আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:১৭ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২৩

ইমরানের তারবার্তা ফাঁস মামলায় কাল শুনানি

কূটনৈতিক তারবার্তা ফাঁসের মামলায় পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের জামিন শুনানির দিন ধার্য করেছেন ইসলামাবাদের হাইকোর্ট। আগামীকাল সোমবার ওই মামলায় ইমরানের জামিন আবেদনের শুনানি হবে। প্রধান বিচারপতি আমির ফারুকের বেঞ্চে এই শুনানি হবে। ওই দিন পাকিস্তানের কেন্দ্রীয় তদন্ত সংস্থাকে (এফআইএ) প্রয়োজনীয় নথিপত্র নিয়ে হাজির থাকতে বলেছেন আদালত। তোশাখানা দুর্নীতি মামলায় গত ৫ আগস্ট ইমরানকে তিন বছরের সাজা দেন আদালত। এর পর থেকে অ্যাটক কারাগারে আছেন তিনি। সূত্র: প্রথম আলো

দূরপাল্লার মার্কিন ক্ষেপণাস্ত্র পাচ্ছে কিয়েভ

রুশ বাহিনীকে মোকাবেলায় ইউক্রেনকে অত্যাধুনিক দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দেওয়ার পরিকল্পনা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ‘আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম (এটিএসিএমএস)’ ক্ষেপণাস্ত্র দিয়ে ৩০০ কিলোমিটার দূরত্বে আক্রমণ চালানো সম্ভব। এ ছাড়া রাশিয়ার বিরুদ্ধে সম্মুখসারিতে যুদ্ধরত ইউক্রেন আগামী সপ্তাহে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের তৈরি অত্যাধুনিক এম-১ আব্রামস ট্যাংক পেতে যাচ্ছে। এদিকে পাল্টা আক্রমণ চালিয়ে দক্ষিণ ইউক্রেনে একটি রণাঙ্গনে রুশ প্রতিরোধ ভেঙে এগোতে শুরু করেছে ইউক্রেনের বাহিনী। সূত্র: কালের কণ্ঠ

পানির নিচে তৈরি হচ্ছে বিশ্বের প্রথম মসজিদ

নান্দনিক অত্যাধুনিক ভবন, আলোকোজ্জ্বল বিশাল শপিংমল, কৃত্রিম দ্বীপ, নামিদামি গাড়ির জন্য পরিচিত মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের সবচেয়ে বড় শহর দুবাই। এবার এ শহরে পানির নিচে তৈরি হতে চলেছে মসজিদ। সম্প্রতি ধর্মীয় পর্যটন প্রকল্প সম্পর্কে এক বিবৃতিতে বিশ্বের ব্যতিক্রমধর্মী এ মসজিদ নির্মাণ পরিকল্পনার কথা জানায় দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিস বিভাগ। এ সময় তারা প্রস্তাবিত মসজিদটির বেশ কিছু নকশা প্রকাশ করে। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমসের প্রতিবেদন অনুযায়ী, এরই মধ্যে পানির নিচে বিশ্বের প্রথম মসজিদ নির্মাণের ঘোষণা দিয়েছে দুবাই কর্তৃপক্ষ। এর ফলে পানির নিচে নামাজ আদায়ের এক অপূর্ব অভিজ্ঞতার সাক্ষী হবেন মুসল্লিরা। সূত্র: বিডি প্রতিদিন।

Nagad

যুক্তরাষ্ট্রের অস্তিত্ব হুমকি চীন
নির্বাচনি প্রচারণায় প্রেসিডেন্ট পদপ্রার্থী নিকি হ্যালি

চীনকে যুক্তরাষ্ট্র ও বিশ্বের ‘অস্তিত্বের জন্য হুমকি’ হিসাবে অভিহিত করে ভারতীয় বংশোদ্ভূত মার্কিন রিপাবলিকান দলীয় প্রেসিডেন্ট পদপ্রার্থী নিকি হ্যালি। বেইজিং যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে বলেও দাবি করেছেন তিনি। ওয়াশিংটন পোষ্ট।শুক্রবার যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যে অর্থনীতিসংক্রান্ত এক আলোচনা সভায় অংশ নিয়ে এই দাবি করেছেন রিপাবলিকান দলীয় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মিত্র হ্যালি। বলেন, কেবল যুক্তরাষ্ট্রকে পরাজিত করার পেছনেই অর্ধশতাব্দী কাটিয়ে দিয়েছে চীন। সামরিক শক্তি বিবেচনায় চীনা সামরিক বাহিনী ইতোমধ্যে মার্কিন সশস্ত্র বাহিনীর সমান পর্যায়ে পৌঁছেছে। ওহাইও অঙ্গরাজ্যে ভারতীয় বংশোদ্ভূত রিপাবলিকান দলীয় আরেক মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী বিবেক রামস্বামী চীনের বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি নিয়ে দুদিন আগে আলোচনা করার পর নিকি হ্যালি এ মন্তব্য করেন। বলেছেন, আমাদের বেঁচে থাকার জন্য শক্তি এবং গর্বের বিষয়গুলো অপরিহার্য; বিশেষ করে কমিউনিস্ট চীনের উত্থানের মুখে। চীন অস্তিত্বের জন্য হুমকি। এই দেশটি আমাদের পরাজিত করার ষড়যন্ত্রে অর্ধশতাব্দী অতিবাহিত করেছে। সূত্র: যুগান্তর

