আজকের দিনের জাতীয় পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:৪৮ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২৩

জামালপুর
৩৬ দিনে এক জেলায় ৩০ ‘গায়েবি মামলা’

গত ২৯ আগস্ট রাতে আটক হন জামালপুর শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক মমিনুর রহমান। পরের দিন নাশকতার মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠায় পুলিশ। ২ সেপ্টেম্বর অপর একটি মামলায় আসামি করা হয় মমিনুরকে। সেই মামলার এজাহার বলছে, ১ সেপ্টেম্বর রাতে নাশকতার উদ্দেশ্যে জামালপুর শহরের একটি মাঠে গিয়েছিলেন মমিনুর।
ডিবি পুলিশের করা মামলার এজাহার ঠিক থাকলে মমিনুর কারাগার থেকে বেরিয়ে গিয়ে নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠকে মিলিত হয়েছিলেন। বাস্তবে মমিনুর তখনো কারাগারে ছিলেন, এখনো কারাগারেই আছেন। জানতে চাইলে জামালপুর কারাগারের জেলার আবু ফাতাহ ৩ সেপ্টেম্বর দুপুরে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, চার দিন ধরে (৩০ আগস্ট থেকে) বিএনপির নেতা মমিনুর রহমান কারাগারেই আছেন।কারাগারে থাকা মমিনুর কীভাবে নাশকতার চেষ্টা করলেন—এমন প্রশ্নের জবাবে জামালপুর গোয়েন্দা শাখার (ডিবি) ওসি মুশফিকুর রহমান প্রথম আলোকে বলেন, তাঁর (মমিনুর) নামে দুটি মামলা আছে। আগের মামলায় তাঁর বাবার নাম মৃত শাহ ফিরোজ মিয়া ও গ্রাম ফুলবাড়ীয়া (জিগাতলা) উল্লেখ করা হয়েছে। আর পরের মামলায় বাবার নাম মৃত ফিরোজ মিয়া, গ্রাম শুধু জিগাতলা উল্লেখ আছে। ফলে একই ব্যক্তির নাম কি না, বিষয়টি তাঁরা যাচাই-বাছাই করছেন। সূত্র: প্রথম আলো

রাশিয়া তেল, ডাল ছোলা বেচতে চায়

প্রতিযোগিতামূলক দামে বাংলাদেশের কাছে সূর্যমুখী তেল, মসুর ডাল ও ছোলা বিক্রি করতে চায় রাশিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সফরের আগে ঢাকায় রাশিয়া দূতাবাস বাংলাদেশকে নিত্যপ্রয়োজনীয় ওই পণ্যগুলো সরবরাহের প্রস্তাব দিয়েছে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী লাভরভ ২৪ ঘণ্টারও কম সময়ের জন্য আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকায় আসছেন। রাশিয়ার কোনো পররাষ্ট্রমন্ত্রীর এটিই প্রথম ঢাকা সফর। এ সফরে দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি বৈশ্বিক পরিস্থিতি ও ভূ-রাজনীতি বিশেষ গুরুত্ব পাবে। সূত্র: কালের কণ্ঠ

চোরাচালানে আটক স্বর্ণ
ভল্টে জমার পদ্ধতি নিয়ে এনবিআরের অসন্তোষ
জব্দ স্বর্ণ দ্রুত ঢাকার বুলিয়ান ভল্টে স্থানান্তরের সুপারিশ * চট্টগ্রাম, সিলেট শাখার সেফ ভল্টে ২৮৭ কেজি স্বর্ণ * ট্রেজারি রুলসের সংশোধন চায় কাস্টমস

বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম ও সিলেট শাখার ভল্টে আটককৃত স্বর্ণ জমার পদ্ধতি নিয়ে সন্তুষ্ট নয় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিসে যে পদ্ধতিতে স্বর্ণ জমা রাখা হয় অন্যান্য শাখার ক্ষেত্রেও একই প্রক্রিয়া অনুসরণের প্রস্তাব দিয়ে আসছে এনবিআর। কিন্তু প্রস্তাবটি কার্যকর না হওয়ায় এ নিয়ে দুই সংস্থার মধ্যে টানাপোড়েন চলছে। বারবার তাগাদা দেওয়া সত্ত্বেও পুরোনো পদ্ধতিতেই সেফ ভল্টে স্বর্ণ জমা রাখা হচ্ছে। উল্লিখিত অফিস দুটিতে শুধু লট নম্বরসহ রিসিভ কপি ইস্যু করা হয়, তাতে স্বর্ণের বিবরণ উল্লেখ থাকে না। এ কারণে চট্টগ্রাম, সিলেট শাখার ভল্টে রক্ষিত ২৮৭ কেজির বেশি স্বর্ণ আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের বুলিয়ান ভল্টে স্থানান্তর করা প্রয়োজন বলে এনবিআর মনে করছে। তথ্যানুসন্ধানে জানা গেছে, ২০১৭ সালের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের ভল্টে আটককৃত স্বর্ণের গুণগতমান যাচাই করে এনবিআর’র অধীন শুল্ক গোয়েন্দা। দৈবচয়ন ভিত্তিতে শুল্ক গোয়েন্দা বাংলাদেশ ব্যাংকের ভল্টে রক্ষিত ৯৬৩ কেজি স্বর্ণ পরীক্ষা করে পরিমাণ ও শুদ্ধতায় (ক্যারেট) হেরফেরের কথা জানিয়ে এনবিআরে প্রতিবেদন জমা দেয়। শুল্ক গোয়েন্দার তৎকালীন প্রতিবেদনে বলা হয়, ভল্টে জমা ৩ কেজি ৩০০ গ্রাম ওজনের স্বর্ণের চাকতি ও আংটি মিশ্র বা সংকর ধাতু পাওয়া গেছে। বাংলাদেশ ব্যাংক শতকরা ৮০ ভাগ স্বর্ণ হিসাবে গ্রহণ করার প্রত্যয়নপত্র দিলেও সেখানে শতকরা ৪৬ ভাগ স্বর্ণ পাওয়া গেছে। এরপর থেকেই স্বর্ণ জমা রাখার পদ্ধতি নিয়ে এনবিআর-বাংলাদেশ ব্যাংকের সঙ্গে দূরত্ব তৈরি হয়। সূত্র: যুগান্তর

Nagad

দালালে দুর্বিষহ প্রবাসজীবন
শিকার হতে হয় নির্যাতনের, দিতে হয় মুক্তিপণ ♦ মিথ্যা প্ররোচনায় বিদেশ গিয়ে কাজ নেই

মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের খাগদাহ গ্রামের আতাহার খানের ছেলে রবিন খান (২২)। ভাগ্যের চাকা ঘোরাতে এক বছর আগে পাড়ি জমান ইউরোপের দেশ ইতালির উদ্দেশে। এরপর দীর্ঘদিন বন্দি ছিলেন লিবিয়ার দালালদের কাছে। কয়েক দফায় মারধর ও হত্যার হুমকি দেওয়া হয় তাকে। পরে সহায়সম্পদ বিক্রি করে তার পরিবার ১৭ লাখ টাকা দেয় দালালদের। চলতি বছরের ২২ আগস্ট থেকে পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ নেই। মা-বাবাও জানেন না রবিন বেঁচে আছেন না মারা গেছেন। মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের নয়ারচর গ্রামের আমজাদ বেপারীর ছেলে আজীম বেপারীর (২২) সঙ্গে তিন মাস আগে পরিবারের সদস্যদের যোগাযোগ হয়। এর পর থেকে যোগাযোগ বিচ্ছিন্ন। এর আগে আমির নামে এক দালাল কয়েক দফায় ১৮ লাখ টাকা নেন ইতালি পাঠানোর নামে। আজীমের বাবা আমজাদ বেপারী বলেন, ‘ভিটামাটি বিক্রি করে ছেলের জন্য ১৮ লাখ টাকা দিয়েছি। এখন আমরা নিঃস্ব। ছেলে কোথায় তাও জানি না।’ একই এলাকার ইউনুস মোল্লার ছেলে রানা মোল্লা ইতালির উদ্দেশে দেশ ছাড়েন। এরপর তার ঠাঁই হয় লিবিয়ার বন্দিশালায়। সেখানে আটকে রেখে চালানো হয় নির্যাতন। দালাল চক্র কয়েক দফায় আদায় করে ২২ লাখ টাকা। সূত্র; বিডি নিউজ

