের সাথে পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে আসা হয়। শিশুটিকে উদ্ধারের আনন্দে সিলেট জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন ভিকটিমের অসহায় পিতা-মাতাকে আর্থিক অনুদান প্রদান করেন।