মৌসুমের প্রথম দেখাটা জয় দিয়েই রাঙালো বার্সেলোনা
প্রাক-মৌসুম প্রীতি ম্যাচ হলেও বছরের প্রথম ‘এল ক্লাসিকো’ নিয়ে উত্তেজনা কম ছিল না। তাইতো রিয়াল মাদ্রিদের বিপক্ষে পূর্ণশক্তির দল নিয়ে নেমেছিল বার্সেলোনা। তুমুল প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন হয় বার্সা। ক্লাব প্রীতি ম্যাচের এল ক্লাসিকোতে শনিবার (২৯ জুলাই) রাতে টেক্সাসের এটি এন্ড টি স্টেডিয়ামে দাপট দেখিয়ে খেলেছিল রিয়াল। তবু এই ম্যাচে ৩-০ গোলের বড় জয় পেয়েছে বার্সা।
যুক্তরাষ্ট্রের মাঠে হওয়া আগের দুই প্রীতি ম্যাচেই জয় পেয়েছিল রিয়াল। তারা হারিয়েছিল এসি মিলান ও ম্যানচেস্টার ইউনাইটেডের মতো ক্লাবকে। তাই হয়তো লস ব্লাঙ্কোসরা কিছুটা স্বস্তিতে ছিল। তাদের সেই জয়ের ধারা এসে বার্সার সামনে থেমেছে।

