বৃষ্টির পর খেলা শুরু, কমেছে ওভার

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৮:৩৬ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২৩

অবশেষে থেমেছে বৃষ্টি। শঙ্কা কাটিয়ে মাঠে গড়িয়েছে বাংলাদেশ-আফগানিস্তান টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ। তবে বৃষ্টি আইনে কমিয়ে দেওয়া হয়েছে ওভার। ১৭ ওভারে নেমে এসেছে ম্যাচের দৈর্ঘ্য।

দুজন বোলার সর্বোচ্চ ৪ ওভার করে বোলিং করতে পারবেন। রাত ৮টা ১৫ মিনিটে মাঠে নামেন আফগান ব্যাটাররা।

প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও টস জিতে ফিল্ডিং নিয়েছিল বাংলাদেশ। বৃষ্টি নামার আগ পর্যন্ত ৭ ওভার ২ বলে আফগানিস্তানের রান ২ উইকেট হারিয়ে ৩৯। অপরাজিত দুই ব্যাটার ইব্রাহিম জাদরান এবং মোহাম্মদ নবী।

টস জিতে ফিল্ডিং বেছে নেওয়া বাংলাদেশকে প্রথম ওভারেই সাফল্য এনে দেন তাসকিন আহমেদ। বড় শট খেলতে গিয়ে ক্যাচ উঠিয়ে দেন আফগান ওপেনার রাহমানুল্লাহ গুরবাজ। তাসকিনের অফ স্টাম্পের বাইরে করা শর্ট লেংথের ডেলিভারিতে পুল করতে গিয়ে টাইমিং মিস করেন তিনি। বল আকাশে উঠে গেলে নিজের বলে নিজেই ক্যাচ নেন তাসকিন। এর মাধ্যমে টি-টোয়েন্টিতে নিজের ৫০ উইকেট পূরণ করেন এই পেসার।

নিজের দ্বিতীয় ওভারে আবারও তাসকিনের আঘাত। দলীয় তৃতীয় ওভারের চতুর্থ বলে এবার তিনি ফেরান হজরতউল্লাহ জাজাইকে। স্লিপ দিয়ে বল সীমানাছাড়া করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন জাজাই।

এই ম্যাচে দুটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। খেলছেন না রনি তালুকদার এবং শরীফুল ইসলাম। ফিরেছেন আফিফ হোসেন এবং হাসান মাহমুদ।

Nagad

বাংলাদেশ একাদশ-

সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস (উইকেটকিপার), আফিফ হোসেন, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও নাসুম আহমেদ।

আফগানিস্তান একাদশ-

রশিদ খান (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, হজরতউল্লাহ জাজাই, ইব্রাহিম জাদরান, মোহাম্মদ নবি, নজিবুল্লাহ জাদরান, করিম জানাত, মুজিব উর রেহমান, ফজলহক ফারুকি, আজমতউল্লাহ ওমরজাই, ওয়াফাদার।