আওয়ামী লীগের শান্তি সমাবেশ শুরু
রাজধানীতে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের শান্তি সমাবেশ শুরু হয়েছে। ঢাকাসহ আশপাশের বিভিন্ন এলাকার বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নিয়েছেন। । নির্দিষ্ট সময়ের আগে সমাবেশ শুরু হওয়ায় এখনো মিছিল নিয়ে সমাবেশস্থলে আসছেন নেতাকর্মীরা।
বুধবার (১২ জুলাই) দুপুর ৩টা থেকে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটের সামনে সমাবেশ শুরু হয়। এই সমাবেশ চলবে বিকেল ৫টা পর্যন্ত।


সমাবেশে সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী। হাজার হাজার নেতাকর্মীর মিছিলে বঙ্গবন্ধু এভিনিউ, গুলিস্তান, জিপিও এলাকায় ভিড় বেড়েছে।
এর আগে সকাল থেকেই সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। ব্যানার-ফেস্টুন হাতে মিছিল নিয়ে দলে দলে সমাবেশে যোগ দেন তারা।
আওয়ামী লীগের এই শান্তি সমাবেশে দলটির অনেক জ্যেষ্ঠ নেতা অংশ নিয়েছেন। সমাবেশে প্রধান অতিথি দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আওয়ামী লীগের পাশাপাশি যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগসহ বিভিন্ন অঙ্গ-সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মীরাও যোগ দিয়েছেন সমাবেশে। সঞ্চালনা করছেন উত্তরের সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি।