আজকের দিনের জাতীয় পর্যায়ের শীর্ষ ১০ খবর
সরকারি কর্মচারীদের বেতন
৫% প্রণোদনায় ব্যয় বছরে প্রায় ৪ হাজার কোটি টাকা
অর্থ বিভাগ সূত্র বলছে, ৫ শতাংশ প্রণোদনায় মূল বেতন বাড়বে না। বাড়তি অর্থ থোক হিসেবে পাবেন কর্মচারীরা।
সরকারি কর্মচারীদের বার্ষিক বেতন বৃদ্ধি (ইনক্রিমেন্ট) হয় অর্থবছরের শুরু, অর্থাৎ ১ জুলাই থেকে। তবে এ বছরের জুলাই মাসে তাঁদের জন্য থাকছে বিশেষ সুখবর। ২০১৫ সালে ঘোষিত বেতনকাঠামো অনুযায়ী প্রতিবছর ৫ শতাংশ হারে যে বেতন বাড়ে, এবার তার সঙ্গে আরও মূল বেতনের ৫ শতাংশ প্রণোদনা যোগ হবে। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, তাদের প্রাথমিক হিসাব অনুযায়ী প্রণোদনা দিতে রাষ্ট্রীয় কোষাগার থেকে বাড়তি ব্যয় হবে প্রায় চার হাজার কোটি টাকা। উল্লেখ্য, বর্তমানে সরকারি চাকরিজীবীর সংখ্যা ১৩ লাখ ৯৬ হাজার ৮১৮।প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত রোববার জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর বক্তব্য দেওয়ার সময় সরকারি কর্মচারীদের জন্য ৫ শতাংশ হারে প্রণোদনা দেওয়ার কথা জানান।
প্রধানমন্ত্রীর বক্তব্যের পর গতকাল সোমবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগে যোগাযোগ করে জানা যায়, তারা এ বিষয়ে প্রাথমিক প্রস্তুতি নিয়ে রেখেছে। এখন একটি সারসংক্ষেপ উপস্থাপন করা হবে অর্থমন্ত্রীর কাছে। এরপর তা অনুমোদনের জন্য যাবে প্রধানমন্ত্রীর কার্যালয়ে। জুলাইয়ের প্রথম দুই সপ্তাহের মধ্যেই সব কাজ শেষ হবে। সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত সংস্থার সব কর্মচারীর ক্ষেত্রেই বেতন বৃদ্ধি প্রযোজ্য হবে। সূত্র: প্রথম আলো


বাড়ি ফিরছে কোটি মানুষ
বিকেল গড়িয়ে সন্ধ্যা। মেহেরপুর যাবেন হাসানুর রহমান। ঢাকার গাবতলী বাস টার্মিনালে ঘুরছেন টিকিটের খোঁজে। কিন্তু পাচ্ছেন না।যদিও কেউ কেউ তাঁর সামনেই অতিরিক্ত ভাড়া দিয়ে অন্য গন্তব্যের টিকিট পেয়েছে। বাসের টিকিট না পাওয়ার এমন অবস্থা ছিল সায়েদাবাদেও। তবে ভিন্ন চিত্র মিলেছে গুলিস্তানের ফুলবাড়িয়া ও মহাখালী বাস টার্মিনালে। যাত্রীরা তুলনামূলকভাবে অতিরিক্ত ভাড়া দিয়ে হলেও টিকিট পেয়েছে।বাড়ি ফিরছে কোটি মানুষগতকাল সোমবার ছিল ঈদের আগে শেষ কর্মদিবস। টানা পাঁচ দিনের ছুটি পেয়ে গতকাল মানুষের ঢাকা ছাড়ার ঢল নামে সড়কে। শুধু বাস নয়, ট্রেন-লঞ্চেও ঘরমুখো মানুষের চাপ ছিল ব্যাপক। গতকাল ও আজ মঙ্গলবার মিলিয়ে প্রায় ৬০ লাখ মানুষ ঢাকা ছাড়ছে।এতে জাতীয় মহাসড়কগুলোতে বাড়ছে গাড়ির চাপ। বেশ কিছু সড়কে রয়েছে তীব্র যানজটের শঙ্কা।শুধু যে ঢাকা থেকেই কর্মজীবী মানুষ গ্রামে যাচ্ছেন এমনটা নয়। বড় বিভাগীয় শহরেও অন্য জেলার কর্মজীবী রয়েছেন। আবার বিভিন্ন জেলা থেকে শেষ মুহূর্তে শিক্ষার্থীরাও নিজ গ্রামের বাড়ি ফিরতে শুরু করেছে। সূত্র: কালের কণ্ঠ
সরকারি চাকুরেদের ১০% বেতন বাড়বে জুলাই থেকে
সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে জুলাই থেকে। তাঁরা ১ জুলাই থেকে মূল বেতনের ১০ শতাংশ টাকা পাবেন। সাধারণভাবে বার্ষিক বেতন বৃদ্ধি (ইনক্রিমেন্ট) হয় ৫ শতাংশ। মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করে যোগ হবে আরও ৫ শতাংশ। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ১০ শতাংশ বেতন বৃদ্ধির বিষয়ে আনুষ্ঠানিকতা শেষ করে প্রজ্ঞাপন জারি করতে কিছুটা দেরি হলেও জুলাই থেকে তা কার্যকর হবে। তবে এতে খুশি নন নিম্ন গ্রেডের কর্মচারীরা। বাজেটকে কেন্দ্র করে কর্মচারীরা নতুন পে-স্কেল প্রণয়ন কিংবা পে-স্কেল না হলে নিম্ন গ্রেডের কর্মচারীদের বৈষম্য কমিয়ে বেতন বাড়ানোর দাবি জানিয়েছিলেন। সরকার ঘোষিত সাময়িক প্রণোদনায় কোনো দাবিই পূরণ হয়নি বলে মনে করছেন তাঁরা। ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীরা মনে করেন, বিদ্যমান বেতন কাঠামোতে তাঁরা বৈষম্যের শিকার। এ কাঠামো রেখে যত কিছুই করা হোক, মূল সুবিধা উচ্চ গ্রেডের কর্মচারীরা পাবেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত রোববার জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর বক্তব্য দেওয়ার সময় সরকারি কর্মচারীদের জন্য ৫ শতাংশ নতুন করে প্রণোদনা দেওয়ার কথা জানান। সূত্র; সমকাল
১০০ আসনে স্বতন্ত্র প্রার্থী আ.লীগে!
সারা দেশে একশর বেশি সংসদীয় আসনে আওয়ামী লীগ নেতাকর্মীরা স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করার আভাস দিয়েছেন। বারবার মনোনয়ন চেয়েও বঞ্চিত হওয়া এ অংশটি দ্বাদশ সংসদ নির্বাচনে ‘নো রিটার্ন পজিশন’নীতি অনুসরণ করবে বলে জানিয়েছে। এ অবস্থানে থাকা সবাই সাবেক ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে রাজনীতি করা। জেলা-উপজেলায় দীর্ঘদিন সভাপতি-সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করা অনেকেও আছেন এই দলে, যাদের বয়স ৫০-৬০-এর কোটায়। দলীয় কর্মসূচিতে অংশ নেওয়া, দলীয় কার্যালয়ের সামনে ঘোরাফেরা করা ও কেন্দ্রীয় নেতাদের ব্যক্তিগত কার্যালয়ে গিয়ে দল মনোনয়ন না দিলে স্বতন্ত্রভাবে নির্বাচন করবেন বলে জানাচ্ছেন তারা। দলীয় বিভিন্ন অনুষ্ঠানে দেখা হলে এ প্রতিবেদককে মনোনয়নের প্রত্যাশায় থাকা নেতারা বলেন, এমনও হতে পারে স্বতন্ত্র প্রার্থী হতে কোনো বিধিনিষেধ আসবে না। অনেকেই ক্ষুব্ধ হয়ে বলেন, মনোনয়ন বোর্ডের বিবেচনায় ‘ঘাপলা’ হয় বলেই যোগ্যতার মানদন্ডে উত্তীর্ণ হলেও মনোনয়নবঞ্চিত হতে হয় ভালো ভাবমূর্তির প্রার্থীদেরও। এগুলো দলের জন্য খারাপ নজির। মনোনয়ন প্রত্যাশা করেন এমন নেতারা আরও বলেন, একেকজন নেতা শুধু পেয়েই যাচ্ছেন, অন্য নেতারা সবসময়ই বঞ্চিত হচ্ছেন এতে রাজনীতি নষ্ট হয়। অনেকের দম্ভ বেড়ে যায়, নেতাকর্মীর সঙ্গে খারাপ আচরণ করে। তারা নিজেদের বিকল্পহীন ভাবতে শুরু করে। সূত্র; দেশ রুপান্তর
গাড়ির চাপ বাড়লেও যানজট নেই এক্সপ্রেসওয়েতে
