আরও ১০৯ জনের করোনা শনাক্ত, একজনের মৃত্যু

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৬:২৪ অপরাহ্ণ, জুলাই ২০, ২০২৩

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে আরও ১০৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার (২০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৫০৪টি নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪ দশমিক ৩৫ শতাংশ। এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ১৯ শতাংশ।

দেশে এখন পর্যন্ত মোট ২০ লাখ ৪৩ হাজার ৮৮১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এরমধ্যে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ২৯ হাজার ৪৬৬ জন মারা গেছেন। আর সুস্থ হয়েছেন ২০ লাখ ১০ হাজার ৭১৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ০৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

সারাদিন/২০ জুলাই/এমবি 

Nagad