রানা প্লাজার সোহেলের জামিন আরও ৬ মাসের জন্য স্থগিত

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৭:৪৪ অপরাহ্ণ, জুলাই ১০, ২০২৩

ছবি- সংগৃহীত

রানা প্লাজা ধস ও হতাহতের ঘটনায় দায়ের করা মামলায় ভবনটির মালিক সোহেল রানার জামিন বিষয়ে শুনানি ৬ মাসের জন্য মুলতবি (স্ট্যান্ডওভার) রেখেছেন আপিল বিভাগ। ফলে হাইকোর্টে দেওয়া তার জামিন আদেশ আরও ছয় মাস স্থগিত থাকবে।

সোমবার (১০ জুলাই) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন।

আদালতে আসামি সোহেল রানার পক্ষে শুনানি করেছেন আইনজীবী কামরুল ইসলাম। তিনি গণমাধ্যমকে বলেন, “হাইকোর্টের দেওয়া জমিনের স্থগিতাদেশ বিষয়ে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানির জন্য আরও ৬ মাস স্ট্যান্ডওভার রেখেছে আপিল বিভাগ।”

এর আগে গত ০৬ এপ্রিল এই মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছিলেন সোহেল রানা। এরপর এই জামিন আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করে, যা গত ০৯ এপ্রিল চেম্বার আদালতে শুনানির জন্য ওঠে। রাষ্ট্রপক্ষের ওই আবেদনে সেদিন চেম্বার আদালত সোহেল রানাকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করে।

উল্লেখ্য, ২০১৩ সালের ২৪ এপ্রিল ঢাকার সাভার বাসস্ট্যান্ড সংলগ্ন ১০ তলা ভবন ‘রানা প্লাজা’ ধসে ১ হাজার ১৩৬ জন মানুষ নিহত হন। এই ঘটনার পাঁচদিন পর ২৯ এপ্রিল ভারতে পালিয়ে যাওয়ার পথে সোহেল রানাকে যশোরের বেনাপোল থেকে গ্রেপ্তার করা হয়।

সারাদিন/১০ জুলাই/এমবি 

Nagad