ঈদ উপলক্ষে শুরু হয়েছে দক্ষিণবঙ্গের মানুষের বাড়ি ফেরা। যানবাহনের চাপ বাড়লেও কোনো ধরনের ভোগান্তি ছাড়াই গন্তব্যে যাচ্ছেন ঘরমুখো মানুষ। মঙ্গলবার সকালে পদ্মা সেতুর টোল প্লাজা এলাকা ও ঢাকা-মাওয়া ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে এমন চিত্র দেখা গেছে। মুন্সীগঞ্জ সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ নাহীন রেজা বলেন, ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ধলেশ্বরী টোল প্লাজায় টোল বুথ রয়েছে ১৪টি। অতিরিক্ত জনবলও নিয়োজিত রয়েছে। গাড়ির তেমন একটা চাপ পড়েনি। দুই প্রান্তে আসা-যাওয়ায় দুটি অটোমেটিক টোল কালেকশন বুথ রয়েছে। কোনো দুর্ঘটনা না ঘটলে যানবাহন তেমন একটা চাপ পড়বে না টোল প্লাজা এবং মহাসড়কে। সূত্র: দৈনিক বাংলা।
সামান্যই কাজে লাগানো একটি কয়লাখনির ভবিষ্যৎ কি অনিশ্চয়তার পথে?
দেশব্যাপী যখন বিদ্যুতের চাহিদা ক্রমবর্ধমান হারে বাড়ছে – তারমধ্যেই কয়লা সংকটে দেশের নতুন কয়লাচালিত বিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে সরবরাহ ব্যাহত হয়েছে। এর একমাত্র ব্যতিক্রম ৫২৫ মেগাওয়াট সক্ষমতার বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র।এই বিদ্যুৎকেন্দ্র পরিচালিত হয় স্থানীয় কয়লায়; যা আমদানি করতে হলে- প্রতি মাসে লাগতো ১৪৪ মিলিয়ন ডলার। ২০২৭ সাল পর্যন্ত বড়পুকুরিয়া কয়লা খনি পরিচালনার অনুমোদন রয়েছে। এই মেয়াদ শেষ হওয়ার পর নিকটবর্তী খনিটি থেকে নির্ভরযোগ্য জোগান পাওয়ার বিষয়ে অনিশ্চয়তার আশঙ্কা করছেন বিদ্যুৎকেন্দ্রটির কর্মকর্তারা।বড়পুকুরিয়া কোল মাইন লিমিটেড (বিসিএমসিএল)- এর শীর্ষ এক কর্মকর্তা দাবি করেন, দেশের একমাত্র সচল এই কয়লা খনিতে আরও মজুত রয়েছে, যা উত্তোলনের জন্য জানুয়ারিতে একটি প্রস্তাব পাঠিয়েছেন তারা। বর্তমানে তারা সেটি অনুমোদনের অপেক্ষা করছেন। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।
আজ পবিত্র হজ
আরাফাত ময়দান মুখর হবে লাব্বাইক ধ্বনিতে
আজ পবিত্র হজ। আরাফাতের ময়দানে থাকার দিন। সেলাইবিহীন শুভ্র কাপড়ে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সারা বিশ্ব থেকে সমবেত মুসলমানরা আজ সেখানে থাকবেন। ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়াননি’মাতা লাকা ওয়াল মুলক, লা শারিকা লাক’ অর্থাৎ ‘আমি হাজির, হে আল্লাহ আমি হাজির, তোমার কোনো শরিক নেই, সব প্রশংসা ও নিয়ামত শুধু তোমারই, সব সাম্রাজ্যও তোমার’-এ ধ্বনিতে আজ মুখর থাকবে আরাফাতের ময়দান। মিনায় মুসল্লিদের জড়ো হওয়ার মধ্য দিয়ে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। ৮ জিলহজ সোমবার সকাল থেকে মূল আনুষ্ঠানিকতা শুরু হলেও রোববার রাতেই হাজিরা মিনার তাঁবুতে পৌঁছে যান। হজযাত্রীর সংখ্যা বিবেচনায় সৌদি মুয়াল্লিমরা আগের রাত থেকেই হজযাত্রীদের তাঁবুর শহর মিনায় নেওয়া শুরু করেন। হজযাত্রীরা রোববার এশার পর থেকে মক্কার নিজ নিজ আবাসন থেকে ইহরাম বেঁধে মিনায় রওয়ানা হন।সোমবার সারাদিন মিনার তাঁবুতে অবস্থান করেছেন হাজিরা। তাঁবুর এই শহর মুখরিত হয়ে উঠেছিল ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে। সারা দিন ও রাত তারা মিনায় কাটান ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে। আল্লাহর নৈকট্য লাভের আশায় মশগুল ছিলেন জিকির ও তালবিয়াতে।নামাজ আদায় করেন জামাতের সঙ্গে। আল্লাহর কাছে হাজিরা দিয়ে আত্মশুদ্ধি, মাগফিরাত ও রহমত চাইতে আসা এই মুসলমানরা আজ জড়ো হবেন আরাফাতের ময়দানে, যাকে হজের মূল অনুষ্ঠান বলা হয়। সূত্র: যুগান্তর
