রাজধানীতে দুই বাসে আগুন
বিএনপি-জামায়াতের টানা ৪৮ ঘণ্টা অবরোধের প্রথমদিন রোববার (৫ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীতে পৃথক দুটি স্থানে দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাস্থলে গিয়ে দুই বাসেরই আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।
আজ রোববার (৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় আগুন লাগে। এর আগে বেলা ৩টা ৪২ মিনিটে মিরপুর বাংলা কলেজের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস চৈতালিতে আগুন লাগে। দুটি বাসেরই আগুন নির্বাপন হয়েছে। যদিও কীভাবে আগুন লেগেছে, তা এখনও জানে না ফায়ার সার্ভিস।


ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ভারপ্রাপ্ত মিডিয়া সেল কর্মকর্তা শাহজাহান শিকদার এসব তথ্য জানান। এক খুদে বার্তায় তিনি জানান, বাংলা মোটর মোড়ে বাসে আগুনের আগুনের তথ্য পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সেখানে পৌঁছে আগুন নির্বাপণ আনে।
এর আগে বেলা ৩টা ৪২ মিনিটে মিরপুর বাংলা কলেজের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চৈতালি বাসে আগুন ধরে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা তা নির্বাপণ করেন।
আগুন লাগার কারণ জানতে চাইলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, আগুন কীভাবে লেগেছে সে বিষয়ে তাদের কাছে এখনও কোনো তথ্য নেই।
গত ২৮ অক্টোবর রাজধানীতে বড় ধরনের সমাবেশ করে বিএনপি, জামায়াত ও আওয়ামী লীগ। সেদিন দুপুরের দিকে বিএনপির সমাবেশে আসা লোকজনের সঙ্গে কাকরাইল মোড়ের কাছে আওয়ামী লীগের সমাবেশগামী লোকজনের সংঘর্ষ শুরু হয়। পুলিশ সেখানে হস্তক্ষেপ করার পর এক পর্যায়ে প্রধান বিচারপতির বাসভবনে হামলা হয় এবং বেশকিছু গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। উপস্থিত সাংবাদিকদেরও ব্যাপক মারধর করা হয়। এরপর পুলিশ সাউন্ড গ্রেনেড ও উপুর্যুপরি টিয়ারশেল নিক্ষেপ করে বিএনপির সমাবেশ ভণ্ডুল করে দেয়। এর ফলে সংঘর্ষ চারদিকে ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে এক পুলিশ সদস্যকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়, পুলিশের বহু সদস্যকে পিটিয়ে আহত করা হয় এবং পুলিশ হাসপাতালে হামলা চালিয়ে কয়েকটি অ্যাম্বুলেন্সে আগুন লাগিয়ে দেওয়া হয়।
সমাবেশ বানচালের প্রতিবাদে পরদিন ২৯ অক্টোবর বিএনপি হরতাল পালন করে। হরতালের দিন সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তার করা হয়। তিনি এখন কারাগারে আছেন।
হরতালের পর একদিন বিরতি দিয়ে ৩১ অক্টোবর থেকে টানা ৩ দিনের অবরোধ কর্মসূচি দেয় বিএনপি-জামায়াত।