টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে চাপে ভারত

খেলাধুলা ডেস্কখেলাধুলা ডেস্ক
প্রকাশিত: ১২:৩৮ অপরাহ্ণ, জুন ১০, ২০২৩

ছবি- সংগৃহীত

ওভালে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে রীতিমতো চাপে পড়ছে ভারত। প্রথম দুইদিনের প্রথম সেশনে দাপট দেখায় ইন্ডিয়া। তবে বেলা গড়ানোর সাথে সাথে ম্যাচের রাশ নিজেদের হাতে নিয়ে নেয় অস্ট্রেলিয়া।

শেষমেশ প্রথম ইনিংসের নিরিখে বড় ব্যবধানে পিছিয়ে পড়তে হয়েছে ভারতকে। যদিও তৃতীয় দিনে সার্বিকভাবে ম্যাচে দাপট দেখায় ভারতীয় দল। সেই সুবাদে লড়াইয়ে টিকে রয়েছে টিম ইন্ডিয়া। শেষ দুইদিনে আগ্রাসী ক্রিকেট উপহার দিতে পারলে ম্যাচ জেতা অসম্ভব নয়।

প্রথম ইনিংসের নিরিখে ১৭৩ রানে এগিয়ে থাকা অস্ট্রেলিয়া তৃতীয় দিনের শেষে তাদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটের বিনিময়ে ১২৩ রান সংগ্রহ করেছে। সুতরাং অস্ট্রেলিয়ার হাতে লিড রয়েছে ২৯৬ রানের।

মার্নাস ল্যাবুশান ১১৮ বলে ৪১ রান করে অপরাজিত থাকেন। তিনি ৪টি চার মেরেছেন। ২৭ বলে ৭ রান করে নট-আউট থাকেন ক্যামেরন গ্রিন। তিনি ১টি চার মেরেছেন।

দ্বিতীয় ইনিংসে ভারতের হয়ে ২৫ রানে ২টি উইকেট নিয়েছেন রবীন্দ্র জাদেজা। ৪১ রানে ১টি উইকেট নিয়েছেন মহম্মদ সিরাজ। ২১ রান খরচ করে ১টি উইকেট পকেটে পুরেছেন উমেশ যাদব। উইকেট পাননি মহম্মদ শামি ও শার্দুল ঠাকুর।

সংক্ষিপ্ত স্কোর:

Nagad

অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ৪৬৯।

ভারত প্রথম ইনিংস: (আগের দিন ১৫১/৫) ৬৯.৪ ওভারে ২৬৯।
(রাহানে ৮৯, ভারত ৫*, শার্দুল ৫১, উমেশ ৫, শামি ১৩, সিরাজ ০*; স্টার্ক ১৩.৪-০-৭১-২, কামিন্স ২০-২-৮৩-৩, বোল‍্যান্ড ২০-৬-৫৯-২, গ্রিন ১২-১-৪৪-২, লায়ন ৪-০-১৯-১)।

অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংস: ৪৪ ওভারে ১২৩/৪।
(খাওয়াজা ১৩, ওয়ার্নার ১, লাবুশেন ৪১*, স্মিথ ৩৪, হেড ১৮, গ্রিন ৭*; শামি ১০-৪-১৭-০, সিরাজ ১২-২-৪১-১, শার্দুল ৬-১-১৩-০, উমেশ ৭-১-২১-১, জাদেজা ৯-৩-২৫-২)।

সারাদিন/১০ জুন/এমবি