ওয়াগনার প্রধান প্রিগোশিনের লাশ শনাক্ত করলো রাশিয়া

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৭:৩৪ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০২৩

ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোজিনকে বহনকারী বিধ্বস্ত হওয়া বিমানের ধ্বংসাবশেষ থেকে ১০ জনের লাশ উদ্ধার করেছে রাশিয়া। তাদের মধ্যে ওয়াগনার প্রধান প্রিগোশিনের লাশ শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন রাশিয়ার তদন্তকারীরা। জেনেটিক পরীক্ষার মাধ্যমে এই সব লাশ শনাক্ত করা হয়েছে।

বাংলাদেশ সময় রোববার (২৭ আগস্ট) দুপুরে রাশিয়ার বার্তা সংস্থা ‘স্পুত্নিক’ এক প্রতিবেদনে এই খবর দিয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার তদন্ত কমিটি জানিয়েছে, বিধ্বস্ত বিমান থেকে উদ্ধার করা ১০ জনের মৃতদেহের মধ্যে প্রিগোশিন এবং ওয়াগনার বাহিনীর ডেপুটি কমান্ডারের লাশ শনাক্ত করা হয়েছে।

গত বুধবার (২৩ আগস্ট) রাশিয়ার টাভার অঞ্চলে প্রিগোশিনসহ সাতজন যাত্রী এবং তিনজন ক্রু নিয়ে একটি ব্যক্তিগত বিমান বিধ্বস্ত হয়। তদন্ত কমিটিসহ রাশিয়ান বিমান চলাচল কর্তৃপক্ষ এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলো এই ঘটনার তদন্ত শুরু করেছে।

এরপর শনিবার (২৬ আগস্ট) বিধ্বস্ত বিমান থেকে ১০ জনের দেহাবশেষ উদ্ধারের কথা জানিয়েছিল রাশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তারা জানিয়েছিলেন যে, জেনেটিক পরীক্ষার মাধ্যমে লাশগুলো শনাক্ত করা হবে।

সারাদিন/২৭ আগস্ট/এমবি 

Nagad