ক্লান্তি নিয়ে কখনোই আমি ভাবি না: ফার্নান্দেজ

খেলাধুলা ডেস্কখেলাধুলা ডেস্ক
প্রকাশিত: ৭:৩৪ অপরাহ্ণ, জুন ১৮, ২০২৩

ছবি- সংগৃহীত

ইউরো চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে নিজেদের তৃতীয় ম্যাচে বসনিয়াকে ৩-০ গোলে হারিয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। বসনিয়ার বিপক্ষে জোড়া গোল করেছেন ম্যানইউ তারকা ব্রুনো ফার্নান্দেজ।

শনিবার (১৭ জুন) দিবাগত রাতে পর্তুগালের রাজধানী লিসবনে বসনিয়াকে আতিথ্য দিয়েছিল সাবেক ইউরো চ্যাম্পিয়ন পর্তুগাল। ফার্নান্দেসের জোড়া গোল ছাড়া বাকি গোলটি এসেছে বার্নার্ডো সিলভার কাছ থেকে।

ম্যাচের পুরোটা সময় খেলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। গোলও পেয়ে গিয়েছিলেন তিনি। কিন্তু অফসাইডের ফাঁদে পড়ে সিআর সেভেনের সেই গোল বাতিল হয়।

এ নিয়ে ইউরো বাছাই পর্বে টানা তিন জয় পেয়েছে পর্তুগিজরা। ‘জে’ গ্রুপে টানা তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে রবার্তো মার্টিনেজের দল পর্তুগাল। ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে স্লোভাকিয়া। লুক্সেমবার্গের পয়েন্ট ৪।

আগামী মঙ্গলবার (২০ জুন) আইসল্যান্ডের বিপক্ষে খেলতে নামবে পর্তুগাল। ৩ পয়েন্ট নিয়ে ৫ নম্বরে রয়েছে আইসল্যান্ড। অন্যদিকে, বসনিয়ার একই দিন মাঠে নামবে লুক্সেমবার্গের বিপক্ষে।

এবারের মৌসুমে ৬৯তম ম্যাচ খেলার পর ফার্নান্দেজ এক সাক্ষাৎকারে বলেন, “আমি ছিলাম খুব ফ্রেশ। এখন একটু কম। আশা করি রিকভার করতে পারবো। এরপর বিশ্রাম নিতে পারবো। তবে আমি চাই সব সময় নিজের সেরাটা দিয়ে খেলতে। ক্লান্তি নিয়ে কখনোই আমি ভাবি না।”

Nagad

সারাদিন/১৮ জুন/এমবি