‘আ. লীগ সরকার ক্ষমতায় এসে মামলাজট কমানোর চেষ্টা করছে’

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৭:৩৯ অপরাহ্ণ, অক্টোবর ২১, ২০২৩

সংগৃহীত ছবি

আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী ব্যারিস্টার আনিসুল হক বলেছেন, বিএনপির শাসনামলে আইনের শাসনের ‘অ’-ও ছিল না। কোনো সরকারের আমলে মামলাজট নিরসনের চেষ্টা করা হয়নি। কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে মামলাজট কমানোর চেষ্টা করছে।

আজ শনিবার (২১ অক্টোবর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আইনজীবীদের মহাসমাবেশে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করে আনিসুল হক বলেন, আমি যখন এই প্রোগ্রামের কার্ড দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে গিয়েছি। তখন তিনি বলেছিলেন, আমার বাড়িতে আমাকেই কার্ড দিতে হবে? আমাদের অস্তিত্ব আপনার (প্রধানমন্ত্রী) অস্তিত্বের ওপর নির্ভর করে। কারণ, আপনি আইনের শাসন পরিচালনাকারী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কাজী নজীবউল্লাহ্ হিরু, আইন সচিব মো. গোলাম সারওয়ার, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মমতাজ উদ্দিন ফকির, সম্পাদক আবদুন নূর দুলাল প্রমুখ।