অ্যাশেজ সিরিজ: ইংল্যান্ডের বিরুদ্ধে নাটকীয় লিড অস্ট্রেলিয়ার

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৬:০১ অপরাহ্ণ, জুন ৩০, ২০২৩

লর্ডস টেস্টে ৪ উইকেটে ২৭৮ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছিল ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে গড়া ৪১৬ রানকে টপকে যেতে খুব কষ্ট হবে না ইংলিশদের, মনে হচ্ছিল তেমনটাই।

কিন্তু তৃতীয় দিনের সকালে ভোজবাজির মতো পাল্টে গেলো চিত্র। ইংলিশরা শেষ ৬ উইকেট হারালো মাত্র ৪৬ রানে। এর মধ্যে ১৪ রানে হারিয়েছে শেষ ৪টি উইকেট। ফলে ৯১ রানের লিড পেয়েছে অস্ট্রেলিয়া।

দিনের প্রথম ওভারেই ইংলিশ অধিনায়ক বেন স্টোকসকে (১৭) ফেরান মিচেল স্টার্ক। ৪৫ রান নিয়ে নামা হ্যারি ব্রুক ফিফটি ছুঁয়েছিলেন, কিন্তু কাঁটায় কাঁটায় ৫০ রানে থামতে হয় তাকে, এই উইকেটও স্টার্কের।

স্বীকৃত শেষ ব্যাটার জনি বেয়ারস্টো অনেকটাই সেট হয়ে গিয়েছিলেন। কিন্তু ৩৬ বলে ১৬ করে জস হ্যাজেলউডকে উইকেট দিয়ে আসেন তিনি।

এরপর ৭৬তম ওভারে জোড়া শিকার পার্টটাইমার ট্রাভিস হেডের। ওলি রবিনসন (৯) আর স্টুয়ার্ট ব্রড (১) ফেরার পরের ওভারে শেষ ব্যাটার জশ টাঙ (১) প্যাট কামিন্সের শিকার হন। ৭৬.২ ওভারে ৩২৫ রানে থামে ইংল্যান্ডের প্রথম ইনিংস।

স্টার্ক ৮৮ রানে ৩টি আর হ্যাজেলউড ও হেড নেন দুটি করে উইকেট। সূত্র: জাগো নিউজ

Nagad