আজকের দিনের জাতীয় পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১২:২৩ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০২৩

পেটে ব্যথা, ছত্রাক সংক্রমণের কথা বলে কারাগারের বদলে তাঁরা হাসপাতালে

ফারমার্স ব্যাংকের আর্থিক অনিয়মে গ্রেপ্তার মাহবুবুল হক চিশতী, মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে গ্রেপ্তার জেড এম সালেহীন এবং ডেসটিনির অর্থ আত্মসাতের মামলায় দণ্ডিত ওমর ফারুকসহ অনেকে বর্তমানে কারাগারের বদলে হাসপাতালে আছেন। তাঁদের কারও ছত্রাক সংক্রমণ, কারও পেটে ব্যথা, কারও ডায়ালাইসিসের প্রয়োজনীয়তার কথা বলা হচ্ছে। হাসপাতালে থাকায় তাঁদের কারও কারও বিচার কার্যক্রম ব্যাহত হচ্ছে। এ নিয়ে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ দফায় দফায় হাসপাতাল কর্তৃপক্ষকে চিঠি দিচ্ছে। তারপরও হাসপাতালে থাকায় এই আসামিদের আদালতে হাজির করা যাচ্ছে না বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। তারা বলেছেন, হাসপাতালে আরাম–আয়েশে থাকা এবং বিচার কার্যক্রম ব্যাহত করতে অনেক আসামি কৌশল করে হাসপাতালে থাকার চেষ্টা করছেন। সূত্র: প্রথম আলো

হামুনের তাণ্ডব কক্সবাজারে
নিহত ৩ আশ্রয় কেন্দ্রে পৌনে ৩ লাখ মানুষ

ঘূর্ণিঝড় ‘হামুন’ চট্টগ্রাম-কক্সবাজার উপকূল অতিক্রম করেছে। ঘণ্টায় ৮০ কিলোমিটার গতির বাতাসের শক্তি নিয়ে গতকাল সন্ধ্যা ৬টার দিকে এটি চট্টগ্রাম-কক্সবাজার উপকূলে আঘাত হানে। পরের কয়েক ঘণ্টায় মূলত কক্সবাজারের ওপর এ ঝড়ের তান্ডব চলে। রাত ১০টার পর ঝড়ের শক্তি অনেকটা কমে যায়। পরে মিয়ানমারের দিকে চলে যায়। ঘূর্ণিঝড় হামুনের তান্ডবের মধ্যে কক্সবাজারে দেয়াল ও গাছচাপা পড়ে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাদের মধ্যে দুজনের নাম জানা যায়। তারা হলেন- আবদুল খালেক ও হারাধন। তবে জেলা প্রশাসক শাহীন ইমরান দুজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুজনের মধ্যে পৌর এলাকায় একজন দেয়ালচাপায় আর মহেশখালী উপজেলায় গাছচাপায় একজন মারা গেছে। ঘূর্ণিঝড় হামুনের প্রভাবে উপকূলের অনেক জায়গায় স্বাভাবিকের চেয়ে তিন থেকে পাঁচ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হয়। কক্সবাজার ও চট্টগ্রামের নিম্নাঞ্চল এতে প্লাবিত হয়েছে। শহরে গাছপালা, ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেঙে পড়েছে বিদ্যুতের খুঁটি, ক্ষতিগ্রস্ত হয়েছে সঞ্চালন লাইন। ঝড়ে গাছপালা ভেঙে পড়েছে। কক্সবাজার জেলা বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। গতকাল রাত সাড়ে ১২টা পর্যন্ত পৌনে ৩ লাখ মানুষ আশ্রয় কেন্দ্রে উঠেছেন। আবহাওয়া অফিস ধারণা দিয়েছিল, গতকাল মঙ্গলবার রাত ১০টা থেকে বুধবার সকাল ১০টার মধ্যে এ ঝড় উপকূল অতিক্রম করতে পারে। কিন্তু শেষ দিকে গতি বেড়ে যাওয়ায় হামুন উপকূলে আঘাত হানে সন্ধ্যা ৬টায়, গতিপথ কিছুটা বদলে এ ঝড় চট্টগ্রামের দক্ষিণ অংশ ও কক্সবাজারের ওপর দিয়ে উপকূল অতিক্রম করে। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ঘূর্ণিঝড়টি আরও উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে কুতুবদিয়ার কাছ দিয়ে চট্টগ্রাম-কক্সবাজার উপকূল অতিক্রম শেষ করতে পারে। ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত ছিল। প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটে সাগর বিক্ষুব্ধ রয়েছে। এদিকে ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতি কমাতে নানা দিকনির্দেশনা দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। গতকাল ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান সচিবালয়ে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) বাস্তবায়ন বোর্ডের জরুরি সভা শেষে ব্রিফিংয়ে বলেন, ‘এ ঘূর্ণিঝড় মোকাবিলাকে চ্যালেঞ্জ মনে করছি না। অন্যান্য ঘূর্ণিঝড়ের মতো এটিও মোকাবিলা করতে পারব।’ সূত্র: বিডি প্রতিদিন।

