আরও ৪ জেলায় ডিসি বদল

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:১১ পূর্বাহ্ণ, জুলাই ১৬, ২০২৩

দেশের আরও চার জেলায় জেলা প্রশাসক (ডিসি) পরিবর্তন করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় শনিবার (১৫ জুলাই) এক প্রজ্ঞাপনে এই রদবদলের তথ্য জানিয়েছে।

গতকাল শনিবার (১৬জুলাই) এক প্রজ্ঞাপনে এই রদবদলের কথা জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. গোলাম মওলাকে নওগাঁর জেলা প্রশাসক করা হয়েছে। মুন্সীগঞ্জের জেলা প্রশাসক কাজী নাহিদ রসুলকে গাইবান্ধায় একই পদে বদলি করা হয়েছে।

এ ছাড়া ভোলার জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদকে শরীয়তপুরের জেলা প্রশাসক করা হয়েছে। শরীয়তপুরের জেলা প্রশাসক আরিফুজ্জামানকে ভোলায় একই পদে বদলি করা হয়েছে।

প্রসঙ্গত, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এ নিয়ে চলতি জুলাই মাসেই ৩২ জেলায় জেলা প্রশাসক রদবদল করল সরকার।

Nagad