বানারীপাড়া জনসাধারণের দুঃখ দুর্দশা দেখতে মাঠে এমপি শাহে আলম

বানারীপাড়া(বরিশাল) প্রতিনিধি:বানারীপাড়া(বরিশাল) প্রতিনিধি:
প্রকাশিত: ৭:১৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২৩

বরিশালের বানারীপাড়া উপজেলার বিশারকান্দি ইউনিয়নের জনসাধারণের দুঃখ দুর্দশা দেখতে ও লাঘব করতে মেঠো পথে বরিশাল ২ আসনের সংসদ সদস্য এম পি শাহে আলম তালুকদার। দিনভর এলাকার বিভিন্ন রাস্তা ঘুরে দেখেন। ঐ সময় তার সাথে ছিলেন বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা আজরিন তন্বি।

বরিশাল-০২ আসনের মাননীয় সংসদ সদস্য ঐকান্তিক প্রচেষ্টায় নদী-খাল বেষ্টিত বানারীপাড়ার বিশারকান্দি ইউনিয়নের কলাভিটা গ্রামের কলাভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাইক্লোন সেল্টার সংলগ্ন পাশাপাশি তিনটি খালে প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৩ টি আয়রন ব্রিজ জনগণ ও শিক্ষার্থীদের সুবিধার্থে খুব শীঘ্রই ব্রিজ ৩ টির শুভ উদ্বোধন করবেন সংসদ সদস্য শাহে আলম তালুকদার।

এর মধ্য দিয়ে এলাকার জনসাধারণের দীর্ঘদিনের দুঃখ দুর্দশা লাগব হবে। ঐ দিন বিকেলে বিশারকান্দি ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন বরিশাল-০২ আসনের মাননীয় সংসদ সদস্য, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি শাহে আলম তালুকদার।

এসময় তিনি উপস্থিত নেতৃবৃন্দকে ভেদাভেদ ভুলে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তনয়া দেশরত্ন শেখ হাসিনা মনোনীত প্রার্থীকে বিজয়ী করার জন্য বিশারকান্দির ৭টি ভোট কেন্দ্রে দ্রুত আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবক লীগ, জাতীয় শ্রমিক লীগ এবং মহিলা আওয়ামীলীগের সকল নেতাকর্মীদের সমন্বয়ে শক্তিশালী কেন্দ্র কমিটি গঠন করার আহবান জানান।

এসময় উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ.টি.এম মোস্তফা সরদার, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নুরুল হুদা তালুকদার, উপজেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ ও বিশারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম সান্ত, বিশারকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি, উপজেলা আওয়ামীলীগের সদস্য মোঃ ওমর ফারুক, বিশারকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জামাল পারভেজ সহ ইউনিয়ন আওয়ামীলীগের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ এবং সকল ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ। এছাড়াও আওয়ামীলীগ সমর্থিত ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Nagad