১৫০ রানেই অলআউট ওয়েস্ট ইন্ডিজ

খেলাধুলা ডেস্কখেলাধুলা ডেস্ক
প্রকাশিত: ১:০৬ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০২৩

ছবি- সংগৃহীত

বিশ্বকাপ বাছাইপর্ব থেকে খালি হাতেই ফিরেছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। সেই ধারাবাহিকতাই যেন টেনে নিয়ে গেলেন ক্যারিবীয় ব্যাটাররা। টস জিতে ভারতকে বল করতে পাঠিয়ে প্রথম টেস্টের প্রথম দিনে অলআউট হয়েছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ।

বুধবার (১২ জুলাই) ডমিনিকার রোজেউর উইন্ডসর পার্কে রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজার ঘূর্ণি দাপটে মাত্র ১৫০ রানেই প্রথম ইনিংস শেষ করে ক্যারিবীয়রা।

একাই ৫ উইকেট নিয়েছেন অশ্বিন। জাদেজা নিলেন ৩ উইকেট। বাকি ২ উইকেট নিয়েছেন মোহাম্মদ সিরাজ এবং শার্দুল ঠাকুর।

এদিন টস জিতে ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি ওয়েস্ট ইন্ডিজ। একের পর এক উইকেট হারাতে থাকে স্বাগতিকরা। মিডল অর্ডারে অ্যালিক আথানাজ কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন। ৯৯ বল খেলে তিনি করেন সর্বোচ্চ ৪৭ রান।

ওপেনার ক্রেইগ ব্র্যাথওয়েট করেন ২০ রান। ১২ রানে সাজঘরে ফিরে যান তেগনারায়ণ চন্দরপল। মাত্র ২ রান করেন রেমন রেইফার। জার্মেইন ব্ল্যাকউড আউট হন মাত্র ১৪ রান করে। জসুয়া ডি সিলভা করেন ২ রান। জেসন হোল্ডারের ব্যাটে আসে ১৮ রান। ১৯ রানে অপরাজিত থাকেন রাকিম কর্নওয়াল। শেষ পর্যন্ত ৬৪.৩ ওভার ব্যাট করে ২.৩২ গড়ে রান তুলে ১৫০ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ।

জবাব দিতে নেমে প্রথম দিনের শেষ বিকেলে কোনো উইকেট না হারিয়ে ভারতের সংগ্রহ ২৩ ওভারে ৮০ রান। ৪০ রান নিয়ে জসস্বি জসওয়াল এবং ৩০ রান নিয়ে ব্যাট করছেন রোহিত শর্মা।

Nagad

স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের চেয়ে এখনও ৭০ রান পিছিয়ে রয়েছে ভারত।

সারাদিন/১৩ জুলাই/এমবি