দেশজুড়ে উদ্বেগ উৎকণ্ঠা
ঢাকার চার প্রবেশমুখে থাকবে পাহারা

সংসদ নির্বাচন সামনে রেখে মুখোমুখি আওয়ামী লীগ ও বিএনপি। উত্তপ্ত রাজনীতি। উদ্যোগ নেই সংলাপের। দৃশ্যমান মধ্যস্থতাকারীও নেই। সরকার পতনের এক দফা দাবিতে ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ ডেকেছে বিএনপি। পাল্টা শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে আওয়ামী লীগ। উদ্ভূত পরিস্থিতিতে সংঘাত ও সহিংসতার শঙ্কা জনমনেবায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ২৮ অক্টোবর সমাবেশের পাশাপাশি রাজধানীর চার প্রবেশমুখে সকাল থেকেই পাহারা বসাবে আওয়ামী লীগ। সেই সঙ্গে ঢাকার ২০টি নির্বাচনী এলাকায় দিনভর সতর্ক অবস্থায় থাকবেন দলের স্থানীয় নেতাকর্মী। এসব কর্মসূচি গুছিয়ে আনতে আজ বুধবার বৈঠকে বসছেন মন্ত্রীসহ ঢাকার দুই মেয়র ও ১৭ এমপি। দলের কেন্দ্রীয় নেতারাও এ বৈঠকে উপস্থিত থাকবেন। সূত্র: সমকাল

Nagad

উন্নত সংকেতব্যবস্থা নেই ৬৯% স্টেশনে
২০১০ সালের ৮ ডিসেম্বর। ঘটনাস্থল নরসিংদী। চট্টগ্রাম থেকে আসছিল চট্টলা এক্সপ্রেস। বিপরীত দিক থেকে আসছিল মহানগর গোধূলি এক্সপ্রেস। মুখোমুখি সংঘর্ষে মহানগর ট্রেনের ওপর উঠে যায় চট্টলা। ওই দুর্ঘটনায় ১২ জনের মৃত্যু হয়।তদন্ত কমিটি জানায়, ভুল সংকেতের (সিগন্যাল) কারণেই ঘটেছিল ওই প্রাণঘাতী দুর্ঘটনা। চট্টলা এক্সপ্রেস মূল লাইন দিয়ে ঢাকায় যাওয়ার কথা ছিল।কিন্তু ভুল সংকেতের কারণে ট্রেনটি লোকাল লাইনে ঢুকে যায়। ওই লাইনে দাঁড়িয়ে ছিল মহানগর গোধূলি।গত ১৭ এপ্রিল কুমিল্লায় সোনার বাংলা এক্সপ্রেসকে একটি মালবাহী ট্রেন এসে ধাক্কা দেয়। ওই ঘটনায় কেউ মারা যায়নি। সূত্র: কালের কণ্ঠ