লেবাননে ডুবন্ত নৌকা থেকে ২৭ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

লেবাননের চেক্কার উপকূলে একটি ডুবন্ত নৌকা থেকে ২৭ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছেন দেশটির সেনা সদস্যরা। রোববার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করে সেনাবাহিনী জানায়, ‘নৌবাহিনী ও কোস্টগার্ডের সহায়তায় শনিবার চেক্কার উপকূলে একটি ডুবন্ত নৌকা থেকে ২৭ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছেন সেনাসদস্যরা। এই অভিবাসনপ্রত্যাশীরা সবাই ইউরোপের উদ্দেশে রওনা হয়েছিলেন।’
লেবানন সেনাবাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন, উদ্ধার এই অভিবাসনপ্রত্যাশীরা সবাই সিরিয়ার নাগরিক। সাইপ্রাস থেকে তারা ইউরোপের উদ্দেশে রওনা হয়েছিলেন। চেক্কা উপকূলে দুর্ঘটনার কবলে পড়ে তাদের বহনকারী নৌকাটি।তিনি আরও জানান, এই অভিবাসনপ্রত্যাশীদের উদ্ধারের কয়েক ঘণ্টা পর দেশটির মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে এবং ইতোমধ্যে চক্রের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ৪২ জনকে গ্রেপ্তারও করা হয়েছে। সূত্র: সমকাল

চীনে খালি ৭০ লাখের বেশি নতুন ভবন, বাস করতে পারবে ৩০০ কোটি মানুষ

চীনের আবাসন খাতে এত বেশি খালি ভবন রয়েছে যে, সেগুলো দেশটির বিদ্যমান জনসংখ্যা কোনোভাবেই পূরণ করতে পারবে না। বিদ্যমান খালি ভবনগুলো পূরণ করতে কম বেশি প্রায় ৩০০ কোটি জনসংখ্যা প্রয়োজন। চীনের জাতীয় পরিসংখ্যার ব্যুরোর এক সাবেক কর্মকর্তা এই মন্তব্য করেছেন। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। চীনের আবাসন খাতে এক প্রকার বিস্ফোরণই ঘটেছে। বিগত শতকের ৯০ এর দশক থেকে শুরু করে কোভিড-১৯ মহামারির আগ পর্যন্ত দেশটির আবাসন খাতে কয়েক শ বিলিয়ন ডলার বিনিয়োগ করা হয়েছে। কিন্তু চাহিদার বিপরীতে জোগান বেশি হওয়ায় খাতটি বর্তমানে বেশ সংকটের মধ্যে রয়েছে। চীনের আবাসন খাত ২০২১ সালের আগ পর্যন্তও দেশটির প্রবৃদ্ধির অন্যতম পিলার ছিল। কিন্তু সে বছর আবাসন খাতের অন্যতম বৃহৎ বিনিয়োগকারী প্রতিষ্ঠান এভারগ্র্যান্ডে গ্রুপ সংকটের কারণে নিজেদের দেউলিয়া বলে ঘোষণা করলে সংকট সামনে আসে। তবে এই বিষয়ে সরকার কোনো মন্তব্য করেনি এখনো। এই প্রথম কোনো সাবেক কর্মকর্তা বিষয়টি নিয়ে মুখ খুলেছেন। সূত্র: আজকের পত্রিকা ।

লাখ লাখ শিক্ষার্থীর পাঠদান ব্যাহত
শিক্ষা সংস্কার বিলের প্রতিবাদে নেপালে শিক্ষক ধর্মঘট

প্রস্তাবিত শিক্ষা সংস্কার বিলের প্রতিবাদে ধর্মঘট পালন করেছেন নেপালের শিক্ষকরা। বুধবার থেকে টানা তিন দিন ধরে এই কর্মসূচি পালন করেন তারা। এতে নেপালের ৩০ হাজার সরকারি স্কুলের লাখ লাখ শিক্ষার্থীর পাঠদান ব্যাহত হয়। এই ধর্মঘটে প্রায় ১ লাখ ১০ হাজার শিক্ষক সমবেত হয় বলে জানা গেছে। বিবিসির খবরে বলা হয়েছে, স্কুলগুলোকে স্থানীয় সরকারের তদারকির আওতায় আনার প্রস্তাবিত বিলের বিরুদ্ধে ধর্মঘট পালন করেন শিক্ষকরা। তাছাড়া এই প্রস্তাবে শিক্ষকদের রাজনৈতিক দলে যোগদানের ওপর নিষেধাজ্ঞা জারির কথা বলা হয়েছে। বৃহস্পতিবার থেকে কয়েক হাজার বিক্ষোভকারী শিক্ষক রাজধানী কাঠমান্ডুর সংসদ ভবনের সামনে মিছিল করেছেন। সূত্র: ইত্তেফাক

দীর্ঘযুদ্ধের মুখে ইউক্রেন: কৌশল পরিবর্তন ছাড়া পথ নেই!

