সাগরে ভাসমান ১৭ জেলেকে উদ্ধার করলো কোস্টগার্ড

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি:মোংলা (বাগেরহাট) প্রতিনিধি:
প্রকাশিত: ৩:০৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২৩

ইঞ্জিন বিকল হয়ে বঙ্গোপসাগরের মান্দারবাড়িয়ায় পাঁচদিন ধরে ভাসমান থাকার পর ১৭ জেলে উদ্ধার হয়েছে। শনিবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৮টায় বঙ্গোপসাগরের মান্দারবাড়িয়া এলাকা থেকে তাদের উদ্ধার করে মোংলার কোস্টগার্ড। কোস্টগার্ড পশ্চিম জোনের (মোংলা সদর দপ্তর) স্টাফ অফিসার (অপারেশন) লেফটেন্যান্ট কমান্ডার শেখ মেজবাহ উদ্দিন আহমেদ জেলে উদ্ধারের খবর নিশ্চিত করেন।

এর আগে ‘এফবি মা’ নামে একটি মৎস্য ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে ১৭ জেলে পাঁচদিন ধরে সাগরে ভাসার খবর পান তারা।

লেফটেন্যান্ট কমান্ডার শেখ মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, ইঞ্জিন বিকল হয়ে সাগরে ভাসমান ১৭ জেলেদের ফিশিং ট্রলারটি প্রথমে প্রযুক্তির মাধ্যমে তাদের অবস্থান শনাক্ত করা হয়। এরপর মোংলা কোস্টগার্ডের আওতাধীন কাগা দোবেকি, দোবেকি ও কচিখালী ষ্টেশনের কোস্টগার্ড সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে তাদের ট্রলারসহ জেলেদের উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে তাদেরকে মান্দারবাড়ি ফরেস্ট ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে। সেখান থেকে তাদের বরগুনার পাথরঘাটার কোস্টগার্ড কন্টিনজেন্টে নিয়ে যাওয়া হবে বলে জানান তিনি।

এদিকে জেলে মহাজন গোলাম মোস্তফা চৌধুরী জানান, বরগুনা জেলার পাথরঘাটার বাদুরতলা গ্রামের ছালাম দোকানদারের মালিকানাধীন ‘এফবি মা’ ট্রলারটি ১৭ জন জেলে নিয়ে গত ১০সেপ্টেম্বর মাছ ধরার জন্য পাথরঘাটা থেকে সাগরে যাত্রা করে যায়। ছেড়ে যাবার দুইদিন পরে ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে বঙ্গোপসাগরের মান্দারবাড়িয়া এলাকায় ভাসমান অবস্থায় রয়েছে। ট্রলারের মাঝি জামাল মিয়া বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় মোবাইল করে এই তথ্য জানায়।

সাগরের অধিকাংশ স্থানে মোবাইল নেটওয়ার্ক না থাকায় তারা এই কয়দিনের মধ্যে শুধু এই কথাটুকু মাঝি জানাতে পেরেছে। ট্রলারে থাকা ১৭ জন জেলের বাড়ী বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার বিভিন্ন গ্রামে।

সারাদিন. ১৬ সেপ্টেম্বর

Nagad