আজকের দিনের জাতীয় পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:২৬ পূর্বাহ্ণ, অক্টোবর ১০, ২০২৩

স্তন ক্যানসার সচেতনতা দিবস
চিকিৎসা ব্যয়ের ভারে বিপর্যস্ত রোগীরা
চিকিৎসকেরা বলছেন, প্রাথমিক অবস্থায় নির্ণয় করা গেলে ৯০ শতাংশ রোগীর সুস্থ হওয়া সম্ভব।

হাসপাতালের জরুরি বিভাগের চেয়ারে হেলান দিয়ে বসে ছিলেন রোকসানা (৩১)। চোখেমুখে অসুস্থতার ছাপ তীব্র। এই প্রতিবেদক কথা বলার জন্য পাশে বসলে জানালেন, তিন মাস আগে তাঁর ডান স্তনে ক্যানসার ও গর্ভাশয়ে টিউমার শনাক্ত হয়। রোববার রাজধানীর মহাখালীতে জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে কথা হয় রোকসানার সঙ্গে। ওই দিন কেমোথেরাপির জন্য সময় নিতে এসে পাননি। রোকসানা বললেন, যত দেরিই হোক, সরকারি হাসপাতালেই তাঁকে থেরাপি নিতে হবে। ‘খালি টেস্ট, খালি টেস্ট’, খরচ কুলাতে পারছেন না তিনি।একই হাসপাতালের রেডিয়েশন অনকোলজি বিভাগের সামনে দাঁড়িয়ে কথা হয় কুড়িগ্রামের মোসাম্মৎ রাবেয়ার (৪২) সঙ্গে। এক মাসের মধ্যে তাঁর রেডিওথেরাপি শুরুর প্রয়োজন থাকলেও সিরিয়াল পেতে তিন মাস লেগে গেছে। তিনি বিভিন্ন অফিসে ঘুরে দুই লাখ টাকা সাহায্য তুলে চিকিৎসার খরচ চালাচ্ছেন। একাই তাঁকে চিকিৎসার জন্য ছুটতে হয়। এই প্রতিবেদকের সঙ্গে যতক্ষণ কথা বলছিলেন, ততক্ষণ কাঁদছিলেন তিনি। সূত্র: প্রথম আলো

জনপ্রতিনিধিদের সুযোগ-সুবিধা কমছে

নগর ও ইউনিয়ন পর্যায়ে জনপ্রতিনিধিদের কিছু সুযোগ-সুবিধা কমছে। সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলররা আগে বছরে ছুটি পেতেন তিন মাস, এখন পাবেন এক মাস। ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সদস্যরা ভাতা পাবেন শুধু দায়িত্ব পালনকালে। পৌরসভা ও জেলা পরিষদের মতো মেয়াদোত্তীর্ণ ইউপিতে প্রশাসক বসানো যাবে। এমন বিধান রেখে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) ও স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) সংশোধনী আইন-২০২৩-এর চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার। গতকাল সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এসব আইনের অনুমোদন দেওয়া হয়।বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান মন্ত্রিপরিষদসচিব মাহবুব হোসেন। সূত্র: কালের কণ্ঠ

সমঝোতার সুযোগ নিয়ে জিজ্ঞাসা
♦ মার্কিন প্রাক-পর্যবেক্ষকদের টানা বৈঠক ♦ পথ খোলা রাখেনি বিএনপি : আওয়ামী লীগ ♦ নির্বাচনব্যবস্থা প্রশ্নবিদ্ধ : বিএনপি ♦ অনিশ্চয়তা আছেই : জাতীয় পার্টি

