মানবতাবিরোধী অপরাধের মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদকনিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:২১ অপরাহ্ণ, জুন ২৫, ২০২৩

ছবি- সংগৃহীত

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় যশোরের বাঘারপাড়ার মো: আমজাদ হোসেন মোল্লাসহ চার আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

রোববার (২৫ জুন) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো: শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এই রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন- বিচারপতি মো: আবু আহমেদ জমাদার এবং বিচারপতি কে এম হাফিজুল আলম।

মামলার বাকি আসামিরা হলেন- মো: ওহাব মোল্লা, মো: মাহতাব বিশ্বাস এবং মো: ফসিয়ার রহমান মোল্লা।

এদিন সকাল ১০টা ৩৫ মিনিটে রায় পড়া শুরু হয়। ১৬৯ পৃষ্ঠার রায়ের প্রথমাংশ পাঠ করেন বিচারপতি কে এম হাফিজুল আলম। দুই-তৃতীয়াংশ পাঠ করেন বিচারপতি মো: আবু আহমেদ জমাদার। রায়ের মূল অংশ পাঠ করেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো: শাহিনুর ইসলাম।

রায় ঘোষণাকালে এই মামলায় গ্রেপ্তার হওয়া একমাত্র আসামি মো: আমজাদ হোসেন মোল্লা কাঠগড়ায় বসা ছিলেন। এটি ট্রাইব্যুনালের ৫২তম রায়।

এর আগে গত ২১ জুন মানবতাবিরোধী অপরাধের মামলায় মো: আমজাদ হোসেন মোল্লাসহ চার আসামির বিরুদ্ধে রায় ঘোষণার জন্য আজকের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।

Nagad

সারাদিন/২৫ জুন/এমবি