‘বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত’
সংসদে বাজেট প্রসঙ্গ নিয়ে সমকালের প্রধান শিরোনাম, “বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত”। প্রতিবেদনে বলা হচ্ছে, জাতীয় সংসদে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে ব্যর্থতায় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির কঠোর সমালোচনা করেছেন বিরোধীদলীয় সদস্যরা। তাদের অভিযোগ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য দায়ী বাজার সিন্ডিকেটের সঙ্গে জড়িতরা মন্ত্রীর ঘনিষ্ঠজন। কেউ কেউ বলছেন, মন্ত্রী নিজেই সিন্ডিকেটের সদস্য হওয়ায় কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তাঁরা মন্ত্রীর পদত্যাগেরও দাবি জানিয়েছেন।জবাবে বাণিজ্যমন্ত্রী বলেছেন, বড় ব্যবসায়ী গ্রুপগুলো একসঙ্গে অনেক বেশি ব্যবসা করে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে জেল-জরিমানা করা সম্ভব। সে ক্ষেত্রে হঠাৎ করে ক্রাইসিস আরও বেড়ে যাবে। ফলে জনগণের কষ্ট তখন আরও বড়বে। এ কারণেই তাঁদের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে বাজার নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। জাতিসংঘ শান্তিরক্ষা প্রধানের বার্তা নিয়ে মানবজমিনের প্রধান শিরোনাম, “মানবাধিকার লঙ্ঘনে জড়িত কেউ যেন মিশনে যেতে না পারেন, দেশগুলোকেই তা নিশ্চিত করতে হবে”। প্রতিবেদনে বলা হচ্ছে, মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত কাউকে শান্তিরক্ষা মিশনে পাঠানো হচ্ছে না সংশ্লিষ্ট দেশকেই এটি নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন জাতিসংঘের শান্তিরক্ষা বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল জ্যাঁ-পিয়েরে ল্যাক্রো।জোরপূর্বক গুমের শিকার ব্যক্তিদের পরিবারকে রোববার পাঠানো এক বিবৃতিতে তিনি এমন কথা জানান। এর আগে গুমের শিকার পরিবারগুলোর সংগঠন মায়ের ডাকের পক্ষ থেকে তার কাছে একটি চিঠি পাঠানো হয়। ওই চিঠির জবাবে ই-মেইল বার্তা পাঠান জ্যাঁ-পিয়েরে। সূত: বিবিসি বাংলা ।
দেশে খনিজ সম্পদের অর্থমূল্য ২.২৬ ট্রিলিয়ন ডলার
উত্তোলনে বিনিয়োগ যৎসামান্য