দিনভর দেশের প্রধান তিন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল। দিনের শুরুতে দেড় ঘণ্টা বৈঠক হয়েছে বিএনপির সঙ্গে। দুপুরে তিন ঘণ্টা আলোচনা হয়েছে আওয়ামী লীগের সঙ্গে। বিকালে এক ঘণ্টা বৈঠক হয় জাতীয় পার্টির সঙ্গে। এসব বৈঠকে আলোচনায় মার্কিন প্রাক-নির্বাচনী পর্যবেক্ষকরা জানতে চেয়েছেন নির্বাচন নিয়ে দ্বিমুখী অবস্থানে থাকা দলগুলোর মধ্যে রাজনৈতিক সমঝোতার কোনো সুযোগ আছে কি না। দলগুলোর কাছে মার্কিন দলটি জানতে চেয়েছে বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূল নির্বাচন সম্ভব কি না এবং এমন একটি নির্বাচন আয়োজনে কী কী করা যেতে পারে। জানা যায়, যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) ও ন্যাশনাল ডেমোক্র্যাটিক ইনস্টিটিউট (এনডিআই)-এর যৌথ প্রাক-নির্বাচন মূল্যায়ন মিশন গতকাল সকালে ঢাকার ওয়েস্টিন হোটেলে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে প্রাতরাশ বৈঠকের মাধ্যমে দিনের শুরু করেন। মার্কিন রাষ্ট্রদূত ও দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে ঘণ্টাব্যাপী এই বৈঠকে প্রতিনিধি দলের কো-চেয়ার স্টেট ফর সাউথ এশিয়ান অ্যাফেয়ার্সের সাবেক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কার্ল এফ ইনডারফুর্থ এবং ইউএসএআইডি অ্যাডমিনিস্ট্রেটরের সাবেক ডেপুটি বনি গ্লিক ছাড়াও প্রতিনিধিদের সদস্য মালয়েশিয়ার সাবেক হাউস অব রিপ্রেজেন্টেটিভস সদস্য মারিয়া চিন আবদুল্লাহ, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাবেক সহযোগী কাউন্সেল জামিল জাফর, এশিয়া-প্যাসিফিকের এনডিআই রিজিওনাল ডিরেক্টর মনপ্রীত সিং আনন্দ ও এশিয়া-প্যাসিফিক অঞ্চলে আইআরআইয়ের সিনিয়র ডিরেক্টর জোহানা কাও উপস্থিত ছিলেন। সূত্র: বিডি প্রতিদিন।

Nagad

নন-ব্যাংক খাতে লুটপাটের প্রভাব
আর্থিক প্রতিষ্ঠানের সব সূচকে বড় ধাক্কা

দেশের নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলোয় নজিরবিহীন লুটপাটের প্রভাব বেরিয়ে আসতে শুরু করেছে। সার্বিকভাবে আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রায় সব ধরনের সূচকে বড় ধরনের ধাক্কা লেগেছে। এগুলো নিম্নমুখী হওয়ায় প্রতিষ্ঠানগুলোর দুর্বলতা এখন প্রকট হয়ে উঠেছে। বিনিয়োগের বিপরীতে আয় কমেছে, বেড়েছে ব্যয়। ফলে প্রতিষ্ঠানগুলো লোকসানে পড়েছে। এর মধ্যে বড় ধরনের লোকসান হয়েছে গত বছর। আর খেলাপি ঋণ ও প্রভিশন ঘাটতি বাড়ায় মূলধন কমেছে। পাশাপাশি আস্থাহীনতায় সার্বিকভাবে কমে গেছে আমানত। এক্ষেত্রে ছোট গ্রাহকদের আমানত তুলে নেওয়ার প্রবণতা বেশি। তবে বড় ও প্রাতিষ্ঠানিক গ্রাহকদের আমানত বেড়েছে। নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলোর সার্বিক পরিস্থিতির ওপর বাংলাদেশ ব্যাংকের তৈরি হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে। সূত্র জানায়, দেশে ৩৫টি আর্থিক প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে ৬টির অবস্থা খুবই খারাপ। এগুলোর খেলাপি ঋণ ৯০ শতাংশের কাছাকাছি। এর মধ্যে চারটি প্রতিষ্ঠান গ্রাহকদের আমানতের টাকা ফেরত দিতে পারছে না। ফলে আমানতকারীদের আস্থায় চিড় ধরেছে। এতে ছোট আমানতকারীরা টাকা তুলে নিচ্ছে। এক বছরে প্রায় ১ লাখ ১১ হাজার ছোট আমানতকারী আর্থিক প্রতিষ্ঠান ছেড়েছেন। তবে কোটিপতি আমানতকারী বেড়েছে ৪৬২ জন। তাদের কারণে আমানতের পালে কিছুটা হাওয়া লেগেছে। তবে বড় আমানতে ঝুঁকি বেশি। কারণ, একসঙ্গে একাধিক আমানতকারী অর্থ তুলে নিলে আমনত কমে যাওয়ার আশঙ্কা থাকে। তবে কয়েকটি প্রতিষ্ঠান বেশ ভালো চলছে। বাজারে তাদের সুনামও রয়েছে। কিন্তু বেশির ভাগের অবস্থাই খারাপ। ৬টি প্রতিষ্ঠান থেকে প্রায় ৭ হাজার কোটি টাকা লুট করা হয়েছে। এর মধ্যে পরিচালকরাই নিয়েছেন সাড়ে ৫ হাজার কোটি টাকা। লুটপাটের কারণে ওইসব অর্থ ফিরে আসছে না। ফলে খেলাপি ঋণ বাড়ছে। সূত্র: যুগান্তর

