শোক দিবস: আমরা ক”জন মুজিব সেনা চট্টগ্রাম মহানগর উদ্যোগে দোয়া মাহফিল

চট্টগ্রাম প্রতিনিধিচট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১০:১০ অপরাহ্ণ, আগস্ট ২৬, ২০২৩

চট্টগ্রামে আমরা ক’জন মুজিব সেনা চট্টগ্রাম মহানগর এর উদ্যোগে এক হল রুমে জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

আজ শনিবার (২৬ আগস্ট) আয়োজিত এ অনুষ্ঠানে আমরা ক’জন মুজিব সেনা কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মোহাম্মদ জসিম উদ্দীন চৌধুরী বলেছেন, খুনীরা ভীত ছিলেন বলেই, শুধুমাত্র বঙ্গবন্ধুকে হত্যা করে ক্ষান্ত হননি।পরিবারের অন্যান্য সদস্যদের ও হত্যা করা হয়। বঙ্গবন্ধুর মৃত্যু হয়েছে তার আদর্শের মৃত্যু হয়নি।

তিনি বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে হত্যা করা যায়নি বলেই বঙ্গবন্ধুকে হত্যার ২১ বছর পরে আবারো আওয়ামী লীগ ৯৬ সালে ক্ষমতায় আসে,যার ধারাবাহিকতা এখনো অব্যাহত আছে।যার ফল স্বরুপ বাংলাদেশের মানুষ উন্নত রাষ্ট্রের সুযোগ সুবিধা ভোগ করছে।

তিনি আজ শনিবার (২৬ শে আগস্ট) বিকেল ৫ টায় দোস্ত বিল্ডিং কার্যালয়ে আমরা ক’জন মুজিব সেনা চট্টগ্রাম মহানগর এর উদ্যোগে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও ২১ শে আগস্ট গ্রেনেড হামলায় নিহত সকল শহীদের স্মরনে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বিশেষ অতিথির বক্তব্যে আমরা ক’জন মুজিব সেনার কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ডা.বিদ্যুৎ বড়ুয়া বলেছেন, ১৫ আগস্টের কুশীলবরাই ২০০৪ সালের ২১ শে আগস্টের নারকীয় গ্রেনেড হামলার ঘটনা ঘটিয়েছিলো। তৎকালীন সরকারের পৃষ্টপোষকতায় এই ঘটনা সংগঠিত হয়। সে ঘটনায় সৃষ্টকর্তার কৃপায় বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বেঁচে গিয়েছিলেন বলেই আজ আমরা সমৃদ্ধ বাংলাদেশের পথে এগিয়ে যাচ্ছি।

সংগঠনের সভাপতি সরফরাজ নেওয়াজ চৌধুরী রবিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ বোখারী আজম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন আমরা ক’জন মুজিব সেনা কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল হান্নান চৌধুরী, নগর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি দেলোয়ার হোসেন ফরহাদ, বোধন আবৃতি পরিষদের সাধারণ সম্পাদক প্রণব চৌধুরী,সংগঠনের চট্টগ্রাম জেলার সম্পাদক মন্ডলীর সদস্য ইমতিয়াজ আহমেদ,খোরশেদ আলম খোকন, সংগঠনের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল আলম টিপু, সংগঠনের সুহৃদ জাহিদ হাসান রনি, সংগঠনের সাবেক সদস্য মঈন উদ্দিন সানি, মনজুর বাপ্পী, যুগ্ম সম্পাদক মোহেসেনুল ইসলাম, সংগঠনের দক্ষিন জেলা শাখার যুগ্ম আহ্বায়ক সাইফুদ্দীন খালেদ, প্রচার সম্পাদক ইমরান শুভ, সম্পাদক মণ্ডলীর সদস্য শহীদুল ইসলাম আরাফাত, কার্যকরী সদস্য গিয়াসউদ্দিন জুনায়েত, আরিফুর রহমান, ১১ নং দ:কাট্টলির আহ্বায়ক বিজয় বড়ুয়া, ২৪ নং ওয়ার্ডের আহবায়ক আতিক নাঈম, ১৬ নং ওয়ার্ডের যুগ্ম আহবায়ক জিকু দেবনাথ, আমিরুল ইসলাম রুবেল, ৫ নং ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক সৌরভ করিম সামির, ১৫ নং ওয়ার্ডের প্রতিনিধি সাদমান নাহিয়ান, ২৩ নং ওয়ার্ডের প্রতিনিধি নুর খান হিরু, সদরঘাট থানার স্বেচ্ছাসেবক লীগ নেতা মোহাম্মদ খোকন, সাইদুর রহমান হানিফ প্রমুখ।

Nagad

আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ মাওলানা তৌহিদুল ইসলাম।

সারাদিন/২৬ আগস্ট