আজকের দিনের জাতীয় পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১২:০৯ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০২৩

সার আমদানিতে ডলার সংকটসহ ৩ সমস্যা, সরবরাহ নিয়ে অনিশ্চয়তা
কৃষি মন্ত্রণালয় আমদানিকারকদের পাওনা টাকা দিতে পারছে না। ব্যাংকে ডলার-সংকটে আমদানি কঠিন হয়েছে

মার্কিন ডলারের সংকট, সরবরাহকারীদের পাওনা ও দরপত্রে অংশ নিতে ঠিকাদারদের অনীহা—নতুন অর্থবছরের (২০২৩-২৪) শুরুতে সার আমদানি করতে গিয়ে এই তিন সমস্যায় পড়েছে কৃষি মন্ত্রণালয়। ফলে সারের সরবরাহ নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে।
কৃষি মন্ত্রণালয় ও সার আমদানিকারক সূত্রে জানা গেছে, মন্ত্রণালয়ের কাছে সরবরাহকারীদের পাওনার পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৬ হাজার ৩০০ কোটি টাকা। পাশাপাশি সার আমদানি করতে বড় অঙ্কের বৈদেশিক মুদ্রা দরকার। সেটারও সংকট চলছে ব্যাংক খাতে।অবশ্য সমস্যা শুধু সার আমদানিতে নয়, জ্বালানি আমদানিতেও প্রয়োজনীয় মার্কিন ডলার পাওয়া যাচ্ছে না। বেসরকারি খাতও পণ্য আমদানি করতে গিয়ে সংকটে পড়ছে। ওদিকে রাজস্ব আদায় যথেষ্ট পরিমাণে না হওয়ায় অর্থ মন্ত্রণালয় বিদ্যুৎ, সারসহ বিভিন্ন খাতে ভর্তুকির টাকা যথাসময় দিতে পারছে না। সূত্র: প্র্রথম আলো

মেরে ক্যাম্পাসছাড়া নূরকে
মধ্যরাতে বাসায় অভিযান ডিবির, ছাত্র অধিকারের সভাপতি গ্রেফতার

ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে ছাত্র অধিকার পরিষদের বিক্ষোভ মিছিলে হামলা চালিয়েছে ছাত্রলীগ। এতে গণ অধিকার পরিষদের (একাংশ) সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। গতকাল বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এ হামলার ঘটনা ঘটে। অন্যদিকে মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর রামপুরা মহানগর প্রজেক্টে নুরুল হক নূরের বাসা থেকে আটক ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লাকে গ্রেফতার দেখিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।প্রত্যক্ষদর্শীরা জানান, বিরোধী রাজনৈতিক দলের নেতা-কর্মীদের ওপর হামলা-মামলা, মাদরাসা শিক্ষার্থী রেজাউল হত্যার বিচার এবং সুনামগঞ্জে বুয়েট শিক্ষার্থীদের আটকের প্রতিবাদে গতকাল বিকালে রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছিল ছাত্র অধিকার পরিষদ। একই সময়ে সেখানে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মানববন্ধনের ঘোষণা দেয় ছাত্রলীগ। বিকাল সাড়ে ৪টার দিকে একটি মিছিল নিয়ে শাহবাগ থেকে রাজু ভাস্কর্যের দিকে আসেন নূরসহ ছাত্র অধিকারের নেতা-কর্মীরা। সূত্র: বিডি প্রতিদিন ।

প্রাকৃতিক দুর্যোগ
চীনে ১৪০ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টি
* ৩-৪ দিনে পুরো মাসের সমান বৃষ্টি * এগিয়ে আসছে আরেক সামুদ্রিক ঝড়