বাংলাদেশে মজুদ খনিজ সম্পদের বাজারমূল্য নিরূপণ করেছে বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর (জিএসবি)। সংস্থাটির হিসাব অনুযায়ী, দেশে প্রাকৃতিকভাবে মজুদ খনিজ সম্পদের মূল্য ২ দশমিক ২৬ ট্রিলিয়ন (২ লাখ ২৬ হাজার কোটি) ডলারের বেশি। বাংলাদেশী মুদ্রায় এর পরিমাণ ২৪১ দশমিক ৯৭ ট্রিলিয়ন (২ কোটি ৪১ লাখ ৯৭ হাজার ৩০০ কোটি) টাকা। তবে জিএসবির এ হিসাবে দেশে মজুদ প্রাকৃতিক গ্যাসের মূল্যকে ধরা হয়নি। জিএসবির হিসাবের সঙ্গে প্রাকৃতিক গ্যাসের মূল্যকে বিবেচনায় নেয়া হলে দেশে মজুদ খনিজ সম্পদের নিরূপিত মূল্য আরো কয়েক ট্রিলিয়ন ডলার বাড়বে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। মহামূল্যবান এ খনিজ সম্পদ উত্তোলনে সরকারি বিনিয়োগ খুবই যৎসামান্য। দেশের অভ্যন্তরে খনিজ সম্পদের প্রকৃত মজুদ, প্রমাণিত মজুদ ও রিজার্ভের বিষয়ে সুনির্দিষ্টভাবে কোনো পরীক্ষা করা হয়নি বলে জানিয়েছে জিএসবি। সংশ্লিষ্ট নীতিনির্ধারকরাও বলছেন, দেশে বিপুল পরিমাণ খনিজ সম্পদ মজুদ থাকলেও এগুলো নিয়ে বিভিন্ন সময়ে সরকারের তেমন কোনো আগ্রহ দেখা যায়নি। যে কারণে এ খাতে বিনিয়োগের পরিমাণও বছরের পর বছর ধরে সামান্যই থেকে গেছে। সূত্র: বণিক বার্তা।
সিন্ডিকেটের ৬শ জনের তালিকা মন্ত্রণালয়ে
কয়েকটি শক্তিশালী সিন্ডিকেটের হাতে জিম্মি নিত্যপণ্য ও ভোগ্যপণ্যের পাইকারি বাজার চাক্তাই-খাতুনগঞ্জ। মানুষের চাহিদাকে পুঁজি করে সিন্ডিকেটগুলো নানা কৌশলে প্রতিটি পণ্যের দাম বাড়িয়ে দেয়। কুরবানির ঈদ সামনে রেখে এরা বেশ সক্রিয় হয়ে উঠেছে। পেঁয়াজ, আদা, রসুন, জিরাসহ মসলাজাতীয় পণ্যের বাজারও এখন আকাশচুম্বী। সরবরাহ স্বাভাবিক থাকলেও সিন্ডিকেটগুলো ডলার সংকট, এলসি সমস্যাসহ নানা অজুহাতে পণ্যের দাম বাড়িয়ে দিয়েছে। গত রমজানেও সিন্ডিকেটের কবলে পড়ে নিত্যপণ্যের বাজার।মসলাজাতীয় পণ্য ছাড়াও চিনি, ভোজ্যতেলের বাজারও অস্থির করে রাখে তারা। চট্টগ্রাম জেলা প্রশাসনও পাইকারি বাজারে সিন্ডিকেট থাকার বিষয়টি স্বীকার করেছে। এরই মধ্যে চাক্তাই-খাতুনগঞ্জের নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণকারী সিন্ডিকেটের বিভিন্ন পর্যায়ের ৬০০ জনের তালিকা তৈরি করেছে প্রশাসন। তালিকা ইতোমধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয় সিদ্ধান্ত দিলেই তাদের বিরুদ্ধ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সূত্র; যুগান্তর
ঢাকা-১৭: নৌকার প্রার্থী না আসায় সিইসির উষ্মা, অনিয়মে কঠোর হুঁশিয়ারি
ঢাকা-১৭ উপ নির্বাচনের প্রার্থীদের নিয়ে নির্বাচন কমিশনের প্রথম সভায় আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত না আসায় উষ্মা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। ভোটের প্রচারে ‘অতি উৎসাহী’ না হয়ে প্রার্থীদের আচরণবিধি মেনে ‘সহিষ্ণু আচরণ’ করার আহ্বন জানিয়েছেন তিনি।মঙ্গলবার বেলা ১১টায় নির্বাচন ভবনে সিইসির সম্মেলন কক্ষে এ উপ নির্বাচনের আট প্রার্থীকে নিয়ে আচরণবিধি প্রতিপালন বিষয়ক সভা হয়।বৈঠক যথাসময়ে শুরু হলেও প্রায় আধ ঘণ্টা পর নৌকার প্রার্থীর প্রতিনিধি হিসেবে সভায় উপস্থিত হন মহানগর উত্তর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক উইলিয়াম প্রলয় সমাদ্দার।এ সময় সিইসি সবার উপস্থিতিতে প্রতিনিধির কাছে তার পরিচয় জানতে চান। তখন জানানো হয়, মোহাম্মদ আলী আরাফাতের প্রতিনিধি হিসেবে এসেছেন তিনি। সূত্র: বিডি নিউজ