আজকের দিনের জাতীয় পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:৪৪ পূর্বাহ্ণ, নভেম্বর ৬, ২০২৩

আশুলিয়ায় ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম ১৬ নভেম্বর পর্যন্ত বন্ধ

ঢাকার সাভারের আশুলিয়ায় বেসরকারি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একাডেমিক কার্যক্রম ১৬ নভেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল রোববার রাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা দেয়। ক্যাম্পাস-সংলগ্ন চানগাঁও এলাকার বাসিন্দাদের পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে শিক্ষার্থী আহত হওয়ার ঘটনার জেরে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী আজ ৬ নভেম্বর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত শুধু আশুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।বিশ্ববিদ্যালয়টির জ্যেষ্ঠ সহকারী পরিচালক (জনসংযোগ) মো. আনোয়ার হাবীব প্রথম আলোকে বলেন, উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন সব একাডেমিক কার্যক্রম আগামী ১৬ নভেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে। সূত্র: প্রথম আলো

জিরো টলারেন্সে সরকার
মাঠে ২৭ প্লাটুন বিজিবি – র‌্যাবের ৩০০ টহল টিম

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে জিরো টলারেন্স নীতিতে সরকার। আন্দোলনের নামে জ্বালাও-পোড়াওয়ে নেতৃত্ব দেওয়া এবং অংশগ্রহণকারীদের গ্রেফতারে চলছে সাঁড়াশি অভিযান। সড়ক-মহাসড়কের যানবাহনসহ সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার জন্য চলছে সমন্বিত টহল। ইতোমধ্যে এ সংক্রান্ত বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে আইনপ্রয়োগকারী সংস্থাগুলোকে। গতকালও সড়কের নিরাপত্তা সংশ্লিষ্ট বিশেষ বৈঠক হয়েছে পুলিশ সদর দফতরে। সংশ্লিষ্টরা বলছেন, আইন প্রয়োগকারী সংস্থার সদস্যকে নৃশংসভাবে হত্যা এবং টার্গেট করে একের পর এক হামলা ও জ্বালাও-পোড়াওয়ের মতো জঘন্য ঘটনা এড়াতেই এমন সিদ্ধান্ত। অন্যদিকে রেল, সড়ক ও নৌপথে যোগাযোগ নির্বিঘ্ন রাখতে ‘অপারেশন সুরক্ষিত যাতায়াত’ শুরু করছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এ জন্য সারা দেশে ৬৫ হাজার আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগের মতো নাশকতামূলক ও সহিংস অপরাধের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং তা অব্যাহত থাকবে। দেশে স্বস্তিদায়ক পরিবেশ বজায় রাখা এবং যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে মালিক, শ্রমিক ও যাত্রী সাধারণকে নিয়ে জনমত গঠনের জন্য পরিবহন মালিক-শ্রমিক নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান। সূত্র: বিডি প্রতিদিন।

রাজনৈতিক অস্থিরতা শঙ্কা বাড়াচ্ছে অর্থনীতিতে

করোনা মহামারি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধসহ নানা কারণে দেশের অর্থনীতি যখন সংকটে, তখন রাজনৈতিক অস্থিরতায় দেখা দিয়েছে নতুন শঙ্কা। জাতীয় নির্বাচন ঘিরে বিরোধী দলগুলোর হরতাল ও অবরোধ কর্মসূচি এ সংকটকে করছে ঘনীভূত। রাজনীতির এমন অনিশ্চিত যাত্রা চলতে থাকলে অর্থনীতিতে আরও বড় ধাক্কা লাগতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দেশের অর্থনীতির এখনকার প্রধান দুই বিপদ– উচ্চ মূল্যস্ফীতি আর বৈদেশিক মুদ্রার রিজার্ভে পতন। ডলার সংকটে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ক্রমে সংকুচিত হচ্ছে। অসহনীয় পর্যায়ে এসে ঠেকেছে মূল্যস্ফীতি। বৈদেশিক বাণিজ্যের লেনদেনে রয়েছে ভারসাম্যের ঘাটতি। সর্বশেষ অক্টোবরে রপ্তানি কমেছে ১৪ শতাংশ। রেমিট্যান্স অক্টোবরে বাড়লেও এর আগের তিন মাসে কমেছে। শিল্পের কাঁচামাল এবং মূলধনি যন্ত্রপাতি আমদানি কমেছে, যা বিনিয়োগে ধীরগতির লক্ষণ। সর্বশেষ শ্রম জরিপে কর্মসংস্থান কমে যাওয়ার তথ্য রয়েছে। এ পরিস্থিতিতে রাজনৈতিক অস্থিতিশীলতায় সরবরাহ, উৎপাদন, আমদানি, রপ্তানিসহ অর্থনৈতিক কর্মকাণ্ড বিঘ্নিত হলে সংকট আরও বাড়বে। বিশিষ্ট অর্থনীতিবিদ এবং গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ড. আহসান এইচ. মনসুর সমকালকে বলেন, সংঘাতময় রাজনীতি অর্থনীতিকে বড় অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিচ্ছে। নির্বাচনের ব্যাপারে শান্তিপূর্ণ সমাধান না হওয়া পর্যন্ত এ পরিস্থিতি হয়তো চলতে থাকবে, যার অর্থনৈতিক ও সামাজিক পরিণাম হবে ভয়াবহ। তবে এখন পর্যন্ত রাজনীতিবিদদের মনোভাবে নমনীয়তার লক্ষণ নেই। কয়েক দিন ধরে যেভাবে উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে, তা দীর্ঘমেয়াদি হতে পারে। এতে মূল্যস্ফীতির চাপ, ডলার সংকট ও কর্মসংস্থানের সুযোগ আরও সংকুচিত হবে। অর্থনীতির সব খাতেই তৈরি হবে একটা বিরূপ পরিস্থিতি। গত মাসে রপ্তানি কমেছে, আগামীতে আরও কমবে। সূত্র: সমকাল