প্রত্যাশাকে বারবার হোঁচট দিয়েছে ইউক্রেন যুদ্ধ; আবারো তাই ঘটছে। করণীয় নিয়ে কিংকর্তব্যবিমূঢ় কিয়েভ ও তার মিত্ররা। গত জুনে ইউক্রেন যখন তার পাল্টা-আক্রমণ অভিযান শুরু করে, তখন আশা করা হয়েছিল, পশ্চিমা অস্ত্র ও প্রশিক্ষণ প্রাপ্ত ইউক্রেনীয় সেনারা যথেষ্ট পরিমাণ ভূমি পুনর্দখল করতে পারবে – যার ভিত্তিতে, দেশটির রাজনৈতিক নেতৃত্ব শান্তি আলোচনায় দর কষাকষিতে শক্তিশালী অবস্থানে থাকবেন। এ পরিকল্পনা কাজ করছে না। বীরোচিত চেষ্টা এবং রাশিয়ার প্রতিরোধ ব্যূহের কিছুটা ভেদ করা সত্ত্বেও – গত জুনে রাশিয়া যেসব ভূমি দখল করেছিল, তার মাত্র দশমিক ২৫ শতাংশ মুক্ত করতে পেরেছে ইউক্রেন। ফলে প্রায় এক হাজার মাইল দীর্ঘ সম্মুখভাগের সামান্যই বদলেছে। আগামী সপ্তাহগুলোতে ইউক্রেনের সেনাবাহিনী হয়তো রাশিয়ার প্রতিরোধ কাঠামো সম্পূর্ণভাবে ভেদ করে ব্রেক থ্রু অর্জন করতে পারবে। কিন্তু, গত তিন মাসের অভিজ্ঞতা প্রমাণ করে, তার ওপর পুরোপুরি ভরসা রাখাটা ভুল হবে। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড

‘খালিস্তান আন্দোলন’ আসলে কী? কেন আলাদা রাষ্ট্র চেয়েছিলেন ভারতের শিখরা?

কানাডার ব্রিটিশ কলম্বিয়াতে একজন শিখ বিচ্ছিন্নতাবাদী নেতার হত্যাকান্ডের সঙ্গে সে দেশের সরকার ভারতের সংশ্লিষ্টতার অভিযোগ তোলার পর ভারতে শিখদের জন্য ‘খালিস্তান’ নামে আলাদা রাষ্ট্রের দাবিটি নতুন করে আবার আলোচনায় এসেছে। গত জুন মাসে খালিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জরকে গুলি করে হত্যার ঘটনায় ভারত জড়িত থাকতে পারে বলে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
তার এই অভিযোগের পর ভারত ও কানাডার কূটনৈতিক সম্পর্কের চরম অবনতি ঘটেছে। ভারত অবশ্য এ অভিযোগ প্রত্যাখ্যান করে একে ‘অবিশ্বাস্য’ হিসেবে আখ্যায়িত করেছে। সূত্র: বিবিসি বাংল

মুঘল সম্রাট আকবরকে নিয়ে বিজেপির নীতিতে বদল?

দিল্লিতে সম্প্রতি যে জি-২০ শীর্ষ সম্মেলন হয়ে গেল, সেই উপলক্ষ্যে প্রকাশিত একটা স্মরণিকা গ্রন্থে মুঘল সম্রাট আকবরের গুণগান করা হয়েছে। হিন্দুত্ববাদীরা নানা ভাবে মুঘল আমল সহ পুরো মুসলমান শাসনামলের ইতিহাস ছেঁটে ফেলার চেষ্টা করে। তাই মুসলমান শাসকদের মধ্যে একমাত্র আকবরের উল্লেখ এবং তার প্রশংসা দেখে অনেকেই প্রশ্ন তুলছেন তাহলে কী আকবরের সম্বন্ধে নিজেদের মনোভাব পরিবর্তন করছে বিজেপি?ওই স্মরণিকায় খ্রিষ্টপূর্ব ছয় হাজার বছর আগের সিন্ধু সভ্যতার সময় থেকে শুরু করে বৈদিক যুগ, রামায়ণ-মহাভারত, গৌতম বুদ্ধের আমল সহ ভারতের ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসের টুকরো টুকরো ছবি তুলে ধরা হয়েছে। সূত্র: বিবিসি বাংলা।

সারাদিন. ২৪ সেপ্টেম্বর. আরএ