রশিদকে ছাড়াই আফগানদের টেস্ট স্কোয়াড ঘোষণা
বাংলাদেশ সফরের একমাত্র টেস্টের জন্য স্কোয়াড ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। তবে এই দলে রাখা হয়নি রশিদ খানকে। কী কারণে তিনি দলে নেই, তা অবশ্য বিবৃতিতে উল্লেখ করা হয়নি। ধারণা করা হচ্ছে, চোটের কারণে রশিদকে দলে নেয়া হয়নি।
বুধবার (০৭ জুন) রশিদকে ছাড়াই ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে আফগান ক্রিকেট বোর্ডের নির্বাচক কমিটি।
২০১৯ সালে চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে খেলা টেস্টের একাদশে থাকা ৬ জন এবারও আফগানিস্তানের দলে আছেন। এবারের দলে নতুন মুখ হিসেবে আছেন বেশ কয়েকজন।
বাংলাদেশের বিপক্ষে খেলা ৬ আফগান ক্রিকেটার হলেন- হাশমতউল্লাহ শাহিদি, রহমত শাহ, ইব্রাহিম জাদরান, আফসার জাজাই, ইয়ামিন আহমাদজাই ও জহির খান।
এক নজরে আফগানিস্তানের টেস্ট স্কোয়াড: হাশমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), রহমত শাহ (সহ-অধিনায়ক), আফসার জাজাই (কিপার), ইকরাম আলিখিল (কিপার), ইব্রাহিম জাদরান, করিম জানাত, জহির খান, ইজহারুলহক নাভিদ, হামজা হোতাক, ইব্রাহিম আব্দুল রাহিমজাই, ইয়ামিন আহমাদজাই, নিজাত মাসৌদ, আব্দুল মালিক, বাহির শাহ, নাসির জামাল।
রিজার্ভ প্লেয়ার: জিয়াউর রহমান আকবর, নুরআলি জাদরান, আজমতউল্লাহ ওমরজাই, সায়েদ আহমেদ শিরজাদ।
সারাদিন/০৮ জুন/এমবি