নির্বাচনে বাধা দিলে বিএনপি-জামায়াতকে প্রতিহত করা হবে : হানিফ

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৫:৩২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০২৩

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ-বলেছেন, নির্বাচনে বাধা দিতে এলে বিএনপি-জামায়াতকে রাজপথে প্রতিহত করা হবে।

তিনি বলেন, আওয়ামী লীগকে এসব হুমকি দিয়ে লাভ নেই। আওয়ামী লীগ এসব নিষেধাজ্ঞার পরোয়া করে না। জাতীয় নির্বাচনে যারা বাধা দেবে রাজপথেই তাদের মোকাবেলা করা হবে।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে আয়োজিত আলোচনায় অংশ নিয়ে এ দাবি করেন তিনি।

যুক্তরাষ্ট্রের প্রতিটি নিষেধাজ্ঞার জন্য বিএনপি দায়ী বলে দাবি করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

বিএনপি-জামায়াত বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায় মন্তব্য করে এই আওয়ামী লীগ নেতা বলেন, ‘আমরা লড়াই-সংগ্রাম করে আজ এ পর্যন্ত এসেছি। ভিসা নীতি নিয়ে আওয়ামী লীগ কোনো পরোয়া করে না। আগামীতে জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী যথাসময়ে অনুষ্ঠিত হবে। আর সেই নির্বাচন যদি কেউ বাধাগ্রস্ত করতে আসে, তাহলে তাদের রাজপথে প্রতিহত করব। আমরা শেখ হাসিনা ও বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের ব্যাপারে আপোসহীন।’

দলটির আরেক যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, এর আগেও বিএনপি ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে কিছু করতে পারে নাই। এবারও দলটি সরকার পতনে কিছুই করতে পারবে না।

Nagad

আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংসদ উপনেতা ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম, কর্নেল (অব.) ফারুক খান, ড. আব্দুর রাজ্জাক, শাজাহান খান, কামরুল ইসলাম, মোস্তফা জালাল মহিউদ্দিন, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, ইঞ্জি. মোশাররফ হোসেন, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ও শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি।