এআইইউবি একাডেমিক স্ট্র্যাটেজিক প্ল্যান ২০২৩-২০৩৩ প্রকাশিত

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৭:০৫ অপরাহ্ণ, আগস্ট ২১, ২০২৩

সম্প্রতি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) এর দশ বছরের একাডেমিক স্ট্র্যাটেজিক প্লান ২০২৩-২০৩৩ প্রকাশিত হয়েছে।

একাডেমিক স্ট্র্যাটেজিক প্ল্যান ২০২৩-২০৩৩ এ একাডেমিক নেতৃত্ব, টেকসই উন্নয়ন, আন্তর্জাতিকীকরণ, গবেষণা ও উদ্ভাবন এবং ডিজিটালাইজেশন এই পাঁচটি মূল কৌশলগত দিক উপস্থাপন করা হয়। এআইইউবি মানসম্পন্ন শিক্ষা, গবেষণা, উদ্ভাবন এবং সহযোগিতামূলক উদ্যোগের উপর গুরুত্ব দেয়ার মাধ্যমে বাংলাদেশের মানবসম্পদ ও দক্ষতা বৃদ্ধিতে এই একাডেমিক স্ট্র্যাটেজিক প্ল্যান গুরুত্বপূর্ন ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।

মূলত এআইইউবি’কে ২০৩৩ সালের মধ্যে মানসস্পন্ন আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করার জন্য এই একাডেমিক স্ট্র্যাটেজিক প্ল্যান প্রনয়ন করা হয়। একাডেমিক স্ট্র্যাটেজিক প্ল্যান প্রণয়নে এআইইউবি-এর ট্রাস্টি বোর্ডের সদস্য ড. কারমেন জেড লামাগনার নেতৃত্বে ১২ সদস্যের কমিটি কাজ করছে।

এই কমিটির পক্ষে ড. কারমেন একাডেমিক স্ট্র্যাটেজিক প্ল্যান ২০২৩-২০৩৩ সফল ভাবে প্রকাশ করার জন্য এআইইউবি কর্তৃপক্ষের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।