টাকার সংকটে ধার করে চলছে অনেক ব্যাংক

ডলার সংকটের এ সময়ে টাকার টানাটানিতে পড়েছে ব্যাংক খাত। সংকট কাটাতে নিয়মিত ধার করে চলছে অনেক ব্যাংক। এত ধারের পরও এক সময় ভালো অবস্থানে থাকা কয়েকটি ব্যাংক এখন নিয়মিতভাবে কেন্দ্রীয় ব্যাংকে বিধিবদ্ধ নগদ জমা (সিআরআর) রাখতে ব্যর্থ হচ্ছে বলে জানা গেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত রোববার সপ্তাহের প্রথম দিন কয়েকটি ব্যাংক ২০ হাজার ৮৫২ কোটি টাকা ধার করেছে। এর মধ্যে কেন্দ্রীয় ব্যাংক দেয় ১৪ হাজার ১৫ কোটি টাকা। কলমানিসহ আন্তঃব্যাংক থেকে নেওয়া হয় ৬ হাজার ৮৩৭ কোটি টাকা। আন্তঃব্যাংক লেনদেনে সুদহার বেড়ে ৯ দশমিক ৭৫ শতাংশে ওঠে। এর আগের রোববার ব্যাংকগুলোর ধারের পরিমাণ ছিল ২২ হাজার ১১ কোটি টাকা। এর মধ্যে কেন্দ্রীয় ব্যাংক দেয় ১৫ হাজার ৭৪৬ কোটি এবং আন্তঃব্যাংক থেকে ৬ হাজার ২৯৫ কোটি টাকা নেওয়া হয়। ওই দিন সর্বোচ্চ সুদ ছিল ৯ শতাংশ। এভাবে প্রায় প্রতিদিনই বড় অঙ্কের ধার করছে ব্যাংকগুলো। এরপরও শরিয়াহভিত্তিক ৫টিসহ আরও কয়েকটি ব্যাংক অনেক দিন ধরে কেন্দ্রীয় ব্যাংকে সিআরআর সংরক্ষণে ব্যর্থ হচ্ছে। সূত্র: সমকাল

গাজীপুর-৪: এমপি হতে তাজ পরিবারে লড়াই

গাজীপুর-৪ আসনের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে তাজ পরিবারের (তাজউদ্দীন আহমদ) মধ্যে সব শেষ প্রতিযোগিতা হয়েছিল ২০০১ সালে। তাজউদ্দীনের ভাই আফসার উদ্দিন আহমদ ও ছেলে তানজিম আহমদ সোহেল তাজের মনোনয়ন পাওয়ার চেষ্টা তখন স্থানীয়দের কাছে ‘চাচা-ভাতিজার লড়াই’ হিসেবে পরিচিতি পায়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও আবার তাজ পরিবারে মনোনয়ন পাওয়ার ‘লড়াই’ শুরু হয়েছে। স্থানীয় আওয়ামী লীগের একাধিক সূত্র বলেছে, আসন্ন নির্বাচনে বর্তমান সংসদ সদস্য (এমপি) আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সিমিন হোসেন রিমি ও তাঁর ফুফাতো ভাই কেন্দ্রীয় কৃষক লীগের উপদেষ্টা আলম আহমদ আলোচনায় আছেন। তিনি তাজউদ্দীন আহমদের ছোট বোন মরিয়ম হেলালের ছেলে। আলম ও রিমি উভয়েই এলাকায় পৃথক কর্মসূচি পালন এবং গণসংযোগ করে নিজেদের উপস্থিতি জানান দিচ্ছেন। সোহেল তাজের প্রার্থী হওয়ার গুঞ্জন থাকলেও তিনি তা নাকচ করে দিয়েছেন। সূত্র: আজকের পত্রিকা ।

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস আজ
চিকিৎসার বাইরে ৯২ শতাংশ মানসিক রোগী
বিশ্বব্যাপী ২০ শতাংশ শিশু ও কিশোর-কিশোরী মানসিক সমস্যায় ভুগছে
সঠিক সময়ে চিকিৎসা নিলে ৩০ শতাংশ রোগী সুস্থ হয়

মানসিক রোগ সম্বন্ধে অজ্ঞতা, ভ্রান্ত ধারণা, ভীতি, লোক লজ্জা ও বিভিন্ন কুসংস্কারের কারণে মানুষ মানসিক রোগের বৈজ্ঞানিক চিকিৎসার পরিবর্তে অপ্রচলিত অবৈজ্ঞানিক চিকিৎসা গ্রহণ করছে। ফলে মানসিক রোগ নিরসনের পরিবর্তে আরও মারাত্মক আকার ধারণ করে। সম্প্রতি এক গবেষণার তথ্যমতে, দেশের প্রায় ১৮ দশমিক ৭ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ ও ১২ দশমিক ৬ শতাংশ শিশু-কিশোর মানসিক রোগে ভুগছে। আক্রান্ত ব্যক্তিদের প্রায় ৯২ ভাগ কোনো ধরনের চিকিৎসাসেবা বঞ্চিত। অথচ আধুনিক চিকিৎসার মাধ্যমে মানসিক রোগ সম্পূর্ণ নিরাময় সম্ভব। সঠিক সময়ে চিকিৎসা নিলে ২৫ থেকে ৩০ শতাংশ মানসিক রোগী সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যায় বলে জানিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। সূত্র: ইত্তেফাক

পদ্মার রেলে বাসের চেয়েও বেশি ভাড়া!