চীনে রেকর্ড রাখা শুরুর পর থেকে গত কয়েক দিনে ১৪০ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে। গতকাল বুধবার বেইজিংয়ের আবহাওয়া কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। প্রবল বর্ষণে গত কয়েক দিনে ২০ জনের প্রাণহানি ঘটেছে। আরো অন্তত ১৩ জন নিখোঁজ রয়েছে। নিহতদের মধ্যে ১১ জনই রাজধানী বেইজিংয়ের বাসিন্দা। গত সপ্তাহের প্রচণ্ড ঝড় ‘সুপার স্টর্ম’ আখ্যা পাওয়া দকসুরির অবশিষ্ট প্রভাবে গতকাল পর্যন্ত টানা পঞ্চম দিন প্লাবিত হয় বেইজিংয়ের বিভিন্ন এলাকা। এরই মধ্যে দেশের পূর্ব উপকূলের দিকে এগিয়ে আসছে আরেক সামুদ্রিক ঝড় বা টাইফুন। তিন সপ্তাহের মধ্যে এটি হবে চীন তথা পূর্ব এশিয়ায় আঘাত হানা তৃতীয় ঝড়। সূত্র: কালের কণ্ঠ

Nagad

২ কোটি ৭৫ লাখ টাকা বাজেয়াপ্তের নির্দেশ
তারেক রহমানের সঙ্গে ফাঁসলেন স্ত্রী জোবাইদা
অবৈধ সম্পদের মামলায় তারেকের ৯ বছর, জোবাইদার ৩ বছরের কারাদণ্ড

এবার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ৯ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এ নিয়ে পঞ্চম মামলায় তার সাজা হলো। রায়ে তারেক রহমানের সঙ্গে তার স্ত্রী জোবাইদা রহমানকে ৩ বছরের কারাদণ্ড দেন আদালত। এটিই জোবাইদা রহমানের বিরুদ্ধে প্রথম কোনো মামলার রায়। এ রায়ে কারাদণ্ডের পাশাপাশি তারেক রহমানকে ৩ কোটি টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা না দিলে তাকে আরও ৩ মাস সাজা ভোগ করতে হবে। জোবাইদাকে ৩ বছর কারাদণ্ডের পাশাপাশি ৩৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ অনাদায়ে তাকে আরও ১ মাস দণ্ড ভোগ করতে হবে। এছাড়া এই দম্পতির অপ্রদর্শিত সম্পদ হিসাবে ২ কোটি ৭৪ লাখ ৯৩ হাজার ৮৭ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশ দেন আদালত। বুধবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. আছাদুজ্জামান জনাকীর্ণ আদালতে এ মামলার রায় ঘোষণা করেন। রায়ে আইনের দৃষ্টিতে পলাতক দুই আসামিকে গ্রেফতারের জন্য পরোয়ানা জারিরও আদেশ দেন বিচারক। তারেক রহমানকে ২০০৪ সালের দুদক আইনের ২৬(২) ধারায় ৩ বছর এবং ২৭(১) ধারায় ৬ বছরসহ ৯ বছরের কারাদণ্ড দেওয়া হয়। দুই ধারার সাজা একসঙ্গে চলবে বলে বিচারক রায়ে উল্লেখ করেন। সূত্র; যুগান্তর

সরকারের অর্জন তুলে ধরতে সব মন্ত্রণালয়কে নির্দেশ
৫৮ সচিবকে চিঠি দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়