যাত্রী আছে, তবু বন্ধ একের পর এক ফ্লাইট

বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলার একটি ফ্লাইট ৫৬ যাত্রী নিয়ে গত বুধবার বিকেলে বরিশাল বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে উড়ে যায়। অঘোষিতভাবে ঢাকা-বরিশাল রুটে এটিই ছিল ইউএস-বাংলার সর্বশেষ ফ্লাইট। লোকসানের অজুহাত দেখিয়ে ঢাকা-বরিশাল রুটে ইউএস-বাংলা তাদের সেবা বুধবার থেকে অঘোষিতভাবে বন্ধ করে দিয়েছে। একই অজুহাত দেখিয়ে এক বছর আগে বন্ধ হয়ে যায় আরেক বেসরকারি সংস্থা নভোএয়ারের সেবাও। রাষ্ট্রীয় সংস্থা বিমান বাংলাদেশও একই পথে হাঁটছে বলে জানা গেছে। বিমান সূত্র জানিয়েছে, আগে ঢাকা-বরিশাল রুটে প্রতিদিন তাদের একটি করে ফ্লাইট ছিল। পদ্মা সেতু চালুর পর যাত্রী সংকটে সপ্তাহে তিন দিন এই রুটে ফ্লাইট পরিচালনা করছে বিমান। যে কোনো সময় এই সেবাও বন্ধ করে দেওয়া হতে পারে।প্রতিষ্ঠানগুলো এ রুটে যাত্রী সংকটের অজুহাত দেখালেও পরিসংখ্যান তা বলছে না। বরং মুনাফার জন্য অন্য রুটে বেশি ফ্লাইট পরিচালনার জন্য বিমান সংস্থাগুলো বরিশাল রুট বন্ধ করে দিচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। তাদের দাবি, বরিশাল যে লোকসানি রুট নয়; তার প্রমাণ গত বুধবার ইউএস-বাংলার সর্বশেষ ফ্লাইট। ৭২ আসনের বিমানটি পরিপূর্ণ যাত্রী নিয়ে বরিশালে পৌঁছায় এবং ৫৬ যাত্রী নিয়ে ঢাকায় গেছে। তাদের এক বছরের পরিসংখ্যান বলছে, ধারণ ক্ষমতার প্রায় ৮৮ ভাগ যাত্রী নিয়েই এই রুটে চলাচল করেছে ইউএস-বাংলার ফ্লাইট। সূত্র: সমকাল

হেফাজতের ঘটনায় তথ্য বিকৃতি: অধিকারের আদিলুর-এলানের মামলার রায় আজ

০১৩ সালে হেফাজতের সমাবেশে অভিযান নিয়ে তথ্য বিকৃতির অভিযোগে মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান শুভ্র ও সংগঠনটির পরিচালক এ এস এম নাসির উদ্দিন এলানের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে করা মামলা হয়। আজ বৃহস্পতিবার মামলার রায় ঘোষণা করা হবে। ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াত রায় ঘোষণা করবেন। মামলার যুক্তি-তর্ক উপস্থাপন শেষে গত ২৪ আগস্ট ট্রাইব্যুনাল রায়ের তারিখ ধার্য করেন। ওই দিন অভিযুক্ত দুজনই আদালতে হাজির ছিলেন। আজও তাঁদের আদালতে হাজির থাকতে হবে। ট্রাইব্যুনালের বিশেষ পিপি নজরুল ইসলাম শামীম আজকের পত্রিকাকে রায় ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুপুরের দিকে রায় ঘোষণা করা হবে। ২০১৩ সালের ৫ মে মতিঝিল শাপলা চত্বরে হেফাজত ইসলাম সমাবেশ করে। পরে সমাবেশস্থলে রাতে অবস্থানের ঘোষণা দেন সংগঠনের নেতারা। তাদের সেখান থেকে সরিয়ে দিতে যৌথ অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ওই অভিযানে হেফাজতে ইসলামীর ৬১ জন নেতা-কর্মী নিহত হয়েছিলেন বলে দাবি করে এবং প্রচার করে অধিকার। সূত্র: আজকের পত্রিকা