সংঘাতের পথে রাজনৈতিক পরিস্থিতি
সংলাপের উদ্যোগ নেই রাজপথেই ফয়সালা!
সরকারি দলকেই এগিয়ে আসতে হবে, আন্তরিকতা নিয়ে আলোচনায় বসলে সমাধান সম্ভব -ড. কামাল হোসেন

চলমান রাজনৈতিক সংকট সমাধানে আওয়ামী লীগ এবং বিএনপির ওপর সংলাপে বসার তাগিদ থাকলেও কার্যকর কোনো উদ্যোগ নেই। যার যার অবস্থানে অনড় থেকে রাজপথেই নিজেদের শক্তি পরীক্ষায় অবতীর্ণ হচ্ছে দল দুটি। এতে পরিস্থিতি সংঘাতময় হয়ে ওঠার আশঙ্কা দেখা দিয়েছে। মাঠের প্রধান বিরোধী দল বিএনপি বলছে, আলোচনার এজেন্ডা হতে হবে নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার নিয়ে। অন্যদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগ চাইছে, ভোটগ্রহণ সংবিধান অনুযায়ী নির্বাচিত দলীয় সরকারের অধীনেই হতে হবে। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আর ২ মাস যখন বাকি, তখন এই দুই বড় দলের মধ্যে বিদ্যমান অচলাবস্থা ভাঙার জন্য আবারও আলোচনায় বসার কথা সামনে এসেছে। কিন্তু এ ক্ষেত্রে কার্যকর উদ্যোগ নেই কোনো পক্ষ থেকেই। আওয়ামী লীগ ও বিএনপি সংলাপের পথ একেবারে বন্ধ, তা বলছে না। তবে তারা নিজেরা সংলাপের দায়িত্ব নিতে রাজি নয়। বরং ২৮ অক্টোবর রাজধানী ঢাকায় পালটাপালটি সমাবেশের মধ্য দিয়ে নিজেদের শক্তিমত্তার বিষয়টি জানান দিতে চায় দল দুটি। বিদ্যমান পরিস্থিতিতে সবার প্রশ্ন-তা হলে কী রাজপথেই ফয়সালা হবে।দিও চলমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণে অর্থবহ সংলাপই শেষ ভরসা বলে মনে করছেন রাজনৈতিক দল, সুশীল সমাজসহ দেশের বিশিষ্টজনরা। তাদের মতে, সব দলের অংশগ্রহণে আগামীতে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে আলোচনার টেবিলে বসা ছাড়া আর কোনো বিকল্প নেই। আর এ উদ্যোগ ক্ষমতাসীন দল আওয়ামী লীগের তরফ থেকেই নিতে হবে। এক্ষেত্রে ‘শর্ত’ জুড়ে দিলে এই সংলাপ দিনশেষে অর্থহীনই হবে। বাংলাদেশে একটি বিশ্বাসযোগ্য, অংশগ্রহণমূলক ও সহিংসতামুক্ত জাতীয় নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে রাজনৈতিক দলগুলোকে অর্থবহ সংলাপে বসতে বলেছে যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচনি পর্যবেক্ষক দলও। সূত্র: যুগান্তর

ওয়ার্ল্ড এক্সপো-ফিফা বিশ্বকাপ: সৌদিকে সমর্থন দেবে বাংলাদেশ

ওয়ার্ল্ড এক্সপো ২০৩০ এবং ২০৩৪ ফিফা বিশ্বকাপ আয়োজনের জন্য সৌদি আরবকে সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন আত্মবিশ্বাস ব্যক্ত করে বলেছেন, দেশটি উভয় ইভেন্টের আয়োজনে সফল হবে। সৌদি আরব ইতিমধ্যে বিশ্বের বৃহত্তম বাণিজ্যিক প্রদর্শনী এবং সবচেয়ে মর্যাদাপূর্ণ ফুটবল টুর্নামেন্ট আয়োজনে উল্লেখযোগ্য আন্তর্জাতিক সমর্থন নিশ্চিত করেছে।পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন আরব নিউজকে বলেছেন, বাংলাদেশ ওয়ার্ল্ড এক্সপো ২০৩০-এর জন্য সৌদি আরবকে সমর্থন দিয়েছে এবং ফিফা বিশ্বকাপের জন্যও সৌদি আরবের সঙ্গেই থাকবে।তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি সরকারকে জানিয়ে দিয়েছেন, আমরা তাদের সমর্থন করব। আমরা ২০৩০ সালে ইভেন্ট আয়োজনে তাদের সমর্থন করব। তারা ২০৩৪ সালের জন্য (সমর্থন) অনুরোধ করেছে। আমরা সেখানেও সৌদি আরবকে সমর্থন করার প্রতিশ্রুতি দিয়েছি। সূত্র: বাংলানিউজ

