ঢাকার সাথে ট্রেন চলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদকনিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪:৩৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২৩

ছবি- সংগৃহীত

চাকরি স্থায়ীকরণের দাবিতে আন্দোলনরত অস্থায়ী শ্রমিকদের রাজধানীর মালিবাগ রেললাইন থেকে সরিয়ে দিয়েছে পুলিশ। এরপর থেকে কমলাপুরের সাথে সারাদেশে রেল চলাচল স্বাভাবিক হয়েছে।

রোববার (০৩ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে চাকরি স্থায়ী করার দাবিতে রাজধানীর মালিবাগ রেললাইন অবরোধ করে রেলওয়েতে কর্মরত অস্থায়ী (টিএলআর) শ্রমিকরা। এর ফলে ঢাকার সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

ওসি ফেরদৌস আহমেদ বলেন, সকাল ১০টার থেকে মালিবাগ কাঁচাবাজারের ওপরে রেলপথটি শ্রমিকরা অবরোধ করেন। বেলা ২টা পর্যন্ত এই অবরোধ চলে। এরপর শাহজাহানপুর থানা পুলিশের সহযোগিতায় রেলওয়ে পুলিশ বলপ্রয়োগের মাধ্যমে তাদের সেখান থেকে সরিয়ে দেয়। বেলা সোয়া ২টার দিকে রেল চলাচল স্বাভাবিক হয়।

সারাদিন/০৩ সেপ্টেম্বর/এমবি 

Nagad