১৯ জুলাই ১৪ দলের নেতাদের সঙ্গে বসছেন প্রধানমন্ত্রী

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৩:৩২ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০২৩

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন কেন্দ্রীয় ১৪ দলের নেতারা। আগামীকাল বুধবার (১৯ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় গণভবনে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

সূত্র বলছে, এই বৈঠকে আগামী দিনে ঐক্যবদ্ধ রাজনৈতিক কৌশল নির্ধারণ নিয়ে আলোচনা হতে পারে বলে আভাস দিয়েছেন জোটের শরিক দলগুলোর নেতারা।

মঙ্গলবার (১৮ জুলাই) আওয়ামী লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই সভায় সভাপতিত্ব করবেন কেন্দ্রীয় ১৪ দলের জোট নেত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

সভায় আমন্ত্রিত নেতাদের যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু অনুরোধ জানিয়েছেন।

গত তিন মেয়াদ ধরে আওয়ামী লীগের ক্ষমতার অংশীদার ১৪ দল। আগামী জাতীয় সংসদ নির্বাচনের বাকি আর মাত্র কয়েক মাস। নির্বাচন কোন প্রক্রিয়ায় হবে এটা নিয়ে বিএনপিসহ বিরোধী দলগুলো যখন এক দফার আন্দোলন চালিয়ে যাচ্ছে তখন এই সভা বিশেষ গুরুত্ব বহন করে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

চলমান আন্দোলন এবং আগামী নির্বাচন প্রসঙ্গে সভায় গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে বলে জানিয়েছে সূত্র।

Nagad