এমপি হবেন সংসদে বসা হবে না
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি রয়েছে মাত্র আড়াই মাস। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ও জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে ভোট হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এ সময়ে শূন্য হওয়া তিনটি আসনের উপনির্বাচন করতে চায় নির্বাচন কমিশন।নির্বাচন কমিশন (ইসি) বলছে, নির্বাচন নিয়ে আইনে কোনো বাধা না থাকলেও যারা সংসদ সদস্য হবেন তারা স্বল্প সময় পাবেন। ফলে সংসদীয় কোনো অধিবেশনে যোগ দিতে পারবেন না তারা। চলতি একাদশ সংসদ যাত্রা শুরু করেছিল ২০১৯ সালের ৩০ জানুয়ারি। গত ২২ অক্টোবর একাদশ সংসদের শেষ অধিবেশন শুরু হয়েছে। এটি ২ নভেম্বর পর্যন্ত চলবে। আগামী বছরের ২৯ জানুয়ারি এই সংসদের মেয়াদ পূর্ণ হবে। তার আগের ৯০ দিনের মধ্যে অর্থাৎ আগামী ১ নভেম্বর থেকে আগামী বছরের ২৯ জানুয়ারির মধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন করতে হবে। গত মাসের ৩০ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য (এমপি) আব্দুস সাত্তার ভূঞা এবং লক্ষ্মীপুর-৩ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামাল মৃত্যুবরণ করেন। ১ অক্টোবর সংসদ সচিবালয় থেকে আসন দুটি শূন্য ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী এই দুটি আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ ৫ নভেম্বর। সূত্র: দেশ রুপান্তর

৩০০ আসনে মনোনয়ন পেতে আগ্রহী ইসলামী আন্দোলনের ৯০০ জন

ইসলামী আন্দোলন বাংলাদেশ দলীয় সরকারের অধীনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে না। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগে সংসদ ভেঙে দেওয়া এবং নির্বাচনকালীন জাতীয় সরকার গঠনসহ ১৫ দফা দাবিতে দলটি আন্দোলন করছে। এসব দাবি ছাড়াও সংবিধান সংশোধন, ক্ষমতায় ভারসাম্য আনা, আনুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচনীব্যবস্থাসহ রাষ্ট্র সংস্কারের ১৯ দফা প্রস্তাব করেছে দলটি। দলের নেতারা বলছেন, জাতীয় সরকারের অধীনে নির্বাচন হলে তাঁরা অংশ নেবেন। সে লক্ষ্যে আন্দোলনের পাশাপাশি দলটি নির্বাচনের প্রস্তুতিও নিচ্ছে। দলীয় সূত্রে জানা গেছে, আসন্ন সংসদ নির্বাচন ঘিরে ইসলামী আন্দোলন ইতিমধ্যে প্রার্থী বাছাই শুরু করেছে। ৩০০ আসনে দলের প্রায় ৯০০ জন মনোনয়নপ্রত্যাশী নেতার সাক্ষাৎকার নেওয়া হয়েছে। বিভাগওয়ারি সাক্ষাৎকারের পর্ব শেষ হয়েছে।ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ আজকের পত্রিকাকে বলেন, জাতীয় সরকারের অধীনে নির্বাচন হলে ইসলামী আন্দোলন নির্বাচনে যাবে। তিনি আরও বলেন, ‘আমাদের সারা দেশে প্রার্থী বাছাই কার্যক্রম শেষ। এবার আমরা ৩০০ আসনেই প্রার্থী দেব।’ সূত্র: আজকের পত্রিকা।

