আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:০৭ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২৩

রাশিয়ার ওয়ান্টেড লিস্টে আইসিসির প্রেসিডেন্টের নাম

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রেসিডেন্ট পিওতর হফমানস্কির নাম ওয়ান্টেড তালিকায় অন্তর্ভুক্ত করেছে রাশিয়া। গতকাল সোমবার রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যভান্ডারের এক নোটিশে বলা হয়েছে, পোল্যান্ডের নাগরিক হফমানস্কি পিওতর জোজেফ রাশিয়ার ফৌজদারি আইনের আওতায় ওয়ান্টেড হিসেবে বিবেচিত হবেন। তবে পিওতরের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি ওই মন্ত্রণালয়।এ বছরের মার্চে নেদারল্যান্ডসের দ্য হেগভিত্তিক আইসিসি পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। জোর করে ইউক্রেনের শিশুদের দেশ ছাড়তে বাধ্য করা এবং দেশটিকে যুদ্ধাপরাধ সংঘটনের জন্য পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। এর পাল্টা পদক্ষেপ হিসেবে মস্কো এ উদ্যোগ নিয়েছে বলে মনে করা হচ্ছে। সূত্র: প্রথম আলো

তেজগাঁওয়ে সন্ত্রাসী মামুনের ওপর হামলা
ইমনের হত্যা ছক যেন সিনেমার চিত্রনাট্য

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে ১৮ সেপ্টেম্বর রাত ১০টার দিকে প্রাইভেটকারের আরোহী শীর্ষ সন্ত্রাসী তারিক সাইদ মামুনকে এলোপাতাড়ি গুলি করেছিল সন্ত্রাসীরা। মগবাজারের পিয়াসী বার থেকে বের হওয়ার পরপরই ওই রাতে ৮ থেকে ৯টি মোটরসাইকেলে সন্ত্রাসীরা মামুনকে অনুসরণ করছিল। কার মাধ্যমে, কীভাবে, কোন কৌশল ব্যবহার করে ২৮ বছর পর জেলখানা থেকে বের হওয়া এক সন্ত্রাসীকে নিশানা করা হলো– এর পেছনের গল্প যেন বলিউড সিনেমার কোনো চিত্রনাট্য। ঘটনার এক দিন আগে ১৭ সেপ্টেম্বর ফাঁদ পেতে হিমেল নামে একজনকে ডেকে নিয়ে জিম্মি করেন কারাবন্দি শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনের শিষ্যরা। হিমেলকে ‘ছেলে’ ডাকতেন মামুন। তাঁকে বিশ্বাসও করতেন এক সময়ের ঢাকার আন্ডারওয়ার্ল্ডের ত্রাস মামুন। প্রায় ৩৬ ঘণ্টা চোখ বেঁধে রেখে হিমেলের ওপর চালানো হয় অমানুষিক নির্যাতন। তাঁর মাথায় পিস্তলও ঠেকিয়ে রাখা হয়। হত্যার ভয় দেখিয়ে হিমেলকে টোপ হিসেবে ব্যবহার করে মামুনের অবস্থান নিশ্চিত করে হামলাকারীরা। ঘটনার দিন তাঁর মাধ্যমে দফায় দফায় মামুনকে ফোন করা হয়েছিল। আন্ডারওয়ার্ল্ডের একটি সূত্রসহ একাধিক দায়িত্বশীল কর্মকর্তার সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে। সূত্র: সমকাল

