১০ টাকার টিকিট কেটে চোখের ডাক্তার দেখালেন প্রধানমন্ত্রী
রাজধানীর জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে ১০ টাকার টিকিট কেটে চোখ পরীক্ষা করিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক উপমহাদেশের প্রখ্যাত মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ সঙ্গে ছিলেন। প্রধানমন্ত্রী তার চোখের চিকিৎসা জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল থেকেই করিয়ে থাকেন।
শনিবার (১৫ জুলাই) সকালে প্রধানমন্ত্রী রাজধানীর শেরেবাংলা নগরের ওই হাসপাতালে যান। সেখানে বহির্বিভাগ থেকে টিকিট কেটে সাধারণ রোগীদের মতোই সেবা নেন। সরকারপ্রধান নিয়মিতই এই হাসপাতাল থেকে চোখের চিকিৎসা নেন।


প্রধানমন্ত্রী হাসপাতাল ছাড়ার আগে চিকিৎসক, নার্স এবং বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কুশল বিনিময় করে। এছাড়া হাসপাতালের চিকিৎসা বিষয়ক খোঁজখবর নেন তিনি।
প্রসঙ্গত, ২০১৯ সালের ১৯ এপ্রিল ও ২৯ আগস্ট প্রধানমন্ত্রী চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে সাধারণ রোগীদের মতো ১০ টাকায় টিকিট কেটে চিকিৎসা নিয়েছিলেন। ২০২০ সালের ১১ জানুয়ারি এবং ২০২২ সালের ২৯ নভেম্বরও একই হাসপাতালে চোখ দেখান তিনি।