চাকরিতে ঘুষের বাজার ৫০০০ কোটির
‘চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছো’ নব্বইয়ের দশকে অঞ্জন দত্তের এ গানে চাকরি পেতে কাঠখড় পোড়ানোর বিষয়টি উঠে এসেছে। দশকের পর দশক পার হয়ে গেলেও এ গানের উপযোগিতা শেষ হয়নি। বরং বহুগুণে বেড়েছে।বর্তমানে প্রায় সব সরকারি চাকরি হয় টাকার বিনিময়ে। পাবলিক সার্ভিস কমিশনের সামান্য অংশ বাদ দিলে টাকা ছাড়া চাকরি জোটে না। দপ্তরি বা অফিস সহায়ক পদে চাকরি পেতেও লাগে ৫ থেকে ৭ লাখ টাকা। কর্মকর্তা পর্যায়ের চাকরির দর ওঠে ২২ বা ২৫ লাখে। সরকার বছরে গড়ে ৫০ হাজার চাকরি দিতে পারে। বিশ্লেষকরা বলেন, কোন চাকরিতে কত টাকা ঘুষ লাগে তা নিয়ে কোনো গবেষণা হয়নি। সব চাকরিতে ঘুষ লাগছে বিষয়টি এমনও নয়। তবে ঘুষের যে ব্যাপকতা তাতে ধরেই নেওয়া যায় পিএসসির বাইরের ৭০ থেকে ৮০ ভাগ চাকরিতেই ঘুষ লাগে।স্থান-কাল ভেদে ঘুষের রেট ভিন্ন ভিন্ন হয়। জেলা পর্যায়ে অফিস সহায়কের চাকরি পেতে ৫ থেকে ৭ লাখ টাকা ঘুষ দিতে হয়। কিন্তু সচিবালয়ের ভেতর কোনো মন্ত্রণালয়ের অফিস সহায়কের চাকরির জন্য ২০ লাখ টাকাও দিতে হয়। পুলিশ, ট্যাক্স, কাস্টমসÑ এসব সেক্টরের চাকরির ঘুষের রেটের কোনো সীমা থাকে না। এসব বিষয় উল্লেখ করে একজন বিশ্লেষক জানান, ধরে নেওয়া হয় সরকারি চাকরি পেতে গড়ে ১৫ লাখ টাকা ঘুষ দিতে হয়। ৫০ হাজার চাকরির মধ্যে পিএসসির আনুমানিক ২ হাজার বাদ দিলে থাকে ৪৮ হাজার। এর ৭৫ শতাংশ চাকরির সংখ্যা হচ্ছে ৩৬ হাজার। প্রতিটি চাকরির জন্য গড়ে ১৫ লাখ টাকা হারে ঘুষ দিতে হলে ৩৬ হাজার চাকরির জন্য ৫ হাজার ৪০০ কোটি টাকা ঘুষ লেনদেন হয়। সুত্র: দেশ রুপান্তর

‘চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছো’ নব্বইয়ের দশকে অঞ্জন দত্তের এ গানে চাকরি পেতে কাঠখড় পোড়ানোর বিষয়টি উঠে এসেছে। দশকের পর দশক পার হয়ে গেলেও এ গানের উপযোগিতা শেষ হয়নি। বরং বহুগুণে বেড়েছে।বর্তমানে প্রায় সব সরকারি চাকরি হয় টাকার বিনিময়ে। পাবলিক সার্ভিস কমিশনের সামান্য অংশ বাদ দিলে টাকা ছাড়া চাকরি জোটে না। দপ্তরি বা অফিস সহায়ক পদে চাকরি পেতেও লাগে ৫ থেকে ৭ লাখ টাকা। কর্মকর্তা পর্যায়ের চাকরির দর ওঠে ২২ বা ২৫ লাখে। সরকার বছরে গড়ে ৫০ হাজার চাকরি দিতে পারে। বিশ্লেষকরা বলেন, কোন চাকরিতে কত টাকা ঘুষ লাগে তা নিয়ে কোনো গবেষণা হয়নি। সব চাকরিতে ঘুষ লাগছে বিষয়টি এমনও নয়। তবে ঘুষের যে ব্যাপকতা তাতে ধরেই নেওয়া যায় পিএসসির বাইরের ৭০ থেকে ৮০ ভাগ চাকরিতেই ঘুষ লাগে।স্থান-কাল ভেদে ঘুষের রেট ভিন্ন ভিন্ন হয়। জেলা পর্যায়ে অফিস সহায়কের চাকরি পেতে ৫ থেকে ৭ লাখ টাকা ঘুষ দিতে হয়। কিন্তু সচিবালয়ের ভেতর কোনো মন্ত্রণালয়ের অফিস সহায়কের চাকরির জন্য ২০ লাখ টাকাও দিতে হয়। পুলিশ, ট্যাক্স, কাস্টমসÑ এসব সেক্টরের চাকরির ঘুষের রেটের কোনো সীমা থাকে না। এসব বিষয় উল্লেখ করে একজন বিশ্লেষক জানান, ধরে নেওয়া হয় সরকারি চাকরি পেতে গড়ে ১৫ লাখ টাকা ঘুষ দিতে হয়। ৫০ হাজার চাকরির মধ্যে পিএসসির আনুমানিক ২ হাজার বাদ দিলে থাকে ৪৮ হাজার। এর ৭৫ শতাংশ চাকরির সংখ্যা হচ্ছে ৩৬ হাজার। প্রতিটি চাকরির জন্য গড়ে ১৫ লাখ টাকা হারে ঘুষ দিতে হলে ৩৬ হাজার চাকরির জন্য ৫ হাজার ৪০০ কোটি টাকা ঘুষ লেনদেন হয়। সূত্র: দেশ রুপান্তর