সংঘাতের পথে রাজনৈতিক পরিস্থিতি, সংলাপের উদ্যোগ নেই রাজপথেই ফয়সালা

চলমান রাজনৈতিক সংকট নিয়ে যুগান্তরের প্রধান শিরোনাম, ‘সংঘাতের পথে রাজনৈতিক পরিস্থিতি, সংলাপের উদ্যোগ নেই রাজপথেই ফয়সালা!’। প্রতিবেদনে বলা হচ্ছে, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আর দুই মাস যখন বাকি। এ অবস্থায় আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে বিদ্যমান চলমান অচলাবস্থা ভাঙার জন্য সংলাপে বসার তাগিদ থাকলেও কার্যকর কোনো উদ্যোগ নেই।এর ফলে রাজপথেই নিজেদের শক্তি পরীক্ষায় অবতীর্ণ হচ্ছে দল দুটি। এতে পরিস্থিতি সংঘাতময় হয়ে ওঠার আশঙ্কা দেখা দিয়েছে।মাঠের প্রধান বিরোধী দল বিএনপি বলছে, আলোচনার এজেন্ডা হতে হবে নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার নিয়ে। অন্যদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগ চাইছে, ভোটগ্রহণ সংবিধান অনুযায়ী নির্বাচিত দলীয় সরকারের অধীনেই হতে হবে।আওয়ামী লীগ ও বিএনপি সংলাপের পথ একেবারে বন্ধ, তা বলছে না। তবে তারা নিজেরা সংলাপের দায়িত্ব নিতে রাজি নয়। কোনো পক্ষ থেকেই কার্যকর উদ্যোগ নেই। সূত্র: বিবিসি বাংলা।

ঘূর্ণিঝড় ‘হামুন’: ১৯ ঘণ্টা পর লঞ্চ চলাচল শুরু
ঘূর্ণিঝড়ের প্রভাব কমে যাওয়ায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) লঞ্চ চলাচলের অনুমতি দিয়েছে।

ঘূর্ণিঝড় ‘হামুন’ এর কারণে ১৯ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে দক্ষিণ জনপদের লঞ্চ চলাচল শুরু হয়েছে আবার। ঢাকা নদী বন্দরের যুগ্ম পরিচালক মুহাম্মদ সাইফুল ইসলাম বুধবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘূর্ণিঝড়ের প্রভাব কমে যাওয়ায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) লঞ্চ চলাচলের অনুমতি দিয়েছে। “উপকূলীয় জেলাগুলো ছাড়া বাকি সব জেলার নদী বন্দরে এখন এক নম্বর সংকেত রয়েছে। তাই সকাল ৯টা থেকে ঢাকা-চাঁদপুর রুটের লঞ্চ চলাচল শুরু হয়েছে। এছাড়া শরীয়তপুরের রুটেও লঞ্চ চলছে।”তিনি বলেন, হাতিয়া, বেতুয়া, রাঙাবালি, চর মন্তাজ রুটের লঞ্চ ঢাকা থেকে বিকালে ও সন্ধ্যায় ছেড়ে যায়। বুধবার নির্ধারিত সময়েই সেগুলো ছাড়বে।উপকূলীয় কয়েকটি জেলায় এখনো তিন নম্বর সংকেত রয়েছে। সংকেত কমে এলে ওইসব রুটেও লঞ্চ চলাচল শুরু হবে বলে জানান সাইফুল।তিনি বলেন, “বরিশাল রুটেও লঞ্চ চলাচলের সমস্যা নেই। ঢাকার সদরঘাট থেকে ওই রুটের লঞ্চ ছাড়ে বিকালে। তখনই লঞ্চ ছাড়বে।” সূত্র: বিডি নিউজ