বিএনপির মহাসমাবেশ শুরু, পূর্ণ নয়াপল্টন
নানা শঙ্কা উড়িয়ে শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবে শুরু হয়েছে বিএনপির মহাসমাবেশ। শুক্রবার দুপুর ২টা থেকে নয়াপল্টনে শুরু হওয়ার কথা বিএনপির মহাসমাবেশ। তবে মহাসমাবেশ শুরুর কয়েক ঘণ্টা আগে থেকেই নেতাকর্মীদের ঢল নেমেছে নয়াপল্টন এলাকায়।
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে অস্থায়ী মঞ্চে কোরআন তেলোয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মহাসমাবেশের কার্যক্রম শুরু হয়। কোরআন তেলোয়াত করেন ওলামা দলের আহ্বায়ক মাওলানা নেছারুল হক।


পল্টন, মতিঝিল, দৈনিক বাংলা, বিজয়নগর এলাকাতেও ব্যানার নিয়ে ছোট ছোট দলে অপেক্ষমাণ দেখা যায় বিএনপি সমর্থকরা।
অনেকে আবার রাত থেকেই অবস্থান নিয়েছেন মঞ্চের সম্মুখভাগে থাকার জন্য। ঢাকা মহানগরের বিভিন্ন থানা ও ওয়ার্ড, গাজীপুর মহানগরসহ দেশের বিভিন্ন জেলা থেকে এসেছেন তারা। সকাল থেকে থেকে আসা এসব ক্ষুদ্র ক্ষুদ্র মিছিলে নয়াপল্টন এলাকা কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে। এসময় তাদের হাতে লাল-সবুজের জাতীয় পতাকা, দলীয় পতাকাসহ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের ছবি সম্বলিত প্ল্যাকার্ড দেখা গেছে।
এছাড়া বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। পুলিশের পাশাপাশি সাদা পোশাকের কয়েক হাজার আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা উপস্থিত রয়েছেন বিভিন্ন মোড়ে-মোড়ে। রাখা হয়েছে প্রিজনভ্যান, আর্মড ভেহিক্যাল, সাঁজোয়া যান ও জলকামান।