এআইইউবিতে ফল সেমিস্টারের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৪:১৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২৩

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)-তে ফল সেমিস্টারের নবাগত ছাত্র-ছাত্রীদের ওরিয়েন্টেশন গত ১৪ই ও ১৬ই সেপ্টেম্বর রোজ বৃহস্পতি ও শনিবার অনুষ্ঠিত হয়েছে।

ওরিয়েন্টেশন অনুষ্ঠানটি বিভিন্ন অনুষদের নবাগত শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন সেশনে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে নবাগত ছাত্র-ছাত্রীদের বিশ্ববিদ্যালয়ের নিয়মনীতি সম্পর্কে অবহিত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এআইইউবির প্রতিষ্ঠাতা সদস্য ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন। তিনি নবাগত শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং নবাগত শিক্ষার্থীদের অভিভাবকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এআইইউবি এর প্রক্টর মনজুর এইচ খান। এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক-শিক্ষিকা, বিপুল সংখ্যক ছাত্রছাত্রী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

সারাদিন. ১৯ সেপ্টেম্বর

Nagad