মাহমুদউল্লাহর সেঞ্চুরি, তারপরেও বড় হার বাংলাদেশের
সেমিফাইনাল খেলার স্বপ্ন নিয়ে ভারতের মাটিতে পা রেখেছিল টাইগারবাহিনী। প্রথম ম্যাচে আফগানিস্তানের সঙ্গে জিতে ভালো কিছুর ইঙ্গিতও দিয়েছিল। কিন্তু পরবর্তী চার ম্যাচে যেন নিজেদের ছায়া হয়েই থাকতে হলো বাংলাদেশকে।
দক্ষিণ আফ্রিকার মতো দলের সঙ্গে আর পেরে উঠলো না বাংলাদেশ। কেবল মাহমুদউল্লাহ একাই লড়ে গেলেন। স্রোতের বিপরীতে দাঁড়িয়ে তুলে নিয়েছেন সেঞ্চুরি। কিন্তু তার সেঞ্চুরি ছাপিয়ে বড় জয় মাঠ ছাড়ে দক্ষিণ আফ্রিকা।


দক্ষিণ আফ্রিকা : ৫০ ওভারে ৩৮২/৫ (ডি কক ১৭৪, হেনড্রিকস ১২, ডাসেন ১, মার্করাম ৬০, ক্লাসেন ৯০, মিলার ৩৪, মার্কো ১ ; সাকিব ৯-০-৬৯-১, মুস্তাফিজ ৯-০-৭৬-০, নাসুম ৫-০-২৭-০, শরিফুল ৯-০-৭৬-১, মিরাজ ৯-০-৪৪-১, মাহমুদউল্লাহ ৩-০-২০-০, হাসান ৬-০-৬৭-২)।
বাংলাদেশ : ৪৬.৪ ওভারে ২৩৩/১০ (তামিম ১২, লিটন ২২, শান্ত ০, লিটন ১, মুশফিক ৮, মাহমুদউল্লাহ ১১১, নাসুম ১৯, শরিফুল ৬, মুস্তাফিজ ১১, হাসান ১৫; মার্কো ৮-০-৩৯-২, উইলিয়ামস ৮.৪-১-৫৬-২, রাবাদা ১০-১-৪২-২, জেরাল্ড ১০-০-৬২-৩, কেশভ ১০-০-৩২-১)
ফল : ১৪৯ রানে জয়ী দক্ষিণ আফ্রিকা।