ব্রাজিলের পর ভেনেজুয়েলার কাছেও ধরাশায়ী আর্জেন্টিনা

খেলাধুলা ডেস্কখেলাধুলা ডেস্ক
প্রকাশিত: ৭:০২ অপরাহ্ণ, জুলাই ২০, ২০২৩

ছবি- সংগৃহীত

লাতিন আমেরিকার দেশ কলম্বিয়ায় চলছে ‌প্লেয়া সান্তা মার্টা ২০২৩-এর ভি সাউথ আমেরিকান গেমস। এই আসরে ব্রাজিলের সাথে হারের পর এবার ভেনেজুয়েলার কাছেও পরাজয় নিয়ে মাঠ ছেড়েছে আর্জেন্টিনা।

স্থানীয় সময় বুধবার (১৯ জুলাই) দুপুর আড়াইটায় কলম্বিয়ার মাল্টিস্পোর্টস পার্ক কোর্টের বিচ সকার স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভেনেজুয়েলার মুখোমুখি হয় আর্জেন্টিনা।

এই ম্যাচটিতে নির্ধারিত সময়ের খেলায় ৪-৪ গোলে ড্র হলে শেষ পর্যন্ত ট্রাইবেকারে গড়ায়। সেখানে আর্জেন্টিনাকে ৫-৪ গোলে হারায় ভেনেজুয়েলা।

গ্রুপ ‘বি’-তে টানা দুই হারে পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান আর্জেন্টিনার। পরের রাউন্ডে ওঠার সুযোগ এখন একেবারে ক্ষীণ। এদিকে, দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে এই গ্রুপের টেবিলের শীর্ষ স্থানে রয়েছে ব্রাজিল। সমান সংখ্যাক ম্যাচ খেলে ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উরুগুয়ে এবং তৃতীয় স্থানে ভেনেজুয়েলা।

আসরে বিচ সকার ফুটবলে ব্রাজিলের বিপক্ষে সুপার ক্লাসিকোতে শেষ মুহূর্তের গোলে ৪-৩ ব্যবধানে হারে টুর্নামেন্ট শুরু করেছিল আর্জেন্টিনা।

সারাদিন/২০ জুলাই/এমবি 

Nagad