অ্যাটক থেকে আদিয়ালায় ইমরান

আলোচিত তোশাখানা মামলায় সাজা খাটছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহেরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা ইমরান খান (৭০)। এতদিন তাকে পাকিস্তানের অ্যাটক জেলার অ্যাটক জেলে রাখা হয়েছিল। এবার তাকে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে স্থানান্তরের নির্দেশ দেন ইসলামাবাদ হাইকোর্টের (আইএইচসি) প্রধান বিচারপতি আমের ফারুক। দেশের সাবেক প্রধানমন্ত্রী হিসাবে কারাগারে যেসব সুযোগ-সুবিধা ইমরান খানের প্রাপ্য, সেসবের প্রায় কোনোটিই অ্যাটক কারাগারে দেওয়া হয়নি। পিটিআই-এর এমন পিটিশনের শুনানিতে সোমবার এ রায় দেন আদালত। এর পরপরই স্থানীয় সময় বিকাল ৪টায় কড়া নিরাপত্তায় তাকে আদিয়ালার জেলে স্থানান্তর করা হয়। কারাগারটি দেশটির রাওয়ালপিন্ডি শহরে অবস্থিত। খালিজ টাইমস, জিও নিউজ।এ সময় ইমরান খানের পক্ষে অ্যাডভোকেট শের আফজাল মারওয়াত এবং রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুনাওয়ার ইকবাল দোগার। রায়ের ঘোষণায় ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি বলেন, ‘যেহেতু ইমরান খান নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করেছেন, সেহেতু বর্তমানে তিনি আর সাজাপ্রাপ্ত আসামি নন, বরং বিচারাধীন মামলার আসামি।’ রায়ে প্রধান বিচারপতি আমের ফারুক আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে তার প্রাপ্য সুযোগ-সুবিধা পাওয়া উচিত এবং তার অধিকার লঙ্ঘন করা উচিত নয়।’ ইমরান খানের আইনজীবী দলের সদস্য ব্যারিস্টার সালমান সফদর এ খবর নিশ্চিত করেন। সূত্র: যুগান্তর

Nagad

আমেরিকার কাছ থেকে ইতিবাচক বার্তা পাওয়ার দাবি ইরানের

ইউরেনিয়াম সমৃদ্ধকরণসহ বিভিন্ন ইস্যুতে আমেরিকার কাছ থেকে ইতিবাচক বার্তা পাওয়ার দাবি করছে ইরান।ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমির আব্দুল্লাহিয়ান নিউ ইয়র্ক সফর শেষে এই দাবি করেছেন। তিনি বলেছেন, “ইরান সব সময় আমেরিকার কাছ থেকে ইতিবাচক বার্তা পাচ্ছে।” জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে অংশ নিতে তিনি সম্প্রতি নিউ ইয়র্ক যান এবং সেখানে সাত দিন অবস্থান করেন। সফর শেষে রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা-কে বলেছেন, “আমরা সব সময় আমেরিকার কাছ থেকে ইতিবাচক বার্তা পেলেও কার্যক্ষেত্রে তাদের আচার-আচরণের ভিত্তিতে আমরা তাদেরকে বিচার করে থাকি।”ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর বিন হামাদ বিন হামুদ আল বুসাঈদির সঙ্গে নিষেধাজ্ঞা প্রত্যাহার সংক্রান্ত আলোচনার সর্বশেষ পরিস্থিতি নিয়ে মতবিনিময়ের প্রতি ইঙ্গিত করে আব্দুল্লাহিয়ান বলেন, ইরান কেবল ওইসব পরিকল্পনাকেই গুরুত্ব দেবে যেগুলো ইরানি জাতির স্বার্থকে ভালোভাবে নিশ্চিত করবে, রেড লাইন মেনে চলবে এবং চূড়ান্তভাবে নিষেধাজ্ঞা প্রত্যাহার নিশ্চিত করবে ও সব পক্ষকে তাদের প্রতিশ্রুতিতে ফিরিয়ে আনবে।” সূত্র: বিডি প্রতিদিন।

নাইজার থেকে রাষ্ট্রদূত ও সেনা প্রত্যাহারের ঘোষণা ফ্রান্সের
অঞ্চলটিতে দীর্ঘদিন জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইয়ে সেনা মোতায়েন রেখেছিল ফ্রান্স

