‘ডন-থ্রি’তে এবার দীপিকার নাম

বিনোদন ডেস্কবিনোদন ডেস্ক
প্রকাশিত: ২:১৩ অপরাহ্ণ, আগস্ট ২১, ২০২৩

ছবি- সংগৃহীত

ভারতীয় চলচ্চিত্র পরিচালক ফারহান আখতারের ‘ডন-থ্রি’ সিনেমায় এগারো দেশের পুলিশের ‘মোস্ট ওয়ানটেড’ ডন হিসেবে রণবীর সিং-কে ঠিক করতে পারলেও নায়িকা চরিত্র নিয়ে বিপদেই পড়েছেন নির্মাতা।

কখনও শোনা যাচ্ছে, কিয়ারা আদভানি, আবার কখনও বা কৃতী শ্যাননের নাম। এবার শোনা গেল, ডনের রোমার চরিত্রে কৃতী কিংবা কিয়ারা কেউই নন, বরং রণবীর সিং-এর ঘরনি দীপিকা পাড়ুকোনকে দেখা যাবে।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ‘ডন-থ্রি’ সিনেমায় রণবীরের বিপরীতে দেখা যেতে পারে দীপিকা পাড়ুকোনকে।

পরিচালক ফারহান বলেন, এই সিনেমায় এমন এক নায়িকা প্রয়োজন, যার অ্যাকশন দৃশ্যের প্রতি ঝোঁক রয়েছে এবং নানা ধরনের মারকাটারি, ঝুঁকিপূর্ণ দৃশ্যে কাজ করার অভিজ্ঞতা আছে।

‘ডন-থ্রি’ সফল করতে কোনো ধরনের ঝুঁকি নিতে রাজি না হওয়া ফারহান মনে করছেন, এই চরিত্রের জন্য দীপিকা অন্যদের তুলনায় মানানসই। তবে দীপিকাই চূড়ান্ত কি-না সে ব্যাপারে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

পরিচালক ফারহানের ভাষ্য, “লেখক, পরিচালক হিসেবে আমি শাহরুখকে নিয়ে দুটো ‘ডন’ বানিয়েছি। দুটোর অভিজ্ঞতাই ভীষণ ভালো, আমার হৃদয়ের অত্যন্ত কাছের। এবার ‘ডন’ এর সেই উত্তরাধিকার নতুন প্রতিভাবান অভিনেতার হাতে যাচ্ছে, আশা রাখি অমিতাভ বচ্চন, শাহরুখ খান যেমন ভালোবাসা পেয়েছেন, এবারও তেমনই ভালোবাসা মিলবে। ২০২৫-এর ‘ডন’-এর নতুন নতুন যুগের সূচনা হচ্ছে, দেখতে থাকুন।”

Nagad

উল্লেখ্য, ২০০৬ সালে ‘ডন’ ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমা মুক্তি পায়। এর পাঁচ বছরের বিরতি নিয়ে মুক্তি পায় ‘ডন-টু’। দুটিতেই কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। সিনেমাটির প্রযোজনা করেছেন ফারহান আখতার ও রিতেশ সিধওয়ানির প্রযোজনা প্রতিষ্ঠান এক্সেল এন্টারটেইনমেন্ট।

সারাদিন/২১ আগস্ট/এমবি