ভিজিডি কার্ড দেয়ার নামে ৬ লাখ টাকা আত্মসাৎ

নীলফামারীতে চালের ভিজিডি কার্ড ও অসচ্ছল মানুষদের টয়লেট তৈরি করে দেয়ার নাম করে দেড় শতাধিক মানুষের কাছ থেকে ছয় লাখ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র। ঘটনাটি ঘটেছে সদর উপজেলার টুপামারী ইউনিয়নে। এ ঘটনায় প্রলোভন দেয়া ভুয়া ভিজিডি কার্ড প্রদানকারী জেলা শহরের পুরাতন গরুহাটি ডাঙ্গাপাড়ার নুর আলমের স্ত্রী মোছা. সাবরিনা আক্তার (৩৫) ও টুপামারী ইউনিয়নের টুপামারী নদীপাড়ার মৃত কামরুল ইসলামে স্ত্রী আমিনা বেগমের (৪০) নামে স্থানীয়দের পক্ষে থানায় এজাহার দায়ের করেছেন টুপামারী ইউনিয়ন পরিষদ সদস্য মো. রুহুল আমিন। ভুক্তভোগীরা বলেন, সাবরিনা আক্তার ও আমিনা বেগম চালের ভিজিডি কার্ড ও টয়লেট তৈরি করে দেয়ার নামে তাদের কাছ থেকে ৭ থেকে ১৫ হাজার করে টাকা নেন। টাকার বিনিময়ে তাদের একটি করে চালের ভিজিডি কার্ড প্রদান করেন, যাতে লেখা ছিল ‘জেলা প্রশাসন নীলফামারী, ভিজিটিং কার্ড’। সুত্র :দৈনিক বাংলা।

‘যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের’

অর্থ পাচার নিয়ে ইত্তেফাকের প্রধান শিরোনাম – যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের। এটি দৈনিক ইত্তেফাকের একটি বিশেষ প্রতিবেদন। খানে বলা হচ্ছে, দেশের টাকা পাচার করে যুক্তরাষ্ট্রের বাড়ি কিনেছেন এমন ২৫২ জন আমলা পুলিশসহ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের একটি তালিকা পাওয়া গেছে।যুক্তরাষ্ট্রে কারা বাড়ি কিনছেন এই বিষয়টি নিয়ে কয়েক মাস ধরে তদন্ত করছিল একটি গোয়েন্দা সংস্থা। সেই রিপোর্টটি এখন সামনে এসেছে।সরকারের শীর্ষ মহলে এই তালিকা পাঠানো হয়েছে। সেই তালিকা বিশ্লেষন করে দেখা গিয়েছে ২৫২ জনের মধ্যে অন্তত ৩০ থেকে ৩৫ জন পুলিশের ওসি রয়েছেন। এদের কারো আবার একাধিক বাড়ি রয়েছে। সূত্র: বিবিসি বাংলা।

প্রথমবারের মতো যানবাহনসহ যাত্রীবাহী ফেরি চালু

দেশে প্রথমবারের মতো যানবাহনসহ যাত্রীবাহী রো রো ফেরি সার্ভিস চালু হয়েছে। নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় ঢাকার কেরানীগঞ্জের হাসনাবাদে এ সার্ভিসের উদ্বোধন করেন।আগামী ১৫ সেপ্টেম্বর থেকে কার্নিভাল ক্রুজ লাইন লিমিটেডের মিটেডের ‘কার্নিভাল ক্রুজ’ ও ‘কার্নিভাল ওয়েভ’ নামের ফেরি দুটি বাণিজ্যিকভাবে চলাচল করবে। সুত্র: বাংলানিউজ