এবার পাগলা মসজিদে মিললো ২৩ বস্তা টাকা
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের আটটি দানবাক্স খুলে ২৩ বস্তা টাকা পাওয়া গেছে। টাকার পাশাপাশি ডলার, পাউন্ড, রিয়াল, দিনার, রিঙ্গিত, দিনারসহ বিপুল বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকারও পাওয়া গেছে।
শনিবার (১৯ আগস্ট) সকাল ৯টার দিকে দানবাক্স কমিটির আহ্বায়ক ও কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী মহুয়া মমতাজের তত্ত্বাবধানে মসজিদের ওই দানবাক্সগুলো খোলা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ ও পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ।
এর আগে গত ০৬ মে বাক্সগুলো খোলা হয়েছিল। তখন ৩ মাস ৬ দিন পর খোলা বাক্সগুলো থেকে ১৯ বস্তা টাকা পাওয়া গিয়েছিল। এ সময় সর্বোচ্চ ৫ কোটি ৫৯ লাখ ৭ হাজার ৬৮৯ টাকা মিলেছিল।
এবার তিন মাস ১৩ দিন পর শনিবার (১৯ আগস্ট) খোলা দানবাক্সগুলো থেকে প্রথমে ২৩টি বড় বস্তায় টাকা ভরা হয়। এরপরই শুরু হয় টাকা গণনার কাজ।
জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ জানান, গণনায় মসজিদ-মাদ্রাসার ১৩৮ জন ছাত্র, রূপালী ব্যাংকের ৬০ জন কর্মকর্তা-কর্মচারী এবং মসজিদ-মাদ্রাসার কর্মকর্তা-কর্মচারীসহ দুই শতাধিক মানুষ অংশ নিয়েছেন।
সারাদিন/১৯ আগস্ট/এমবি