প্রথমবার সুপার কাপ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৯:১৮ পূর্বাহ্ণ, আগস্ট ১৭, ২০২৩

উয়েফা সুপার কাপে প্রথমবার অংশ নিয়েই বাজিমাত করল ম্যানচেস্টার সিটি। টাইব্রেকারে সেভিয়াকে হারিয়ে শিরোপা ঘরে তুলল পেপ গার্দিওলার শিষ্যরা। খেলার রাতে নির্ধারিত সময়ে ১-১ ড্রয়ের পর শিরোপা নিষ্পত্তি হয় টাইব্রেকারে।

গতবারের চ্যাম্পিয়ন্স লিগ জেতা ম্যানসিটি এদিন মুখোমুখি হয়েছিল ইউরোপা লিগ জেতা সেভিয়ার। দুই সেরার লড়াইটা হলো জমাট। গ্রিসের রাজধানী এথেন্সে ম্যাচ গড়িয়েছে টাইব্রেকার পর্যন্ত। উয়েফার নতুন নিয়ম অনুযায়ী ৯০ মিনিট শেষেই হয়েছিল টাইব্রেকার। তাতে ৫-৪ ব্যবধানে জয় নিয়ে মাঠে ছেড়েছে সিটিজেন্সরা।

টাইব্রেকারে পেনাল্টি শুটআউটে সিটির পাঁচ শটে গোল করেন আর্লিং হলান্ড, হুলিয়ান আলভারেস, মাতেও কোভাচিচ, জ্যাক গ্রিলিশ ও কাইল ওয়াকার। তবে সেভিয়ার প্রথম চার শটে লুকাস ওকাম্পোস, রাফা মির, ইভান রাকিতিচ ও গনসালো মনতিয়েল জালের দেখা পেলেও নেমানিয়া গোদেলের নেওয়া পঞ্চম শট ক্রসবারে লাগলে উল্লাসে ফেটে পড়ে সিটি।

এই ম্যাচে অনন্য এক রেকর্ড গড়া হলো সিটিজেন্স বস পেপ গার্দিওলার। কার্লো অ্যানচেলত্তির পর মাত্র দ্বিতীয় কোচ হিসেবে ৪ বার উয়েফা সুপার কাপ জিতলেন এই স্প্যানিশ কোচ। তবে গার্দিওলা জিতেছেন ৩টি ভিন্ন ভিন্ন দলের হয়ে। যা তাকে করেছে আরও অনন্য।

তবে ম্যাচটা গার্দিওলা খুব সহজে জিতেছেন এমন বলার অবকাশ নেই।

Nagad