এক টাকা করে বিনিয়োগকারীদের লভ্যাংশ দেবে ই-জেনারেশন

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১:১৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০২৩

শেয়ারবাজারে তালিকাভুক্ত ইজেনারেশন লিমিটেড সমাপ্ত হিসাববছরের (৩০ জুন, ২০২৩) বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য বিনিয়োগকারীদের ১০ শতাংশ হারে নগদ লভ্যাংশ দেবে।

সম্প্রতি জুলাই ২০২২ থেকে জুন ২০২৩ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পর্ষদ। এর ফলে কোম্পানির ৪ কোটি ৬৬ লাখ ৭২ হাজার ১৯৭টি শেয়ারের বিপরীতে সাধারণ শেয়ারহোল্ডরদের ৪ কোটি ৬৬ লাখ ৭২ হাজার ১৯৭ টাকা মুনাফা দেবে। এই সময়ে কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের জন্য কোনো লভ্যাংশ দেবে না।

সূত্র মতে, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ১ টাকা ৪৫ হয়েছে। আগের বছর ইপিএস ছিল ১ টাকা ৪৩ পয়সা। গত ৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ২২ টাকা ৫০ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৮ নভেম্বর।

২০২১ সালে আইটি খাতের তালিকাভুক্ত কোম্পানিটির শেয়ার মঙ্গলবার সর্বশেষ লেনদেন হয়েছে ৪৫ টাকা ২০পয়সাতে।

Nagad