ডেঙ্গুতে প্রাণ গেল আরও ১১ জনের, শনাক্ত ১৪৩১ জন

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:৩৭ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০২৩

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে পাঁচজন ঢাকার বাসিন্দা। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৪৩১ জন। এরমধ্যে ঢাকা সিটির ৩৬৫ জন এবং ঢাকা সিটির বাইরে এক হাজার ৬৬ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৬ হাজার ৭৯৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।

শুক্রবার (২৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ৬৪ হাজার ৬২ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২ লাখ ৫৫ হাজার ৯৪৭ জন। মারা গেছেন ১ হাজার ৩১৭ জন। এরমধ্যে ঢাকা সিটির ৭৯৮ জন এবং ঢাকা সিটির বাইরের ৫১৭ জন।

উল্লেখ্য, গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন। এরমধ্যে মারা গেছেন ২৮১ জন।