২৫৫ রানের লক্ষ্য পেল বাংলাদেশ, ব্যাটিংয়ে চাপে টাইগাররা

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৮:০৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০২৩

আজ চলছে সিরিজের দ্বিতীয় ওয়ানডে। শনিবার (২৩ সেপ্টেম্বর) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাটিং বেছে ২৫৪ রান করেছে নিউজিল্যান্ড। দলের হয়ে ৬৬ বলে সর্বোচ্চ ৬৮ রান করেন ব্লান্ডেল। ৬১ বলে ৪৯ রান করেন নিকোলস। চতুর্থ উইকেট জুটিতে দুজনে আনেন ৯৫ রান।

১০ ওভার অল করে ৫৩ রানে ২ উইকেট নেন মোস্তাফিজ। হাসান ১০ ওভারে ৪৬ রানে পান ১ উইকেট। অভিষিক্ত খালেদ ৬০ রানে পান ৩ উইকেট। ভালো বল করেছেন অফ স্পিনার শেখ মেহেদী। ১০ ওভারের কোটা পূরণ করে ৪৫ রানে ৩ উইকেট পেয়েছেন তিনি।

এদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ২৫৫ রানে লক্ষ্যে নেমে শুরুতে সাজঘরে ফেরেন লিটন দাস। এরপর তিনে নামা তানজিদ তামিম ও চারে নামা সৌম্য সরকার ব্যর্থ হয়েছেন। আউট হয়েছেন তাওহীদ হৃদয়ও। ওপেনার তামিমের সঙ্গে দলকে টানার ভার এখন মাহমুদউল্লাহর।

বাংলাদেশ ১৭ ওভারে ৪ উইকেট হারিয়ে ৮৭ রানে ব্যাট করছে। তামিম ইকবাল ৪২ রানে ব্যাট করছেন। তার সঙ্গী রিয়াদ। লিটন ১৬ বলে ৬ রান করে ফিরেছেন। এরপর তানজিদ আউট হয়েছেন তিন চারের শটে ১৬ রান করে। সৌম্য সরকার গোল্ডেন ডাক মেরেছেন। হৃদয়ের ব্যাট থেকে দল মাত্র ৪ রান পেয়েছে।

৩৬ রানে ৩ উইকেট হারালেও মিডল ও লোয়ার অর্ডারে ব্যাটে ভালো পুঁজি পেয়েছে নিউজিল্যান্ড।

সারাদিন. ২৩ সেপ্টেম্বর.

Nagad