ধর্ষণ-হত্যা মামলায় নারীসহ ৭ জনের যাবজ্জীবন

রাজবাড়ী সংবাদদাতারাজবাড়ী সংবাদদাতা
প্রকাশিত: ৫:৫৩ অপরাহ্ণ, জুলাই ১২, ২০২৩

ছবি- সংগৃহীত

রাজবাড়ীতে আমেনা খাতুন নামের এক নারীকে দলবদ্ধ ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা মামলায় এক নারীসহ সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (১২ জুলাই) দুপুরে রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো: সাব্বির ফয়েজ এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- পাংশা উপজেলার হাবাসপুর গ্রামের রঞ্জু প্রামাণিক, রফিকুল ইসলাম, মাসুদ রানা, দেলোয়ার হোসেন, হযরত আলী, আশরাফ ও গুলাই। রায়ের সময় রঞ্জু ও আশরাফ পালতক ছিলেন।

মামলা ও আদালত সূত্রে জানা গেছে, ২০০৫ সালের ২৮ সেপ্টেম্বর পাংশা উপজেলার হাবাসপুর গ্রামে একটি ধানখেত থেকে ওই নারীর লাশ উদ্ধার করে পুলিশ। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছিল। এর আগে ওই নারী ধর্ষণের শিকার হয়েছিলেন। ওই দিনই নিহতের বোন হাসি খাতুন বাদি হয়ে পাংশা মডেল থানায় মামলা দায়ের করেন। পুলিশ তদন্তের পর সাতজনকে আসামি করে চার্জশিট দেয়। আদালতে দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে উল্লেখিত রায় দেন আদালত।

রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের ভারপ্রাপ্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট সাইফুল ইসলাম গণমাধ্যমকে জানান, এই রায়ে সন্তোস প্রকাশ করছি।

সারাদিন/১২ জুলাই/এমবি

Nagad