টানা দেড় দশক, অর্থাৎ ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত সরকারের উল্লেখযোগ্য অর্জনগুলো তুলে ধরতে ৫৮টি মন্ত্রণালয় ও বিভাগের সচিবকে চিঠি দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এমন নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে।তবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনায় নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন ও সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মতো প্রতিষ্ঠানও রয়েছে। এসব সাংবিধানিক প্রতিষ্ঠানে নির্বাহী বিভাগ থেকে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড প্রচারের চিঠি দেওয়া নিয়ে প্রশ্ন উঠছে। পর্যবেক্ষকদের মতে, নির্বাচন কমিশন ও পিএসসির মতো সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর পৃথক সত্তা রয়েছে। সরকারের অন্যান্য মন্ত্রণালয় ও বিভাগকে সরকারপ্রধানের অফিস থেকে যেভাবে নির্দেশনা দিতে পারে, সাংবিধানিক প্রতিষ্ঠানকে সেভাবে নির্দেশনা দেওয়া উচিত নয়। কারণ, সাংবিধানিক বা আইনসৃষ্ট প্রতিষ্ঠানগুলো নির্বাহী বিভাগের অধীন নয়।সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন সমকালকে বলেন, এ ধরনের চিঠি নির্বাচন কমিশনকে দেওয়া উচিত নয়। কারণ, কমিশন এখন আর নির্বাহী বিভাগের অংশ নয়। এমন চিঠি নিয়ে নিশ্চয়ই প্রশ্ন উঠবে। সূত্র: সমকাল

ড. ইউনূসের বিরুদ্ধে মামলা বাতিলে হাইকোর্টের রুল ২ সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ

ড. মুহাম্মদ ইউনূসের শ্রম আদালতে অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে জারি করা রুল নিষ্পত্তি করতে নতুন বেঞ্চ গঠন করে দিয়েছেন আপিল বিভাগ। বিচারপতি এস এম কুদ্দুস জামান ও বিচারপতি ফাহমিদা কাদেরের হাইকোর্ট বেঞ্চে দুই সপ্তাহের মধ্যে রুল শুনানি করতে বলেছেন আদালত। বৃহস্পতিবার (৩ আগস্ট) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে ৬ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। এর আগে ২৩ জুলাই ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের মামলায় অভিযোগ গঠন কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।গত ২১ জুন শ্রম আইন লঙ্ঘনের মামলায় অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন ড. মুহাম্মদ ইউনূস। আবেদনে অভিযোগ গঠনের আদেশ বাতিল চাওয়া হয়। সূত্র: দেশ রুপান্তর

জামায়াতের রাজনৈতিক কর্মসূচিতে নিষেধাজ্ঞার বিষয়ে শুনানি ১০ আগস্ট

জামায়াতের নিবন্ধনের বিষয়ে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দলটির রাজনৈতিক কর্মসূচি পালনের ওপর নিষেধাজ্ঞা চেয়ে করা আবেদনের শুনানি হবে আগামী ১০ আগস্ট।আজ বৃহস্পতিবার ব্যারিস্টার তানিয়া আমীর ও অ্যাডভোকেট আহসানুল করিম আপিল বিভাগে এ বিষয়টি তোলেন। তারা বলেন, ‘জামায়াতের রাজনৈতিক কর্মসূচি নিষিদ্ধ ও নেতাদের বিরুদ্ধে আমরা আদালত অবমাননার আবেদন করেছি। এর মধ্যে তারা ৪ আগস্ট সমাবেশের ঘোষণা দিয়েছে। তাই আবেদনটি দ্রুত শুনানি হওয়া দরকার।’ তখন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, ‘আগামী বৃহস্পতিবার আবেদনটি কার্যতালিকায় থাকবে।’এর আগে গত ২৬ জুন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন নিয়ে চলা মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দলটির সব ধরনের রাজনৈতিক কর্মসূচি পালনের ওপর নিষেধাজ্ঞা চেয়ে আপিল বিভাগে আবেদন করা হয়। সূত্র: আজকের পত্রিকা।

