‘সকলকে সাহসের সাথে এবং ধৈর্যধারণ করে পরিস্থিতি মোকাবেলা করতে হবে’

চট্টগ্রাম প্রতিনিধি:চট্টগ্রাম প্রতিনিধি:
প্রকাশিত: ৩:৫৪ অপরাহ্ণ, আগস্ট ১৬, ২০২৩

ছবি: সাতকানিয়া সদর ইউনিয়নে খাদ্য সামগ্রী বিতরণ করছেন কেন্দ্রীয় নেতা সাজেদা সুরাত

বাংলাদেশ কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক সাজেদা সুরাত বলেন, প্রাকৃতিক দুর্যোগে মনোবল না হারিয়ে সকলকে ঐক্যবদ্ধ হয়ে পরিস্থিতি মোকাবেলা করতে হবে।

তিনি বলেন, সরকারের পক্ষ হতে এবং আমাদের ব্যক্তিগত পক্ষ হতে যা যা করনীয় আমরা করে যাচ্ছি এবং ভবিষ্যতেও সকল প্রকার সমস্যা সমাধানে আমরা আপনাদের পাশে থাকবো। এবারের বন্যায় যে অপূরণীয় ক্ষতি সাতকানিয়া-লোহাগাড়া উপজেলায় হয়েছে তা অতীতের সকল রেকর্ড ভেঙ্গেছে। তাই আপনারা এই ক্ষতি পুষিয়ে উঠতে সরকারী কার্যক্রমকে সম্মিলিতভাবে সহযোগিতা করবেন, যাতে অতিদ্রুত একটি সমাধান পাওয়া যায়।

তিনি আজ বৃহস্পতিবার (১০ আগস্ট) সকালে সাতকানিয়া সদর ইউনিয়নের হোসেননগর এলাকায় বন্যা-কবলিত এলাকাবাসীকে সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ মোতালেব সিআইপি কর্তৃক প্রদত্ত খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে একথা বলেন। সাজেদা সুরাত তাহার ব্যক্তিগত পক্ষ হতে সাতকানিয়া সদর ইউনিয়ন এবং কেঁওচিয়া ইউনিয়ন সহ সাতকানিয়া লোহাগাড়ার বেশ কয়েকটি ইউনিয়নে রান্না করা খাবার বিতরণ করেন।

এই সময় আরো উপস্থিত ছিলেন, সাতকানিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম উদ্দিন, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাসিমুল করিম শিকদার, কাঞ্চনা ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মাসুদ জাহাঙ্গীর, সোনাকানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আলী, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক মো: রিয়াদ. জেলা ছাত্রলীগের সহ সভাপতি ইয়াসিন চৌধুরী জনি, সাতকানিয়া সদর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ পারভেজ প্রমুখ।