Nagad

সংকট নিরসনে সংলাপ আয়োজনের চেষ্টা
কূটনীতিকদের দৌড়ঝাঁপ পর্দার আড়ালে

রাজনৈতিক সংকট নিরসনে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংলাপ আয়োজনের লক্ষ্যে বিদেশি কূটনীতিকদের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যোগ সফল করার লক্ষ্যে ব্যাপক কূটনৈতিক তৎপরতাও শুরু হয়েছে। বিদেশি কূটনীতিকরা দফায় দফায় নিজেদের মধ্যে শলাপরামর্শ করছেন। এর পাশাপাশি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করছেন। তবে ‘স্পর্শকাতরতার বিবেচনায়’ জামায়াতে ইসলামীর নেতাদের সঙ্গে চলমান উদ্যোগ নিয়ে কোনো আলোচনা হচ্ছে না। ঢাকায় নির্ভরযোগ্য সূত্র যুগান্তরকে সংকট নিরসনে কূটনৈতিক উদ্যোগের কথা নিশ্চিত করেছে। সূত্রমতে, শুধু বাংলাদেশের অভ্যন্তরে নয়, সংকট নিরসনে দেশের বাইরেও বিভিন্ন পক্ষের সঙ্গে আলাপ-আলোচনা করছে আন্তর্জাতিক সম্প্রদায়। প্রধানত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ইইউ, অস্ট্রেলিয়া, জাপান, দক্ষিণ কোরিয়াসহ কয়েকটি দেশ মিলে এ উদ্যোগ নিলেও অন্যান্য দেশের কূটনীতিকদের সঙ্গেও বিষয়টি নিয়ে আলাপ-আলোচনা চলছে। সূত্র জানায়, কূটনীতিকরা নেপথ্যে থেকে রাজনৈতিক সংলাপের অনুঘটক হিসাবে কাজ করলেও সামনে আসবেন না। সামনে এলে কূটনীতিকদের বিরুদ্ধে বাংলাদেশের ‘অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ’ করেছেন বলে অভিযোগ উঠতে পারে। তাই তারা সতর্কতা অবলম্বন করছেন। তারা ইতোমধ্যে দলগুলোর সঙ্গে প্রাথমিক আলোচনা সম্পন্ন করেছেন। নির্বাচনের আগে সময় খুব কম তাই সামনের কয়েকদিনে আরও অনেক বৈঠক হবে বলে ধারণা করা হচ্ছে। যদিও ২৮ অক্টোবরের সহিংস ঘটনার কারণে কূটনৈতিক তৎপরতা কিছুটা ধাক্কা খেয়েছে। ওই ঘটনার কারণে বিএনপির শীর্ষস্থানীয় প্রায় সব নেতা কারাগারে থাকায় আলোচনায়ও সমস্যা হচ্ছে। অপরদিকে, সরকারের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌদি আরব সফরে থাকার কারণেও প্রক্রিয়ায় বিলম্ব হচ্ছে। সূত্র: যুগান্তর

৯ হাজার গ্রাহকের শত কোটি টাকা আত্মসাৎ

ভালো মুনাফা দেওয়ার প্রলোভন দেখিয়ে রাজশাহীর একটি সমবায় সমিতি সাধারণ মানুষের কাছ থেকে আমানত গ্রহণ করেছিল শতকোটি টাকা। সেই টাকা আবার বিনিয়োগ করা হয়েছিল বহুস্তর বিপণন বা মাল্টিলেভেল মার্কেটিং কোম্পানি মেটাভার্স ফরেন এক্সচেঞ্জ গ্রুপে (এমটিএফই)। সংযুক্ত আরব আমিরাতের দুবাইভিত্তিক অ্যাপটি বন্ধ হওয়ার পর রাজশাহীর ‘ভাই ভাই সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির’ শতকোটি টাকা গচ্চা গেছে।এই ঘটনার পর প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা শামীম আহমেদ উধাও হয়েছেন। এখন মুনাফা তো দূরের কথা, আসল টাকাই ফেরত পাবেন কি না, তা নিয়ে সংশয়ে রয়েছেন গ্রাহকেরা।সমবায় সমিতির গ্রাহকদের সঙ্গে কথা বলে জানা গেছে, শামীম আহমেদ (সুজন) রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সাবেক কর্মকর্তা। শামীমের সঙ্গে ছিলেন তাঁর বড় ভাই সুমন এবং তাঁদের বাবা সাদিকুল ইসলাম। নগরীর মহিষবাথান এলাকায় নিজেদের বাড়িতে এর কার্যালয় ছিল। এক যুগ ধরেই ঋণ কার্যক্রম চালাতেন তাঁরা। অন্তত সাড়ে ৯ হাজার সদস্য রয়েছে এ সমিতির। তাদের মধ্যে অধিকাংশই টাকা বিনিয়োগ করেছিলেন। বেশ কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেল, সব মিলিয়ে অন্তত ১০০ কোটি টাকা বিনিয়োগ রয়েছে সমিতির সদস্যদের। সূত্র: আজকের পত্রিকা।

ডলারে-আগুনে ব্যবসার সর্বনাশ

দেশের অর্থনীতির ওপর চাপ বেড়েই চলেছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর সৃষ্ট ডলার সংকট দিন দিন আরও প্রকট আকার ধারণ করছে। ডলারের সঙ্গে এখন নির্বাচনকেন্দ্রিক রাজনৈতিক হরতাল-অবরোধ ও ন্যূনতম মজুরিকে কেন্দ্র করে শ্রমিকদের আন্দোলন চলমান সংকটে নতুন মাত্রা যোগ করেছে। এই দ্বিমুখী সংকটে সরবরাহ ব্যবস্থায় বাধার পাশাপাশি কারখানা চালু রাখাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতি ব্যবসা-বাণিজ্যের জন্য সর্বনাশ ডেকে এনেছে। সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপি ও সমমনা দলগুলো গত ২৯ অক্টোবর থেকে হরতাল-অবরোধের মতো কর্মসূচি পালন করছে। অবরোধের প্রথম তিন দিনে অন্তত ৩০টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। দ্বিতীয় দফা অবরোধের প্রথম দিনে ও আগের রাত মিলিয়ে আরও কমপক্ষে ১৩টি গাড়িতে আগুন দেওয়া হয়েছে। সূত্র: দেশ রুপান্তর

জামায়াতের লিভ টু আপিলের শুনানি ১২ নভেম্বর
নিবন্ধন বাতিল করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে জামায়াতের করা লিভ টু আপিলের (আপিলের অনুমতি) শুনানির জন্য আগামী ১২ নভেম্বর দিন ঠিক করে দিয়েছেন সর্বোচ্চ আদালত।সোমবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানসহ চার বিচারপতির আপিল বেঞ্চ এ দিন ঠিক করে দেন।সভা-সমাবেশসহ জামায়াতের রাজনৈতিক কর্মসূচি পালনে নিষেধাজ্ঞা চেয়ে করা আবেদন করা হয়। সেই আবেদনের শুনানি শুরু করতে চান আবেদনকারীদের আইনজীবী ব্যারিস্টার তানিয়া আমীর। তখন আদালত মূল মামলার লিভ টু আপিল শুনানির জন্য ১২ নভেম্বর রোববার দিন ঠিক করে দেন।তানিয়া আমীর নিজেই বিষয়টি সাংবাদিকদের জানান। এদিকে জামায়াতের পক্ষে আইনজীবী ছিলেন মো. জিয়াউর রহমান। তিনি অবরোধের কারণে সিনিয়র আইনজীবী না আসায় সময় আবেদন করেন। সূত্র: দৈনিক বাংলা।

বিএনপির অবরোধের দ্বিতীয়দিনে সারাদেশে যে চিত্র দেখা যাচ্ছে

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপির দ্বিতীয় দফা অবরোধের শেষ দিনের শুরুতেই ঢাকা, গাজীপুর ও চট্টগ্রামে বেশ কয়েকটি যাবাহনে আগুন দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। অন্যদিকে রবিবার রাতে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছে বিএনপি। যদিও এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি।অবরোধের প্রথম দিনের মতো সোমবার সকালেও ঢাকার গাবতলী, কল্যাণপুর, সায়েদাবাদ ও মহাখালী বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোন বাস ছেড়ে যায়নি বলে খবর পাওয়া গেছে। সূত্র: বিবিসি বাংলা।