পান্না কায়সার চরিত্রে বিদ্যা সিনহা মিম
লেখক, বুদ্ধিজীবী ও রাজনীতিবিদ পান্না কায়সারের চরিত্রে অভিনয় করছেন ঢাকাই সিনেমার অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। এই সিনেমাটি প্রযোজনা করছেন তার মেয়ে অভিনেত্রী শমী কায়সার।
পান্না কায়সারের জীবন অবলম্বনে নির্মিতব্য চলচ্চিত্রের নাম দেওয়া হয়েছে ‘দিগন্তে ফুলের আগুনে’। সরকারি অনুদানপ্রাপ্ত এই সিনেমাটি পরিচালনা করছেন ওয়াহিদ তারেক। পান্না কায়সারের লেখা আত্মজীবনীমূলক গ্রন্থ ‘মুক্তিযুদ্ধ: আগে ও পরে’ অবলম্বনে সিনেমাটি তৈরি হচ্ছে।
বুধবার (০৯ আগস্ট) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি সাদাকালো ছবি প্রকাশ করেছেন অভিনেত্রী মিম। সেখানে সাদা শাড়িতে মাথায় ঘোমটা টেনে সেজেছেন পান্না কায়সার। তার পাশেই শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সার রূপে আছেন অভিনেতা মোস্তফা মনোয়ার।
ওই পোস্টের ক্যাপশনে অভিনেত্রী বিদ্যা সিনহা মিম লিখেছেন, “পান্না কয়সার ও শহীদুল্লাহ কায়সার।”
উল্লেখ্য, ১৯৬৯ সালের ১৭ ফেব্রুয়ারি লেখক, বুদ্ধিজীবী ও রাজনীতিবিদ শহীদুল্লা কায়সারের সাথে বিয়ে হয় পান্না কায়সারের। তাদের সংসারজীবন স্থায়ী হয় মাত্র দুই বছর ১০ মাসের মতো। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর সন্ধ্যায় শহীদুল্লা কায়সারকে তার বাসা থেকে ধরে নিয়ে যায় আলবদর বাহিনী। তারপর তিনি আর ফেরেননি। তার দুই সন্তান শমী কায়সার ও অমিতাভ কায়সার। পান্না কায়সার ১৯৯৬-২০০১ সালের জাতীয় সংসদে আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন।
সারাদিন/০৯ আগস্ট/এমবি