আরও ১৫১ জনের করোনা শনাক্ত, একজনের মৃত্যু
গত ২৪ ঘণ্টায় সারাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে আরও ১৪০ জন শনাক্ত হয়েছে। একই সময়ে দেশে করোনায় আক্রন্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে।
সোমবার (১২ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে করোনায় আক্রন্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। মৃত নারীর বয়স ৮১ থেকে ৯০ বছরের মধ্যে। তিনি ঢাকার বাসিন্দা। একই সময়ে আরও ১৪০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে ১২৭ জন ঢাকা মহানগরীর।
এ নিয়ে মহামারীর শুরু থেকে এখন পর্যন্ত দেশে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৪০ হাজার ৬১০ জনে দাঁড়িয়েছে। অন্যদিকে, মৃতের সংখ্যা ২৯ হাজার ৪৫২ জনে দাঁড়িয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৮৮৫টি পরীক্ষাগারে ২০১২টি নমুনা সংগ্রহ এবং ২০১২টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৬ দশমিক ৯৬ শতাংশ। মহামারীর শুরু থেকে এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ২১ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৭২ জন। এনিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৬ হাজার ৮৭০ জনে দাঁড়িয়েছে। সুস্থতার হার ৯৮ দশমিক ৩৫ শতাংশ।
সারাদিন/১২ জুন/এমবি