হুন্দাই-আইপিডিসির চুক্তি সই
আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড ও হুন্দাই বাংলাদেশের (ফেয়ার টেকনোলজি) মধ্যে সম্প্রতি একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এতে হুন্দাই’র গাড়ি কিনতে আইপিডিসি থেকে অটো লোন নেওয়া গ্রাহকরা পাবেন মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে প্রসেসিং সুবিধা, আকর্ষণীয় ইন্টারেস্ট রেট ও সুনির্দিষ্ট রিলেশনশিপ ম্যানেজার।
এই চুক্তির আওতায় যৌথ ক্যাম্পেইন, বিশেষ ট্রেনিংসহ বিভিন্ন উদ্যোগ নেবে আইপিডিসি ও হুন্দাই।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আইপিডিসির হেড অব রিটেইল বিজনেস সাভরিনা আরিফিন, হেড অব অটো লোন এইচ এম পারভেজ খান, ফেয়ার গ্রুপের হেড অব ট্রেজারি মো. জাহিদুল কবির, হেড অব মার্কেটিং জে এম তসলিম কবিরসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।