বিদেশি কূটনীতিকদের কাছে যেসব তথ্য তুলে ধরেছে বিএনপি

ঢাকায় অবস্থানরত বিদেশি কূটনীতিকদের কাছে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে বিএনপি জানিয়েছে, বর্তমান পরিস্থিতি সুষ্ঠু নির্বাচনের অনুকূলে নেই।বুধবার বিকালে ঢাকার একটি হোটেলে ২৫টি দেশের কূটনীতিকদের সঙ্গে প্রায় এক ঘণ্টা ধরে বৈঠক করেছে বিএনপির নেতারা। সেখানে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন। এই বৈঠককে তারা ‘ব্রিফিং’ বলে উল্লেখ করেছেন।বিএনপির নেতারা বলেছেন, দেশের রাজনৈতিক পরিস্থিতি কূটনীতিকদের জানাতে তারা এখন থেকে নিয়মিত এই ‘ব্রিফিং’ করবেন।বুধবারের বৈঠকে বিদেশি দূতাবাসগুলোর মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, জার্মানি, জাপান, ডেনমার্ক, ইরান, চীন, রাশিয়াসহ বিভিন্ন দেশের কূটনীতিকরা অংশ নিয়েছেন। তাদের কাছে বক্তব্য তুলে ধরেন মি. আলমগীর। সূত্র: বিবিসি বাংলা।

গাড়ির সঙ্গে ধাক্কা লাগায় লেগুনাচালককে পিটিয়ে হত্যা

ধাক্কা লেগে প্রাইভেটকারের লুকিং গ্লাস ভাঙায় এক লেগুনাচালককে পিটিয়ে হত্যা করা হয়েছে রাজধানীতে। বুধবার রাত সাড়ে ১০টার দিকে পান্থপথে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। ওই লেগুনা চালকের নাম সবুজ (২৫), বাড়ি বরিশালে। রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।সবুজের সহকর্মী জামাল ও মিণ্টু জানান, গ্যাস শেষ হয়ে যাওয়ায় তারা লেগুনাটি ঠেলে নিয়ে যাওয়া সময় একটি প্রাইভেটকারের সঙ্গে ধাক্কা লাগে। তাতে ক্ষিপ্ত হয়ে প্রাইভেটকারের চার থেকে পাঁচ আরোহী নেমে এসে সবুজকে মারধর শুরু করে। তাদের পিটুনিতে এক পর্যায়ে সবুজ চেতনা হারিয়ে ফেলেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, “সবুজকে অবচেতন অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। চিকিৎসক দেখে তাকে মৃত ঘোষণা করেন।”কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেছেন, সবুজকে যারা মারধর করেছে, তারা মাতাল অবস্থায় ছিল বলে তাদের ধারণা। সূত্র: বিডি প্রতিদিন।

 

‘আমার নামে মিথ্যা অপবাদ দিলে সব ফাঁস করে দেব’

চলতি বছরের মে মাসে বাফুফের ক্যাম্প ছেড়ে চলে যান আঁখি খাতুন। ইতোমধ্যে তিনি বিয়ে করে চীনের সাংহাইয়ে চলে গেছেন। তবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নারী উইংয়ের চেয়ারপারসন মাহফুজা আক্তার কিরণ বলেছিলেন, মায়ের অসুস্থতার কথা বলে ক্যাম্প ছেড়েছেন আঁখি। মিথ্যা বলে ক্যাম্প ছেড়েছেন এই ডিফেন্ডার। আঁখি অবশ্য দাবি করেছেন, বাফুফেকে জানিয়েই তিনি সবকিছু করেছেন। সাফজয়ী এই বাংলাদেশের নারী ফুটবলার এবার দেশের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানান, যদি তার নামে কোনো মিথ্যা অপবাদ দেওয়া হয় তাহলে ক্যাম্পে কী হয়েছে সেটা সবার সামনে ফাঁস করে দেবেন।সাক্ষাৎকারে আঁখি বলেন, আমি মিথ্যা বলে ক্যাম্প ছাড়িনি। যদি মিথ্যা বলে চলে আসি তাহলে বাফুফে ক্যাম্পের শৃঙ্খলা বলতে তো কিছু নেই। আমি চলে এলাম অফিসিয়ালদের কাছে কোনো খবর থাকবে না? তারা দুনিয়াতে আছেন, নাকি অন্য জগতে? সূত্র: দৈনিক আমাদের সময়