আফ্রিকার দেশ নাইজার থেকে রাষ্ট্রদূত প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। একই সঙ্গে তিনি জানান, নাইজার থেকে ফরাসি সেনাদের প্রত্যাহারও করা হবে। এটা কয়েক মাসের মধ্যেই করা হবে। নাইজারের সেনা নেতৃত্ব ফ্রান্সের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। রবিবার বিবৃতিতে বলা হয়েছে, ‘এই রবিবার আমরা নাইজারের সার্বভৌমত্বের একটি নতুন পদক্ষেপ উদযাপন করছি।’ ফরাসি টেলিভিশনকে রবিবার দেওয়া সাক্ষাৎকারে ম্যাক্রোঁ বলেন, ‘রাষ্ট্রদূত প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স। পরবর্তী কয়েক ঘণ্টার মধ্যে আমাদের রাষ্ট্রদূত ও কয়েকজন কূটনীতিক দেশে ফিরে আসবেন।’ তবে কীভাবে তাঁদের ফিরিয়ে আনা হচ্ছে, সে ব্যাপারে বিস্তারিত উল্লেখ করেননি ম্যাক্রোঁ। ফরাসি প্রেসিডেন্ট আরও বলেন, নাইজারকে সামরিক সহায়তা দেওয়ার ক্ষেত্রেও সমাপ্তি টানা হচ্ছে। গত জুলাইয়ে অভ্যুত্থানের পর আন্দোলনের মুখে অনেকটা চাপে পড়ে রাষ্ট্রদূত ও সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন ফরাসি প্রেসিডেন্ট। তিনি বলেন, ফ্রান্স তার রাষ্ট্রদূত প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। অবিলম্বে আমাদের রাষ্ট্রদূত ও কয়েকজন কূটনীতিক দেশে ফিরে আসবেন। সেনারা বছরের শেষ নাগাদ প্রত্যাহার হবে। অঞ্চলটিতে দীর্ঘদিন জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইয়ে সহযোগিতা ও সেনা মোতায়েন রেখেছিল ফ্রান্স। কিন্তু স্থানীয় অনেকেই চান সাবেক উপনিবেশিক শাসকরা তাদের দেশে হস্তক্ষেপ বন্ধ করুক। সূত্র: বিডি প্রতিদিন।

কাকারের ইঙ্গিতপূর্ণ মন্তব্য
ইমরানবিহীন নির্বাচনের জল্পনা বাড়ল

কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ছাড়াও পাকিস্তানে জাতীয় নির্বাচন আয়োজন করা সম্ভব। দেশটির তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকার এই মন্তব্য করেছেন। তাঁর এমন বক্তব্যের পর বিক্ষোভ করেছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের নেতাকর্মীরা। কাকারের মন্তব্যের জেরে ইমরানবিহীন নির্বাচন হওয়ার জল্পনা জোরদার হয়েছে।প্রভাবশালী সেনাবাহিনী ও রাজনৈতিক প্রতিপক্ষের বিরোধিতার কারণে এরই মধ্যে ইমরানের রাজনৈতিক ভবিষ্যৎ খুবই অনিশ্চিত বলে মনে করা হচ্ছিল। তোশাখানা মামলায় তিন বছরের কারাদণ্ডাদেশ পেয়ে ইমরান খান বর্তমানে কারাগারে বন্দি রয়েছেন। ইসলামাবাদ হাইকোর্ট ওই মামলায় সাজা স্থগিত করলেও গোপন নথির আরেকটি মামলায় তাঁর বিচার চলছে। সূত্র: কালের কণ্ঠ

ভিসা ছাড়াই যুক্তরাষ্ট্র ভ্রমণ করতে পারবে ইসরায়েলিরা

ভিসা ছাড়াই ইসরায়েলিদের যুক্তরাষ্ট্র ভ্রমণের সুযোগ দেবে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। ফিলিস্তিনি ও আরব বংশোদ্ভূত মার্কিন নাগরিকদের প্রতি ইসরায়েলের বিরূপ আচরণের অভিযোগ থাকার পরও ইসরায়েলিদের জন্য এই সুযোগ দিতে যাচ্ছে বাইডেন প্রশাসন। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন এক টুইটে বিষয়টি নিশ্চিত করেছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানিয়েছেন।
গতকাল সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) শেয়ার করা এক টুইটে ভিসা ছাড়াই যুক্তরাষ্ট্রে ইসরায়েলিদের ভ্রমণের বিষয়ে এলি কোহেন বলেন, ‘আমাদের যেমনটা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, আগামী নভেম্বর থেকে ইসরায়েলিরা এই সুযোগ পাবে।’ সূত্র: আজকের পত্রিকা।

কৃষ্ণসাগরে কমান্ডারসহ ৩৪ রুশ কর্মকর্তা নিহত, দাবি ইউক্রেনের

সেভাস্তোপোলে রাশিয়ার কৃষ্ণসাগর নৌবহরের সদর দপ্তরের কমান্ডারকে হত্যার দাবি করেছে ইউক্রেন। দেশটির স্পেশাল অপারেশনস ফোর্সেস তাদের হালনাগাদ তথ্যে জানিয়েছে, গত শুক্রবার ক্ষেপণাস্ত্র হামলায় ভিকটর সোকোলোভসহ ৩৪ জন রুশ কর্মকর্তা নিহত হয়েছে। আজ মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সিএনএনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গতকাল সোমবার ইউক্রেনের পক্ষ থেকে জানানো হয়, কৃষ্ণসাগর নৌবহরের সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলায় ৩৪ জন কর্মকর্তা নিহত হয়েছে। এদের মধ্যে কৃষ্ণসাগর নৌবহরের কমান্ডারও আছেন। এছাড়া হামলায় আহত হয়েছে শতাধিক রুশ সেনা। সূত্র: ইত্তেফাক

ক্ষেপণাস্ত্র হামলায় ৩৪ রুশ কর্মকর্তা নিহতের দাবি ইউক্রেনের

কৃষ্ণসাগরসংলগ্ন ক্রিমিয়া উপদ্বীপে রাশিয়ার নৌবাহিনীর কার্যালয়ে গত সপ্তাহে চালানো হামলায় রুশ সামরিক বাহিনীর কৃষ্ণসাগর বহরের শীর্ষ কমান্ডারসহ ৩৪ কর্মকর্তা নিহত হয়েছেন। এমনটাই দাবি করেছে ইউক্রেনের সামরিক বাহিনী। খবর রয়টার্সের। মস্কোর দখলে থাকা ক্রিমিয়ার সেভাস্তোপোলে নৌবহরের সদর দফতরে ওই হামলা চালানো হয়। তবে অ্যাডমিরাল ভিক্টর সোকোলোভের মৃত্যুর বিষয়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। তিনি ছিলেন ব্ল্যাক সি ফ্লিটের কমান্ডার এবং রাশিয়ার একজন অন্যতম শীর্ষ নৌ-কর্মকর্তা। মস্কোর দখলে থাকা ক্রিমিয়ায় সাম্প্রতিক সময়ে হামলা বাড়িয়েছে ইউক্রেন। তবে এসব হামলা মোকাবিলায় মস্কোও অতিরিক্ত ব্যবস্থা নিচ্ছিল। এটি দুপক্ষের জন্যই একটি গুরুত্বপূর্ণ অঞ্চল। ওই অঞ্চল থেকেই গত ১৯ মাস ধরেই ইউক্রেনের ওপর বিভিন্ন সময়ে বিমান হামলা চালিয়ে আসছে রাশিয়া। যদি ওই অঞ্চলে শীর্ষ কমান্ডার সোকোলোভের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায় তবে এটা হবে ক্রিমিয়ায় ইউক্রেনীয় বাহিনীর সবচেয়ে উল্লেখযোগ্য হামলাগুলোর একটি। ২০১৪ সালে ইউক্রেনের কাছ থেকে ওই অঞ্চল দখল করে নেয় মস্কো। সূত্র: দেশ রুপান্তর

নাগোর্নো-কারাবাখ ছাড়ছে হাজার হাজার জাতিগত আর্মেনীয়

গত সপ্তাহে বিতর্কিত নাগোর্নো-কারাবাখ এলাকা আজারবাইজানের দখলে যাওয়ার পর থেকে হাজার হাজার জাতিগত আর্মেনিয়ানরা ওই এলাকা ছাড়তে যেতে শুরু করেছে। এ পর্যন্ত সাড়ে ছয় হাজারের মতো বাসিন্দা ওই ছিটমহলটি ছেড়ে আর্মেনিয়ায় পাড়ি জমিয়েছে। এলাকাটিতে এক লাখ বিশ হাজার জাতিগত আর্মেনিয়ানের বাস ছিল।আর্মেনিয়ার সরকার যুদ্ধের কারণে বাস্তুহারা মানুষকে স্থানান্তরের পরিকল্পনা ঘোষণা করার পর থেকেই তারা এলাকা ছাড়তে শুরু করে।আর্মেনিয়ার প্রধানমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে, ওই এলাকায় ‘জাতিগত নিধন’ চলছে। সূত্র: বিবিসি বাংলা।