টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ২:১৭ অপরাহ্ণ, জুলাই ৮, ২০২৩

প্রথম ওয়ানডেতে হার দিয়ে আফগানিস্তানের সঙ্গে সিরিজ শুরু করেছে বাংলাদেশ। সিরিজ বাঁচানোর লক্ষ্যে লিটন দাসের দল দ্বিতীয় ওয়ানডেতে নেমেছে।

জয়ের মিশন সামনে রেখে ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন দাস করতে করতে নামলেন আফগান অধিনায়ক হাশমত উল্লাহ শহিদির সঙ্গে এবং টসের কয়েন নিক্ষেপে জয় পেলেন লিটন। টস জিতেই আফগানদের ব্যাট করার আমন্ত্রণ জানালেন বাংলাদেশ অধিনায়ক।

একাদশে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। বিশ্রামে থাকা তামিম ইকবালের জায়গায় এসেছেন নাঈম শেখ এবং পেসার তাসকিন আহমেদের পরিবর্তে নেওয়া হয়েছে এবাদত হোসেনকে।

এর আগে তামিম ইকবালের নেতৃত্বে সিরিজ শুরু করেছিল টাইগাররা। বৃষ্টি আইনে সেই ম্যাচে তারা ১৭ রানে হেরে যায়।

বাংলাদেশ একাদশ : লিটন দাস (অধিনায়ক), মোহাম্মদ নাঈম, নাজমুল হোসেন, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান ও এবাদত হোসেন।

আফগানিস্তান একাদশ : রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), নাজিবুল্লা জাদরান, মোহাম্মদ নবি, রশিদ খান, মুজিব উর রহমান, ফজলহক ফারুকি, আজমতউল্লাহ ওমরজাই ও সেলিম সাফি।

Nagad