পদ্মা সেতু হয়ে ঢাকা থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত নতুন রেলপথ আজ মঙ্গলবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দিনক্ষণ ঠিক না হলেও নভেম্বর থেকে এই রুটে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হবে। এ অবস্থায় প্রকল্পে ট্রেনের ভাড়া নিয়ে শুরু হয়েছে নানা সমালোচনা। জানা গেছে, পদ্মা সেতুর প্রতি কিলোমিটারকে ২৫ কিলোমিটার এবং উড়াল পথের জন্য বাড়তি দূরত্ব ধরায় অতিরিক্ত ভাড়া গুনতে হবে যাত্রীদের। এতে পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে, ঢাকা থেকে ফরিদপুর পর্যন্ত ট্রেনের ভাড়া বাসের চেয়েও বেশি।সেপ্টেম্বর পর্যন্ত পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের প্রতিবেদনে বলা হয়েছে, মাওয়া-ভাঙ্গা অগ্রাধিকার অংশের অগ্রগতি হয়েছে ৯৭.৫০ শতাংশ।ঢাকা-মাওয়া অংশের অগ্রগতি ৮৩ শতাংশ। ভাঙ্গা-যশোর সেকশনের অগ্রগতি ৮৩ শতাংশ। ঢাকা-যশোর সেকশনে নির্মাণকাজের অগ্রগতি ৮৩ শতাংশ। প্রকল্পের সার্বিক ভৌত অগ্রগতি ৮৩ শতাংশ। ২০টি স্টেশনের মধ্যে সমাপ্ত হয়েছে তিনটি। প্রকল্প অনুযায়ী, শত কোচ সংগ্রহের কাজ শেষ হয়েছে। সূত্র: কালবেলা।

রিজার্ভ পতনের সঙ্গে শ্রীলঙ্কার মিল রয়েছে – অধ্যাপক রেহমান সোবহান

রিজার্ভ পতনের সঙ্গে শ্রীলঙ্কার মিল রয়েছে – বাংলাদেশের সুপরিচিত অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহানের বক্তব্য দিয়ে এই খবরটি প্রকাশ করেছে দৈনিক সমকাল। রেহমান সোবহান বলেছেন, এখন প্রকৃত রিজার্ভ ১৮ বিলিয় ডলারে নেমেছে। রিজার্ভের ধারাবাহিক পতন নিয়ন্ত্রণ করা না গেলে দেশের অর্থনীতি বড় ধরনের নাজুক পরিস্থিতিতে পড়বে। এ ক্ষেত্রে শ্রীলঙ্কার মত পরিস্থিতি তৈরি হতে পারে। তখন আন্তর্জাতিক মুদ্রা তহবিল থেকে ঋণ সহায়তা পাওয়া কঠিন হয়ে যাবে। সূত্র: বিবিসি বাংলা।

পদ্মায় এবার ট্রেন: জেনে নিন রেল সংযোগের খুঁটিনাটি
দ্বিতল এ সেতুর নিচ তলা দিয়ে দেশের দক্ষিণ পশ্চিমে যশোর পর্যন্ত যাচ্ছে রেল।

প্রমত্তা পদ্মার বুকের ওপর সেতু নির্মাণ করে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সঙ্গে সড়ক যোগাযোগের প্রথম উদ্যোগ নেওয়া হয় দুই যুগেরও বেশি সময় আগে। দীর্ঘ এ সময়ে আর্থিক সংকট, দুর্নীতির মিথ্যা অভিযোগসহ বন্ধুর পথ পাড়ি দিয়ে ২০২২ সালের ২৫ জুন পদ্মা সেতুর ওপর দিয়ে গাড়ি চলাচল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন সবার জন্য খুলে যায় দক্ষিণের এ দুয়ার; শুরু হয় এক স্বপ্নযাত্রার। দ্বিতল এ সেতুর নিচ তলা দিয়ে দেশের দক্ষিণ পশ্চিমে যশোর পর্যন্ত যাচ্ছে রেল। মঙ্গলবার ঢাকা থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত ৮২ কিলোমিটারের রেলপথ উদ্বোধন করা হচ্ছে। আগামী বছরের ডিসেম্বরের মধ্যে ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত আরও ৮৭ কিলোমিটার রেলপথ উদ্বোধন করা হবে। জেনে নেওয়া যাক এ প্রকল্পের খুঁটিনাটি। সূত্র: বিডি নিউজ