সিলেটে বসতঘরে সিলিন্ডার বিস্ফোরণে মা-মেয়ে নিহত

সিলেট সংবাদদাতাসিলেট সংবাদদাতা
প্রকাশিত: ৭:২৫ অপরাহ্ণ, আগস্ট ২১, ২০২৩

ফাইল ছবি

সিলেটে বসতঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মা ও মেয়ে নিহত হয়েছেন। এ সময় একই পরিবারের আরও চারজন দগ্ধ হয়েছেন।

রোববার (২০ আগস্ট) মধ্যরাতে গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের রসুলপুর গ্রামের ইয়াকুব মিয়ার বাড়িতে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ইয়াকুব মিয়ার স্ত্রী জেসমিন আক্তার (৩০) এবং মেয়ে সুমাইয়া আক্তার (১৩)। এছাড়া ইয়াকুব মিয়া, তার মা এবং অন্য দুই সন্তান দগ্ধ হয়ে গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাদের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, ইয়াকুব মিয়ার বসতঘর লাগোয়া দোকান। মধ্যরাতে হঠাৎ রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ঘরে আগুন ধরে যায়। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিস ও থানা পুলিশকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিস ও পুলিশ স্থানীয়দের সহযোগিতায় ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে এবং নিহতদের মরদেহ উদ্ধার করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: তাহমিলুর রহমান গণমাধ্যমকে বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত প্রত্যেককে দাফনের জন্য ২০ হাজার টাকা এবং আহত প্রত্যেককে চিকিৎসার জন্য ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

Nagad

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় মা ও মেয়ে মারা গেছেন। একই পরিবারের আরও চারজন হাসপাতালে চিকিৎসাধীন।

সারাদিন/২১ আগস্ট/এমবি